সানজিদা সামরিন, ঢাকা
লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস সম্প্রতি ‘টাইমলেস টাইম’ শিরোনামের প্রদর্শনীতে উপস্থাপন করেছে মোট ৫০টি ঘড়ি। নানা নাম রয়েছে ঘড়িগুলোর; যেমন রেখাতরঙ্গ, এলোমেলো বৃত্তবন্ধন, দৃশ্যগত জানালা, আয়তাকার সময়, রবীন্দ্র বিষাদ, শিরোনামে মানচিত্র ইত্যাদি। এসব ঘড়ির ডিজাইনের তত্ত্বাবধায়নে ছিলেন কিউরিয়াসের ডিজাইন উপদেষ্টা চন্দ্র শেখর সাহা। এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিয়েছেন কিউরিয়াসের টেক্সটাইল অ্যান্ড সারফেস সার্ভিসের মো. মাইনুল ইসলাম।
মো. মাইনুল ইসলাম বলেন, ‘প্রথমে আমরা কাঠের ঘড়ি নিয়ে চিন্তা করেছিলাম। কী কী উপায়ে কাঠের ঘড়ি মানুষের সামনে নতুন করে আনা যায়, তা নিয়ে ভাবছিলাম। সে ক্ষেত্রে টেকসই কাঁচামাল হিসেবে কাঠের গুঁড়ি ব্যবহার করছি আমরা। আবার প্যাকিংয়ের জন্য যে কাঠগুলো আসে, সেগুলো পুনরায় প্রক্রিয়াজাত করে বিক্রি করা হয়, সেগুলোও ব্যবহৃত হয়েছে। এটিও টেকসই কাঁচামাল। কারণ, ঘড়ি তৈরির জন্য আমরা নতুন গাছ না কেটে এগুলো ব্যবহার করছি। ফলে টেকসই জীবনযাপন ও দেয়ালঘড়ি কী করে নতুনভাবে ব্যবহার করা যায়, এই সব মিলিয়েই যে সম্মিলিত ভাবনা ছিল, তারই বহিঃপ্রকাশ এই প্রদর্শনী।’
ঘড়িকে নতুনভাবে উপস্থাপনের জন্য পেইন্টিং বা আর্টওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার কথাও ভাবা হয়েছে, যা বাড়ির আভিজাত্যের প্রতীকও হবে আবার কাজেও লাগবে।’ যোগ করেন মো. মাইনুল ইসলাম।
বিভিন্ন জমিন ও অলংকরণ মাধ্যম ব্যবহার করে ঘড়ির আঙ্গিক ফুটিয়ে তোলা হয়েছে। আছে কারচুপি, কাঁথা সেলাই ও অন্যান্য সেলাইয়ের মতো হাতের কাজ, স্ক্রিন প্রিন্ট, কাঠখোদাই ইত্যাদি। পাশাপাশি বিভিন্ন চামড়া, কাপড়সহ বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে।
প্রতিটি ঘড়ি উপহার হিসেবে যে অনন্য, তা বলার অপেক্ষা রাখে না। একইভাবে সময় দেখার পাশাপাশি নিজেদের ঘরের শোভা বাড়াতেও জুড়িহীন কিউরিয়াসের এই ঘড়ি সংগ্রহের যেকোনোটিই।
কিউরিয়াসের বনানী ১১ নম্বর রোডের ফ্ল্যাগশিপ আউটলেটের পঞ্চম তলার অনন্য এই প্রদর্শনী ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
লাইফস্টাইল ব্র্যান্ড কিউরিয়াস সম্প্রতি ‘টাইমলেস টাইম’ শিরোনামের প্রদর্শনীতে উপস্থাপন করেছে মোট ৫০টি ঘড়ি। নানা নাম রয়েছে ঘড়িগুলোর; যেমন রেখাতরঙ্গ, এলোমেলো বৃত্তবন্ধন, দৃশ্যগত জানালা, আয়তাকার সময়, রবীন্দ্র বিষাদ, শিরোনামে মানচিত্র ইত্যাদি। এসব ঘড়ির ডিজাইনের তত্ত্বাবধায়নে ছিলেন কিউরিয়াসের ডিজাইন উপদেষ্টা চন্দ্র শেখর সাহা। এই প্রকল্প বাস্তবায়নে সহায়তা দিয়েছেন কিউরিয়াসের টেক্সটাইল অ্যান্ড সারফেস সার্ভিসের মো. মাইনুল ইসলাম।
মো. মাইনুল ইসলাম বলেন, ‘প্রথমে আমরা কাঠের ঘড়ি নিয়ে চিন্তা করেছিলাম। কী কী উপায়ে কাঠের ঘড়ি মানুষের সামনে নতুন করে আনা যায়, তা নিয়ে ভাবছিলাম। সে ক্ষেত্রে টেকসই কাঁচামাল হিসেবে কাঠের গুঁড়ি ব্যবহার করছি আমরা। আবার প্যাকিংয়ের জন্য যে কাঠগুলো আসে, সেগুলো পুনরায় প্রক্রিয়াজাত করে বিক্রি করা হয়, সেগুলোও ব্যবহৃত হয়েছে। এটিও টেকসই কাঁচামাল। কারণ, ঘড়ি তৈরির জন্য আমরা নতুন গাছ না কেটে এগুলো ব্যবহার করছি। ফলে টেকসই জীবনযাপন ও দেয়ালঘড়ি কী করে নতুনভাবে ব্যবহার করা যায়, এই সব মিলিয়েই যে সম্মিলিত ভাবনা ছিল, তারই বহিঃপ্রকাশ এই প্রদর্শনী।’
ঘড়িকে নতুনভাবে উপস্থাপনের জন্য পেইন্টিং বা আর্টওয়ার্কের সঙ্গে সংযুক্ত করার কথাও ভাবা হয়েছে, যা বাড়ির আভিজাত্যের প্রতীকও হবে আবার কাজেও লাগবে।’ যোগ করেন মো. মাইনুল ইসলাম।
বিভিন্ন জমিন ও অলংকরণ মাধ্যম ব্যবহার করে ঘড়ির আঙ্গিক ফুটিয়ে তোলা হয়েছে। আছে কারচুপি, কাঁথা সেলাই ও অন্যান্য সেলাইয়ের মতো হাতের কাজ, স্ক্রিন প্রিন্ট, কাঠখোদাই ইত্যাদি। পাশাপাশি বিভিন্ন চামড়া, কাপড়সহ বিভিন্ন ধরনের উপকরণ ব্যবহার করা হয়েছে।
প্রতিটি ঘড়ি উপহার হিসেবে যে অনন্য, তা বলার অপেক্ষা রাখে না। একইভাবে সময় দেখার পাশাপাশি নিজেদের ঘরের শোভা বাড়াতেও জুড়িহীন কিউরিয়াসের এই ঘড়ি সংগ্রহের যেকোনোটিই।
কিউরিয়াসের বনানী ১১ নম্বর রোডের ফ্ল্যাগশিপ আউটলেটের পঞ্চম তলার অনন্য এই প্রদর্শনী ১৫ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে