Ajker Patrika

ক্যাম্পাসে গায়েহলুদ ইবি শিক্ষার্থীর

ইবি প্রতিনিধি
ক্যাম্পাসে গায়েহলুদ ইবি শিক্ষার্থীর

বাঙালি বিয়ের বর্ণিল ও বর্ণাঢ্য অংশ হচ্ছে গায়েহলুদ। সাধারণত আগের দিনে বাড়ির উঠোন কিংবা ছাদেই সেরে ফেলা হতো গায়েহলুদের অনুষ্ঠান। তবে সম্প্রতি গায়েহলুদের আয়োজনে ভিন্নতা দেখা গিয়েছে।

বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীর গায়েহলুদের আয়োজন হয়েছে তাঁরই ক্যাম্পাসে। এমনই এক ভিন্নধর্মী গায়েহলুদ হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামের সামনে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাকিবুল ইসলাম রানিমের গায়েহলুদ হয়েছে।

শাড়ি-পাঞ্জাবি পরা একদল তরুণ-তরুণীর বাঁশের ডালা, কুলা, চালুন, মাটির সরা, মটকা দিয়ে বিয়েবাড়ির আমেজ তৈরির মধ্য দিয়ে গায়েহলুদ অনুষ্ঠানটি হয়। বিয়ে অনুষ্ঠানে সব বন্ধু উপস্থিত থাকতে পারবেন না বলেই ক্যাম্পাস এ আয়োজন করেছেন সহপাঠীরা।

ব্যতিক্রমী এই আয়োজনে অংশ নেওয়া রানিমের বন্ধু ইবনে মনির বলেন, ‘ক্যাম্পাস জীবন শেষে কে কোথায় থাকব সেটা বলা যাচ্ছে না। কারও বিয়েতে যাওয়ার সৌভাগ্য হবে কিনা ঠিক নেই। তাই বন্ধুর গায়েহলুদের দিনটা স্মরণীয় করার চেষ্টা করা আরকি।’

আয়োজন সম্পর্কে বর রানিম বলেন, ‘সবার পক্ষে বিয়েতে উপস্থিত থাকা সম্ভব না। তাই বন্ধুরা মিলে ক্যাম্পাসে হলুদের আয়োজন করেছে।’

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত