শুভ বড়দিন আজ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২২, ০৯: ৩০
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২২, ১৩: ৩৬

ফুল, নানা রঙের বেলুন, নকশা করা কাগজ ও জরি ব্যবহার করে কয়েক দিন ধরেই সাধ্যমতো সাজানো হয়েছে রাজধানীসহ দেশের পবিত্র গির্জাগুলো। শুধু গির্জাতেই নয়, খ্রিষ্টধর্মাবলম্বীদের মহল্লা এবং অনেক বাড়িতেও সাজ সাজ রব। বিভিন্ন প্রতিষ্ঠানেও ব্যস্ততা ছিল ক্রিসমাস ট্রি সাজানোর, বাহারি কেক বানানোর। এত সব আয়োজনের লক্ষ্য আজ ২৫ ডিসেম্বর ঘিরে। আজ শুভ বড়দিন, খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব।

খ্রিষ্টধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচারের মাধ্যমে মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতেই প্রভু যিশু আজকের দিনে পৃথিবীতে এসেছিলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের খ্রিষ্টধর্মাবলম্বীরাও তাই যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আচারাদি, আনন্দ-উৎসব এবং প্রার্থনার মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপনের প্রস্তুতি নিয়েছে। গতকাল সন্ধ্যা থেকে বিভিন্ন গির্জা এবং তারকা-হোটেলগুলোতে ব্যবস্থা করা হয়েছে আলোকসজ্জার।

বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা খ্রিষ্টধর্মাবলম্বীসহ সবার শান্তি ও কল্যাণ কামনা করে বাণী দিয়েছেন। বাণীতে তাঁরা, জাগতিক সুখের পরিবর্তে যিশুখ্রিষ্ট ত্যাগ, সংযম ও দানের মাধ্যমে পারমার্থিক সুখ অর্জনের ওপর গুরুত্ব দিয়েছেন।

বড়দিন উদযাপন উপলক্ষে রাজধানীর তেজগাঁও চার্চে খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রার্থনাবড়দিনে সারা দেশে সরকারি ছুটি থাকে। খ্রিষ্টধর্মাবলম্বীদের বাড়িতে করা হয় বিশেষ খাবারের আয়োজন। এ ছাড়া দেশের অনেক অঞ্চলে আয়োজন করা হয় ধর্মীয় অনুষ্ঠানের।

বড়দিন উপলক্ষে রাজধানী শহর ঢাকাসহ সারা দেশে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হয়েছে। নির্বিঘ্নে ও নিরাপদে উৎসব পালনের ব্যাপারে আশ্বস্ত করেছেন পুলিশের মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। তিনি জানিয়েছেন, বড়দিন উপলক্ষে সারা দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ইউনিফর্ম ও সাদাপোশাকে নিয়োজিত রয়েছেন।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত