অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি
হাওরে পরিত্যক্ত এক ফসলি জমিতে বর্ষাকালে টমেটো চাষ করে সাফল্য পেয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউপি সদস্য রেখন মিয়া। তিতবেগুনে গ্রাফটিং চারায় মালচিং পদ্ধতিতে ৩৫ শতাংশ জমিতে তিনি শীতকালীন সবজি টমেটো চাষ করে আয় করেন প্রায় দুই লাখ টাকা। তাঁর এই সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন তরুণেরা। সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।
কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন আজকের পত্রিকাকে জানান, ‘একজন জনপ্রতিনিধির কৃষি উদ্যোগ তরুণদের চাষাবাদে উৎসাহিত করবে। আমরা তাঁকে পরামর্শ দিয়ে আসছি। সামনে সহযোগিতা করা হবে।’
জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের সেনপাড়া গ্রাম। ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেখন মিয়া ইউটিউব দেখে সিদ্ধান্ত নেন, মালচিং ও গ্রাফটিং পদ্ধতিতে বর্ষাকালে টমেটো চাষ করবেন। পরে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে গ্রাফটিং করা বারি-৮ ও রাজা জাতের চারা সংগ্রহ করেন। জুলাই মাসের প্রথম সপ্তাহে বাড়ির সামনে অন্যের পরিত্যক্ত ৩৫ শতাংশ জমিতে ৩ হাজার বারি-৮ জাতের চারা রোপণ করেন। তিতবেগুনের সঙ্গে গ্রাফটিং করা টমেটো চারা মালচিং (পলিথিনে গাছের শিকড় ঢেকে রাখা) পদ্ধতিতে পরিচর্যা করেন। সেপ্টেম্বর মাসের প্রথম দিকে টমেটো বেচা শুরু করেন। গত বুধবার পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার টাকার টমেটো বিক্রি করেন। আরও দেড় লাখ টাকার টমেটো গাছে রয়েছে।
ইউপি সদস্য মো. রেখন মিয়া বলেন, ‘বাবার অনুপ্রেরণায় কৃষিতে মনোযোগ দিয়ে সফলতা পেয়েছি। এই বর্ষায় টমেটো চাষ করায় অনেকে বলেছে, পাগলামি শুরু করেছি। এক একর জমিতে ৫ লাখ খরচ হয়েছে। আশা করি, খরচ মিটিয়ে ৬-৭ লাখ টাকা লাভ হবে। আমার মতে স্বাবলম্বী হতে কৃষির বিকল্প নেই।’
অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ‘সমৃদ্ধ দেশ গড়তে কৃষি সর্বোত্তম কর্মসংস্থান। আমার সহকর্মী জনপ্রতিনিধি রেখনের এই সাফল্য শুধু আর্থিক নয়, বেকারত্ব হ্রাসে এবং কৃষিবান্ধব সামাজিক প্রচারণামূলক।’
হাওরে পরিত্যক্ত এক ফসলি জমিতে বর্ষাকালে টমেটো চাষ করে সাফল্য পেয়েছেন কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার সদর ইউপি সদস্য রেখন মিয়া। তিতবেগুনে গ্রাফটিং চারায় মালচিং পদ্ধতিতে ৩৫ শতাংশ জমিতে তিনি শীতকালীন সবজি টমেটো চাষ করে আয় করেন প্রায় দুই লাখ টাকা। তাঁর এই সাফল্যে অনুপ্রাণিত হচ্ছেন তরুণেরা। সহযোগিতার আশ্বাস উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের।
কৃষি কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিন আজকের পত্রিকাকে জানান, ‘একজন জনপ্রতিনিধির কৃষি উদ্যোগ তরুণদের চাষাবাদে উৎসাহিত করবে। আমরা তাঁকে পরামর্শ দিয়ে আসছি। সামনে সহযোগিতা করা হবে।’
জানা গেছে, অষ্টগ্রাম উপজেলা সদর ইউনিয়নের সেনপাড়া গ্রাম। ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. রেখন মিয়া ইউটিউব দেখে সিদ্ধান্ত নেন, মালচিং ও গ্রাফটিং পদ্ধতিতে বর্ষাকালে টমেটো চাষ করবেন। পরে মৌলভীবাজারের কমলগঞ্জ থেকে গ্রাফটিং করা বারি-৮ ও রাজা জাতের চারা সংগ্রহ করেন। জুলাই মাসের প্রথম সপ্তাহে বাড়ির সামনে অন্যের পরিত্যক্ত ৩৫ শতাংশ জমিতে ৩ হাজার বারি-৮ জাতের চারা রোপণ করেন। তিতবেগুনের সঙ্গে গ্রাফটিং করা টমেটো চারা মালচিং (পলিথিনে গাছের শিকড় ঢেকে রাখা) পদ্ধতিতে পরিচর্যা করেন। সেপ্টেম্বর মাসের প্রথম দিকে টমেটো বেচা শুরু করেন। গত বুধবার পর্যন্ত ৩ লাখ ৫০ হাজার টাকার টমেটো বিক্রি করেন। আরও দেড় লাখ টাকার টমেটো গাছে রয়েছে।
ইউপি সদস্য মো. রেখন মিয়া বলেন, ‘বাবার অনুপ্রেরণায় কৃষিতে মনোযোগ দিয়ে সফলতা পেয়েছি। এই বর্ষায় টমেটো চাষ করায় অনেকে বলেছে, পাগলামি শুরু করেছি। এক একর জমিতে ৫ লাখ খরচ হয়েছে। আশা করি, খরচ মিটিয়ে ৬-৭ লাখ টাকা লাভ হবে। আমার মতে স্বাবলম্বী হতে কৃষির বিকল্প নেই।’
অষ্টগ্রাম সদর ইউপি চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু বলেন, ‘সমৃদ্ধ দেশ গড়তে কৃষি সর্বোত্তম কর্মসংস্থান। আমার সহকর্মী জনপ্রতিনিধি রেখনের এই সাফল্য শুধু আর্থিক নয়, বেকারত্ব হ্রাসে এবং কৃষিবান্ধব সামাজিক প্রচারণামূলক।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে