সম্পাদকীয়
বাঘে ছুঁলে আঠারো ঘা, আর পুলিশ ছুঁলে? হ্যাঁ, কেন পুলিশ ছুঁলে ‘ছত্রিশ ঘা’ বলা হয়, সেটা কিন্তু সত্যিই ভাবার মতো বিষয়। পুলিশ বাহিনীর সদস্যদের কেউ কেউ জনগণকে বন্ধু না ভেবে তাদেরকে আধিপত্যের জায়গা থেকে দেখে থাকেন। তাঁরা নিজেদের মনস্তাত্ত্বিকভাবে ক্ষমতাবান হিসেবে দেখতে অভ্যস্ত। সম্প্রতি ঢাকায় পুলিশ বাহিনীর সংস্কার বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। তা নিয়ে রোববার আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
ঘুষ নেওয়া এবং ক্ষমতার অপব্যবহার কি শুধু পুলিশ বাহিনীর সদস্যরাই করেন? দেশের সব অফিস-আদালত যেখানে ঘুষ, দুর্নীতিতে নিমজ্জিত, সেখানে শুধু এ বাহিনীর ওপর অপরাধের দায় চাপানো হয়তো পুরোপুরি যৌক্তিক নয়। তার পেছনে প্রকট সত্যও যে আছে, সে কথাও তো বলতে হয়। পুলিশের অন্যতম দায়িত্ব দেশের জনগণের নিরাপত্তা দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। তাই তাদের প্রতি জনগণের আস্থার জায়গাটাও বেশি। বেশির ভাগ ক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যাপ্ত সুযোগের কারণে ক্ষমতার অপব্যবহার করে থাকেন। আর এর দায় এসে পড়ে পুরো বাহিনীর ওপর।
বর্তমান পুলিশ বাহিনী চলছে ঔপনিবেশিক আমলের আইন দ্বারা। এর মধ্যে আমাদের স্বাধীনতার বয়স ৫৩ বছর হলেও, এ আইনকে যুগোপযোগী করা হয়নি। আগের বিধিমালা দিয়ে কি এ বাহিনীর কার্যক্রম চালানো সম্ভব? পুলিশ বাহিনীর ওপর বড় অভিযোগ হলো যে তারা বিভিন্ন সরকারের সময়ে দলীয় ভূমিকা পালন করেছে। এটা কি এ বাহিনীর অপরাধ, নাকি যে সরকার তাদের দলীয়ভাবে ক্ষমতায় থাকার জন্য অপব্যবহার করেছে, তাদের অপরাধ? অপরাধটা যে সরকার এবং পুলিশ বাহিনীর সম্মিলিত অপরাধ, সে কথা বললে ভুল হবে না।
পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অপকর্ম করেন, আর তাঁদের হুকুম পালন করে থাকেন সিপাহিরা। সব ধরনের ঘুষ, দুর্নীতির সঙ্গেও তাঁরা জড়িয়ে পড়েন। সিপাহিদের রয়েছে শিক্ষার অভাব। পুলিশের সিপাহি পদে নিয়োগের যোগ্যতা হলো সর্বোচ্চ এসএসসি পাস। নিয়োগ দেওয়ার পরে মাত্র ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে তাঁদের মাঠে নামিয়ে দেওয়া হয়। চাকরির পুরো সময়টা তাঁরা আর প্রশিক্ষণের সুযোগ পান না। এই যদি হয় একজন সিপাহির যোগ্যতা, তাহলে তাঁদের কাছে ভালো কিছু আশা করার সুযোগ কি আছে?
আর একটা বড় বিষয় হলো, তাঁদের নিয়োগ দেওয়ার সময় চৌদ্দগোষ্ঠীর রাজনৈতিক পরিচয় খোঁজা হয়। তাহলে তাঁরা কীভাবে রাজনীতির প্রভাবমুক্ত হতে পারবেন?
৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সদস্যরা ১১ দফা দাবি পেশ করেছিলেন। অন্তর্বর্তী সরকারও সেসব দাবি মানার আশ্বাস দিয়েছিল। সম্প্রতি সরকার পুলিশ বাহিনী সংস্কারের কমিশন গঠন করেছে। আমরা আশা করব, পুলিশ বাহিনীকে সংস্কার করে তাদের গায়ে লাগানো কালিমা থেকে মুক্ত করা হবে। তারা যেন প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হতে পারে আর এই সংস্কারের মাধ্যমে তারা যেন তাদের বিরুদ্ধে আরোপিত সব অপবাদ মিথ্যা প্রমাণিত করতে পারে, সেটাই সবার চাওয়া।
বাঘে ছুঁলে আঠারো ঘা, আর পুলিশ ছুঁলে? হ্যাঁ, কেন পুলিশ ছুঁলে ‘ছত্রিশ ঘা’ বলা হয়, সেটা কিন্তু সত্যিই ভাবার মতো বিষয়। পুলিশ বাহিনীর সদস্যদের কেউ কেউ জনগণকে বন্ধু না ভেবে তাদেরকে আধিপত্যের জায়গা থেকে দেখে থাকেন। তাঁরা নিজেদের মনস্তাত্ত্বিকভাবে ক্ষমতাবান হিসেবে দেখতে অভ্যস্ত। সম্প্রতি ঢাকায় পুলিশ বাহিনীর সংস্কার বিষয়ে এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে। তা নিয়ে রোববার আজকের পত্রিকায় একটি সংবাদ প্রকাশিত হয়েছে।
ঘুষ নেওয়া এবং ক্ষমতার অপব্যবহার কি শুধু পুলিশ বাহিনীর সদস্যরাই করেন? দেশের সব অফিস-আদালত যেখানে ঘুষ, দুর্নীতিতে নিমজ্জিত, সেখানে শুধু এ বাহিনীর ওপর অপরাধের দায় চাপানো হয়তো পুরোপুরি যৌক্তিক নয়। তার পেছনে প্রকট সত্যও যে আছে, সে কথাও তো বলতে হয়। পুলিশের অন্যতম দায়িত্ব দেশের জনগণের নিরাপত্তা দেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। তাই তাদের প্রতি জনগণের আস্থার জায়গাটাও বেশি। বেশির ভাগ ক্ষেত্রে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা পর্যাপ্ত সুযোগের কারণে ক্ষমতার অপব্যবহার করে থাকেন। আর এর দায় এসে পড়ে পুরো বাহিনীর ওপর।
বর্তমান পুলিশ বাহিনী চলছে ঔপনিবেশিক আমলের আইন দ্বারা। এর মধ্যে আমাদের স্বাধীনতার বয়স ৫৩ বছর হলেও, এ আইনকে যুগোপযোগী করা হয়নি। আগের বিধিমালা দিয়ে কি এ বাহিনীর কার্যক্রম চালানো সম্ভব? পুলিশ বাহিনীর ওপর বড় অভিযোগ হলো যে তারা বিভিন্ন সরকারের সময়ে দলীয় ভূমিকা পালন করেছে। এটা কি এ বাহিনীর অপরাধ, নাকি যে সরকার তাদের দলীয়ভাবে ক্ষমতায় থাকার জন্য অপব্যবহার করেছে, তাদের অপরাধ? অপরাধটা যে সরকার এবং পুলিশ বাহিনীর সম্মিলিত অপরাধ, সে কথা বললে ভুল হবে না।
পুলিশ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা অপকর্ম করেন, আর তাঁদের হুকুম পালন করে থাকেন সিপাহিরা। সব ধরনের ঘুষ, দুর্নীতির সঙ্গেও তাঁরা জড়িয়ে পড়েন। সিপাহিদের রয়েছে শিক্ষার অভাব। পুলিশের সিপাহি পদে নিয়োগের যোগ্যতা হলো সর্বোচ্চ এসএসসি পাস। নিয়োগ দেওয়ার পরে মাত্র ছয় মাসের প্রশিক্ষণ দিয়ে তাঁদের মাঠে নামিয়ে দেওয়া হয়। চাকরির পুরো সময়টা তাঁরা আর প্রশিক্ষণের সুযোগ পান না। এই যদি হয় একজন সিপাহির যোগ্যতা, তাহলে তাঁদের কাছে ভালো কিছু আশা করার সুযোগ কি আছে?
আর একটা বড় বিষয় হলো, তাঁদের নিয়োগ দেওয়ার সময় চৌদ্দগোষ্ঠীর রাজনৈতিক পরিচয় খোঁজা হয়। তাহলে তাঁরা কীভাবে রাজনীতির প্রভাবমুক্ত হতে পারবেন?
৫ আগস্টের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পুলিশ বাহিনীর সদস্যরা ১১ দফা দাবি পেশ করেছিলেন। অন্তর্বর্তী সরকারও সেসব দাবি মানার আশ্বাস দিয়েছিল। সম্প্রতি সরকার পুলিশ বাহিনী সংস্কারের কমিশন গঠন করেছে। আমরা আশা করব, পুলিশ বাহিনীকে সংস্কার করে তাদের গায়ে লাগানো কালিমা থেকে মুক্ত করা হবে। তারা যেন প্রকৃত অর্থেই জনগণের বন্ধু হতে পারে আর এই সংস্কারের মাধ্যমে তারা যেন তাদের বিরুদ্ধে আরোপিত সব অপবাদ মিথ্যা প্রমাণিত করতে পারে, সেটাই সবার চাওয়া।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে