আবুল আহসান টিটু, ফকিরহাট (বাগেরহাট)
বাগেরহাটের ফকিরহাটে খরা, বন্যা, জলোচ্ছ্বাস, দাবদাহ ও কোল্ড ইনজুরিসহ নানা বৈরী আবহাওয়াতে টেকসই পদ্ধতিতে কৃষিকাজে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে ফসল উৎপাদনে চাষিদের মধ্যে সাড়া জাগিয়েছে কৃষি বিভাগ। বৈরী আবহাওয়া রুখতে পারেনি ফসল উৎপাদনে কৃষকের অগ্রগতি। চলতি বোরো মৌসুমে ফকিরহাটের একঝাঁক প্রশিক্ষিত কৃষক ট্রে-পদ্ধতিতে ধান ও সবজির চারা উৎপাদন করে সফলতা পেয়েছেন। কৃষিকাজে শ্রমিকের মজুরি বেশি হওয়ায় চাষাবাদে যান্ত্রিকীকরণ বাড়াতে উপজেলার লখপুর ও পিলজঙ্গ ইউনিয়নে সমলয় ব্যবস্থাপনায় যান্ত্রিক পদ্ধতিতে ৫০ একর জমিতে ধানের চারা রোপণের কাজ চলছে।
স্থানীয় চাষি শুকুর আলী বলেন, বৈরী আবহাওয়ায় কয়েক বছর ধরে আমন ও বোরো মৌসুমে ধান বা সবজির চারা উৎপাদন ব্যাহত হয়েছে। তাই কৃষি বিভাগের পরামর্শে তাঁরা ট্রেতে ধানের বীজতলা করে পরিচর্যা করেন। এ পদ্ধতিতে বন্যা, খরা বা অতিরিক্ত শীতে ট্রের বীজতলা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় সহজে।
এমনকি প্রয়োজনমতো পানি, সেচ ও পলিথিন দিয়ে ঢেকে পরিচর্যা করা হয়। যান্ত্রিক পদ্ধতিতে একরপ্রতি ধান বপন, রোপণ ও কর্তনে খরচ বাঁচে প্রায় ১০ হাজার টাকা।
পিলজঙ্গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম বলেন, শ্রমিকের মজুরি বেশি হওয়ায় কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ। ফলে স্বল্প খরচে ফসল উৎপাদনে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। অনেকেই সরকারিভাবে কৃষি যন্ত্রপাতি পেয়েছেন। তবে ধান রোপণ ও কর্তনের যন্ত্রের সহজলভ্যতা না থাকায় এ পদ্ধতিতে চাষাবাদে চাষিদের আগ্রহ থাকলেও তাঁরা ব্যাপকভাবে চাষ করতে পারছেন না।
পিলজঙ্গ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল পাল জানান, নওয়াপাড়া ব্লকে কয়েক বছর ধরে যান্ত্রিক পদ্ধতিতে পানিসাশ্রয়ী প্রকল্পের মেশিন দিয়ে স্থানীয় চাষিদের চাষাবাদ সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। এ পদ্ধতি অধিক লাভজনক হওয়ায় স্থানীয় চাষিদের আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে এ ব্লকে প্রায় ১৫ একর জমিতে যান্ত্রিক পদ্ধতিতে ট্রেতে উৎপাদিত ধানের চারা লাগানোর কাজ চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত বলেন, এ উপজেলায় ৮ হাজার ৪০০ হেক্টরে বোরো আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় প্রশিক্ষিত অনেক চাষি চলতি মৌসুমে ধানের চারার পাশাপাশি ট্রেতে সবজির চারা উৎপাদন করছেন। বৈরী আবহাওয়া মোকাবিলা করে ফসল উৎপাদনে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদে চাষিদের আগ্রহ বেড়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন, করোনাকালীন সময়ে শ্রমিকস্বল্পতার মধ্যে উৎপাদন সচল রাখতে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষিযন্ত্র ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে ফকিরহাটে কৃষি উৎপাদন অব্যাহত আছে এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলার কৃষকপর্যায়ে এখন ২৯টি রিপার যন্ত্র, ২টি অটোরাইস ট্রান্সপ্লান্টার, ১০টি থ্রেসার যন্ত্র এবং একটি কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র রয়েছে। এতে কৃষকেরা কম খরচে ফসল উৎপাদন করে অধিক লাভবান হতে পারছেন।
বাগেরহাটের ফকিরহাটে খরা, বন্যা, জলোচ্ছ্বাস, দাবদাহ ও কোল্ড ইনজুরিসহ নানা বৈরী আবহাওয়াতে টেকসই পদ্ধতিতে কৃষিকাজে হাতে-কলমে প্রশিক্ষণের মাধ্যমে ফসল উৎপাদনে চাষিদের মধ্যে সাড়া জাগিয়েছে কৃষি বিভাগ। বৈরী আবহাওয়া রুখতে পারেনি ফসল উৎপাদনে কৃষকের অগ্রগতি। চলতি বোরো মৌসুমে ফকিরহাটের একঝাঁক প্রশিক্ষিত কৃষক ট্রে-পদ্ধতিতে ধান ও সবজির চারা উৎপাদন করে সফলতা পেয়েছেন। কৃষিকাজে শ্রমিকের মজুরি বেশি হওয়ায় চাষাবাদে যান্ত্রিকীকরণ বাড়াতে উপজেলার লখপুর ও পিলজঙ্গ ইউনিয়নে সমলয় ব্যবস্থাপনায় যান্ত্রিক পদ্ধতিতে ৫০ একর জমিতে ধানের চারা রোপণের কাজ চলছে।
স্থানীয় চাষি শুকুর আলী বলেন, বৈরী আবহাওয়ায় কয়েক বছর ধরে আমন ও বোরো মৌসুমে ধান বা সবজির চারা উৎপাদন ব্যাহত হয়েছে। তাই কৃষি বিভাগের পরামর্শে তাঁরা ট্রেতে ধানের বীজতলা করে পরিচর্যা করেন। এ পদ্ধতিতে বন্যা, খরা বা অতিরিক্ত শীতে ট্রের বীজতলা এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া যায় সহজে।
এমনকি প্রয়োজনমতো পানি, সেচ ও পলিথিন দিয়ে ঢেকে পরিচর্যা করা হয়। যান্ত্রিক পদ্ধতিতে একরপ্রতি ধান বপন, রোপণ ও কর্তনে খরচ বাঁচে প্রায় ১০ হাজার টাকা।
পিলজঙ্গ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম বলেন, শ্রমিকের মজুরি বেশি হওয়ায় কৃষিক্ষেত্রে যান্ত্রিকীকরণ বর্তমান সরকারের যুগান্তকারী উদ্যোগ। ফলে স্বল্প খরচে ফসল উৎপাদনে সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। অনেকেই সরকারিভাবে কৃষি যন্ত্রপাতি পেয়েছেন। তবে ধান রোপণ ও কর্তনের যন্ত্রের সহজলভ্যতা না থাকায় এ পদ্ধতিতে চাষাবাদে চাষিদের আগ্রহ থাকলেও তাঁরা ব্যাপকভাবে চাষ করতে পারছেন না।
পিলজঙ্গ ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা বিপুল পাল জানান, নওয়াপাড়া ব্লকে কয়েক বছর ধরে যান্ত্রিক পদ্ধতিতে পানিসাশ্রয়ী প্রকল্পের মেশিন দিয়ে স্থানীয় চাষিদের চাষাবাদ সম্পর্কে প্রশিক্ষণের মাধ্যমে উদ্বুদ্ধ করা হয়েছে। এ পদ্ধতি অধিক লাভজনক হওয়ায় স্থানীয় চাষিদের আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে এ ব্লকে প্রায় ১৫ একর জমিতে যান্ত্রিক পদ্ধতিতে ট্রেতে উৎপাদিত ধানের চারা লাগানোর কাজ চলছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নাছরুল মিল্লাত বলেন, এ উপজেলায় ৮ হাজার ৪০০ হেক্টরে বোরো আবাদের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। স্থানীয় প্রশিক্ষিত অনেক চাষি চলতি মৌসুমে ধানের চারার পাশাপাশি ট্রেতে সবজির চারা উৎপাদন করছেন। বৈরী আবহাওয়া মোকাবিলা করে ফসল উৎপাদনে যান্ত্রিক পদ্ধতিতে চাষাবাদে চাষিদের আগ্রহ বেড়েছে।
উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশ বলেন, করোনাকালীন সময়ে শ্রমিকস্বল্পতার মধ্যে উৎপাদন সচল রাখতে বিভিন্ন সরকারি প্রকল্পের মাধ্যমে কৃষকদের কৃষিযন্ত্র ও প্রশিক্ষণ দেওয়া হয়েছে। ফলে ফকিরহাটে কৃষি উৎপাদন অব্যাহত আছে এবং দিন দিন বৃদ্ধি পাচ্ছে। উপজেলার কৃষকপর্যায়ে এখন ২৯টি রিপার যন্ত্র, ২টি অটোরাইস ট্রান্সপ্লান্টার, ১০টি থ্রেসার যন্ত্র এবং একটি কম্বাইন্ড হারভেস্টার যন্ত্র রয়েছে। এতে কৃষকেরা কম খরচে ফসল উৎপাদন করে অধিক লাভবান হতে পারছেন।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪