ব্রাহ্মণপাড়া প্রতিনিধি
ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামে পতিত জমিতে বিষমুক্ত উপায়ে নতুন জাতের লাউ চাষ করেছেন শাহজাহান মিয়া। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। অন্যদিকে বাজারে বর্তমানে লাউয়ের দাম তুলনামূলক বেশি থাকায় লাভবান হচ্ছেন বলে জানান তিনি। শাহজাহান জানান, লাউ চাষে খরচ কম, মুনাফা বেশি। জমি ও মাচা তৈরিতে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে তিনি ২০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। বর্তমানে খেতের ধরন দেখে তিনি আরও অর্ধলাখ টাকার লাউ বিক্রির আশা করছেন।
শাহজাহান মিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনা মূল্যে বিইউ লাউ-২ জাতের বীজ পেয়েছেন। এরপর অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শে বাড়ির পাশের ১০ শতক পতিত জমিতে নতুন জাতের এই লাউ চাষ করেন।
শাহজাহান মিয়া বলেন, ‘পজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে আমি চলতি মৌসুমে অনাবাদি জমিতে লাউ চাষ করি। এতে আমার জমি প্রস্তুত ও মাচা তৈরিতে পাঁচ হাজার টাকার মতো খরচ হয়। এই জমিতে কোনো ধরনের কীটনাশক ব্যবহার না করে কৃষি কর্মকর্তাদের পরামর্শে ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি। এতে আমার কীটনাশকের খরচ যেমন বেঁচে গেছে, তেমনি বিষমুক্ত লাউ উৎপাদিত হয়েছে। জমি দেখে এলাকার আরও অনেক কৃষক এই জাতের লাউ চাষে আগ্রহ প্রকাশ করেছেন। বাজারে লাউয়ের চাহিদা রয়েছে, দামও ভালো।
এই কৃষক আরও বলেন, ‘এলাকার লোকজন জমিতে এসে আমার লাউ কিনে নিয়ে যান। এখন পর্যন্ত ২০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। বর্তমানে এই জমিতে আমার যে পরিমাণে ফলন আছে, তাতে সব মিলিয়ে অর্ধলাখ টাকা বিক্রি করতে পারব বলে আশা করছি।’
শাহজাহান মিয়ার জমিতে লাউ কিনতে আসা আবদুল লতিফ বলেন, ‘আমি প্রায়ই এখান থেকে লাউ কিনে নিই। আজও দুটি লাউ কিনেছি। সরাসরি জমিতে এসে গাছ থেকে নিজের পছন্দমতো বিষমুক্ত লাউ কিনে নেওয়ার মধ্যে আত্মতৃপ্তি পাই।’
উপসহকারী কৃষি কর্মকর্তা নাঈমা হক আঁখি বলেন, ‘উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে আমার ব্লকের কৃষক শাহজাহান মিয়াকে বীজ সহায়তা দিয়ে এই জাতের লাউ চাষে আগ্রহী করে তুলি। তিনি আমাদের পরামর্শে চাষ করে সফল হয়েছেন। শুরু থেকে আমরা তাঁর জমি নিয়মিত পরিদর্শন করেছি। এ ছাড়া তাঁকে যখন যা পরামর্শ দেওয়া দরকার, তা-ই দেওয়া হচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম আমিনুল ইসলাম বিউ লাউ-২ জাতটি উদ্ভাবন করেছেন। তাঁর দেওয়া লাউয়ের বীজ পরীক্ষামূলকভাবে চাষের জন্য উপজেলার বেজুরা গ্রামের কৃষক শাহজাহান মিয়াকে দেওয়া হয়। তিনি চাষ করে লাভবান হয়েছেন। এ ছাড়া শাহজাহান মিয়ার সফলতার পর এই জাতের লাউ চাষ করতে অন্য কৃষকদের উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণপাড়া উপজেলার দুলালপুর ইউনিয়নের বেজুরা গ্রামে পতিত জমিতে বিষমুক্ত উপায়ে নতুন জাতের লাউ চাষ করেছেন শাহজাহান মিয়া। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলন ভালো হয়েছে। অন্যদিকে বাজারে বর্তমানে লাউয়ের দাম তুলনামূলক বেশি থাকায় লাভবান হচ্ছেন বলে জানান তিনি। শাহজাহান জানান, লাউ চাষে খরচ কম, মুনাফা বেশি। জমি ও মাচা তৈরিতে পাঁচ হাজার টাকা খরচ হয়েছে। ইতিমধ্যে তিনি ২০ হাজার টাকার লাউ বিক্রি করেছেন। বর্তমানে খেতের ধরন দেখে তিনি আরও অর্ধলাখ টাকার লাউ বিক্রির আশা করছেন।
শাহজাহান মিয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে বিনা মূল্যে বিইউ লাউ-২ জাতের বীজ পেয়েছেন। এরপর অধিদপ্তরের কর্মকর্তাদের পরামর্শে বাড়ির পাশের ১০ শতক পতিত জমিতে নতুন জাতের এই লাউ চাষ করেন।
শাহজাহান মিয়া বলেন, ‘পজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে আমি চলতি মৌসুমে অনাবাদি জমিতে লাউ চাষ করি। এতে আমার জমি প্রস্তুত ও মাচা তৈরিতে পাঁচ হাজার টাকার মতো খরচ হয়। এই জমিতে কোনো ধরনের কীটনাশক ব্যবহার না করে কৃষি কর্মকর্তাদের পরামর্শে ফেরোমন ফাঁদ ব্যবহার করেছি। এতে আমার কীটনাশকের খরচ যেমন বেঁচে গেছে, তেমনি বিষমুক্ত লাউ উৎপাদিত হয়েছে। জমি দেখে এলাকার আরও অনেক কৃষক এই জাতের লাউ চাষে আগ্রহ প্রকাশ করেছেন। বাজারে লাউয়ের চাহিদা রয়েছে, দামও ভালো।
এই কৃষক আরও বলেন, ‘এলাকার লোকজন জমিতে এসে আমার লাউ কিনে নিয়ে যান। এখন পর্যন্ত ২০ হাজার টাকার লাউ বিক্রি করেছি। বর্তমানে এই জমিতে আমার যে পরিমাণে ফলন আছে, তাতে সব মিলিয়ে অর্ধলাখ টাকা বিক্রি করতে পারব বলে আশা করছি।’
শাহজাহান মিয়ার জমিতে লাউ কিনতে আসা আবদুল লতিফ বলেন, ‘আমি প্রায়ই এখান থেকে লাউ কিনে নিই। আজও দুটি লাউ কিনেছি। সরাসরি জমিতে এসে গাছ থেকে নিজের পছন্দমতো বিষমুক্ত লাউ কিনে নেওয়ার মধ্যে আত্মতৃপ্তি পাই।’
উপসহকারী কৃষি কর্মকর্তা নাঈমা হক আঁখি বলেন, ‘উপজেলা কৃষি কর্মকর্তার পরামর্শে আমার ব্লকের কৃষক শাহজাহান মিয়াকে বীজ সহায়তা দিয়ে এই জাতের লাউ চাষে আগ্রহী করে তুলি। তিনি আমাদের পরামর্শে চাষ করে সফল হয়েছেন। শুরু থেকে আমরা তাঁর জমি নিয়মিত পরিদর্শন করেছি। এ ছাড়া তাঁকে যখন যা পরামর্শ দেওয়া দরকার, তা-ই দেওয়া হচ্ছে।’
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুবুল হাসান আজকের পত্রিকাকে বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. এ কে এম আমিনুল ইসলাম বিউ লাউ-২ জাতটি উদ্ভাবন করেছেন। তাঁর দেওয়া লাউয়ের বীজ পরীক্ষামূলকভাবে চাষের জন্য উপজেলার বেজুরা গ্রামের কৃষক শাহজাহান মিয়াকে দেওয়া হয়। তিনি চাষ করে লাভবান হয়েছেন। এ ছাড়া শাহজাহান মিয়ার সফলতার পর এই জাতের লাউ চাষ করতে অন্য কৃষকদের উদ্বুদ্ধ করাসহ বিভিন্ন পরামর্শ দেওয়া হচ্ছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে