খান রফিক, বরিশাল
অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে জেলেদের খাদ্যসহায়তা হিসেবে বরিশাল জেলার চার উপজেলায় ৫১ হাজার ৭০০ পরিবারের জন্য দুই ধাপে ৮০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু জেলেদের চাল নিয়ে নয়-ছয় করার অভিযোগ উঠেছে বরিশাল সদর, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বানারীপাড়ার কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধে।
কোথাও জেলে নয় তবু চাল পাচ্ছেন, কোথাও পরিমাণে কম দেওয়া হচ্ছে, আবার কোথাও চাল দেওয়ার নামে নগদ অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। চাল নিয়ে এমন কাণ্ডে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন জেলেরা।
বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, জেলার ৪ উপজেলায় ৫১ হাজার ৭০০ পরিবার চাল পাবে। কিন্তু জেলে আছেন ৭৮ হাজার। যে কারণে অনেকে না পেয়ে নানা অভিযোগ দিচ্ছেন। তিনি বলেন, জেলে নয় এমন কেউ চাল পেয়েছেন এ ধরনের বিষয় তাঁরা খতিয়ে দেখবেন। জেলেদের মধ্যে অসন্তোষও তাঁরা যাচাই করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসে বিভিন্ন ইউনিয়নে চাল দেওয়া নিয়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে স্থানীয় সাংসদের নাম ভাঙিয়ে জেলে না হওয়া সত্ত্বেও ২৪ জনকে চাল দেওয়ায় অভিযোগ উঠেছে। চন্দ্রমোহন ইউপির জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি আকবর হোসেন এ তথ্য জানিয়ে বলেছেন, তাঁরা সাংসদের কাছে গিয়ে জানবেন ওই ২৪ জনের তালিকা তিনি দিয়েছেন কি না।
গত ২১ মার্চ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে চাল বিতরণ করা হয়। নাম তালিকায় থাকা সত্ত্বেও প্রকৃত জেলেরা সেখানে চাল না পাওয়ার অভিযোগ উঠেছে। জেলেরা দাবি করেছেন, কিছু লোকের কাছ থেকে টাকা নিয়ে ওই ব্যক্তিদের চাল পাইয়ে দেওয়া হয়েছে। ৯ জন ব্যক্তি এই ইউনিয়নের লোক না হওয়া সত্ত্বেও তাদের চাল দেওয়া হয়েছে। এ ঘটনায় চরমোনাই ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
সেখানকার চাল বিতরণের দায়িত্বে থাকা বাবুল আকন, রুবেল আকন জানান, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে চরমোনাই ইউনিয়ন শাখায় প্রায় ১২০০ জেলে রয়েছেন। সবাইকে চাল দেওয়া সম্ভব নয়। চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জুয়েল জানান, এখানে ১৫ জন চাল পেয়েছেন, যাঁরা জেলে নয়।
সদর উপজেলার চরমোনাই ইউপির চেয়ারম্যান সৈয়দ মো জিয়াউল করিম জানান, জেলেদের তালিকা করেছেন ইউপি সদস্যরা। এ বিষয়ে তিনি জানেন না।
এদিকে সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নেও জেলেদের ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ৬৫ থেকে ৭০ কেজি পাওয়ার অভিযোগ উঠেছে। জেলার হিজলা উপজেলার হরিনাথপুরে জেলেরা চাল না পাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমানের বিরুদ্ধে। গত ৬ এপ্রিল ইউপির অর্ধশত জেলে তাঁদের কার্ড থাকা সত্ত্বেও চাল না দেওয়ার অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের কাছে। জেলে বাবুল হোসেন, জাকির সিকদার জানান, তাঁরা জেলেরা লিখিতভাবে অভিযোগ করেছেন, চাল দেওয়ার নামে ট্যাক্স বাবদ ২০০ টাকা করে নেওয়া হয়েছে। এমন অভিযোগ করেন। তবে ইউপি চেয়ারম্যান তৌফিক এ অভিযোগ অস্বীকার করেন।
এদিকে গত রোববার জেলেদের চাল আত্মসাৎ ও টাকার বিনিময়ে জেলে কার্ড বিতরণের অভিযোগে বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন জেলেরা। নগরীর সদর রোডে সৈয়দকাঠী ইউনিয়নের জেলেদের ব্যানারে এ মানববন্ধন হয়। সেখানকার জেলে আলম ব্যাপারী, নারায়ণ বলেন, সৈয়দকাঠী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা দুই ধাপে ৮০ কেজি সরকারি চাল দেওয়ার কথা থাকলেও দিয়েছেন মোট ৩৮ কেজি। তা ছাড়া কার্ড বিতরণে দেড় শ থেকে দু শ টাকা হাতিয়ে নিয়েছেন। জেলা প্রশাসক বরাবর আবেদন করলে এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়।
বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা সাংবাদিকদের জানান, চাল বিতরণের কার্ড দেওয়ার টাকা গ্রহণ ও চাল কম দেওয়ার অভিযোগ মিথ্যা। কোনো ধরনের অনিয়ম হয়নি।
মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে ১২০০ জেলে এখনো চাল পাননি। ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচ্চু জানান, তাঁর ওয়ার্ডের জেলেরা চাল না পেয়ে অসহায় দিন যাপন করছেন। তবে ইউপি চেয়ারম্যান মোস্তফা রাঢ়ীকে ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, জেলেদের চাল বিতরণ নিয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা এ ধরনের অভিযোগ খতিয়ে দেখছেন।
অভয়াশ্রমে সব ধরনের মাছ ধরায় দুই মাসের নিষেধাজ্ঞা চলছে। এ সময়ে জেলেদের খাদ্যসহায়তা হিসেবে বরিশাল জেলার চার উপজেলায় ৫১ হাজার ৭০০ পরিবারের জন্য দুই ধাপে ৮০ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে সরকার। কিন্তু জেলেদের চাল নিয়ে নয়-ছয় করার অভিযোগ উঠেছে বরিশাল সদর, হিজলা, মেহেন্দীগঞ্জ ও বানারীপাড়ার কিছু জনপ্রতিনিধির বিরুদ্ধে।
কোথাও জেলে নয় তবু চাল পাচ্ছেন, কোথাও পরিমাণে কম দেওয়া হচ্ছে, আবার কোথাও চাল দেওয়ার নামে নগদ অর্থ নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। চাল নিয়ে এমন কাণ্ডে বিক্ষুব্ধ হয়ে উঠেছেন জেলেরা।
বরিশাল জেলা মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস বলেন, জেলার ৪ উপজেলায় ৫১ হাজার ৭০০ পরিবার চাল পাবে। কিন্তু জেলে আছেন ৭৮ হাজার। যে কারণে অনেকে না পেয়ে নানা অভিযোগ দিচ্ছেন। তিনি বলেন, জেলে নয় এমন কেউ চাল পেয়েছেন এ ধরনের বিষয় তাঁরা খতিয়ে দেখবেন। জেলেদের মধ্যে অসন্তোষও তাঁরা যাচাই করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, চলতি মাসে বিভিন্ন ইউনিয়নে চাল দেওয়া নিয়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নে স্থানীয় সাংসদের নাম ভাঙিয়ে জেলে না হওয়া সত্ত্বেও ২৪ জনকে চাল দেওয়ায় অভিযোগ উঠেছে। চন্দ্রমোহন ইউপির জাতীয় মৎস্যজীবী সমিতির সভাপতি আকবর হোসেন এ তথ্য জানিয়ে বলেছেন, তাঁরা সাংসদের কাছে গিয়ে জানবেন ওই ২৪ জনের তালিকা তিনি দিয়েছেন কি না।
গত ২১ মার্চ বরিশাল সদর উপজেলার চরমোনাই ইউনিয়নে চাল বিতরণ করা হয়। নাম তালিকায় থাকা সত্ত্বেও প্রকৃত জেলেরা সেখানে চাল না পাওয়ার অভিযোগ উঠেছে। জেলেরা দাবি করেছেন, কিছু লোকের কাছ থেকে টাকা নিয়ে ওই ব্যক্তিদের চাল পাইয়ে দেওয়া হয়েছে। ৯ জন ব্যক্তি এই ইউনিয়নের লোক না হওয়া সত্ত্বেও তাদের চাল দেওয়া হয়েছে। এ ঘটনায় চরমোনাই ইউনিয়ন ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ দিয়েছেন।
সেখানকার চাল বিতরণের দায়িত্বে থাকা বাবুল আকন, রুবেল আকন জানান, ক্ষুদ্র মৎস্যজীবী জেলে চরমোনাই ইউনিয়ন শাখায় প্রায় ১২০০ জেলে রয়েছেন। সবাইকে চাল দেওয়া সম্ভব নয়। চরমোনাই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জুয়েল জানান, এখানে ১৫ জন চাল পেয়েছেন, যাঁরা জেলে নয়।
সদর উপজেলার চরমোনাই ইউপির চেয়ারম্যান সৈয়দ মো জিয়াউল করিম জানান, জেলেদের তালিকা করেছেন ইউপি সদস্যরা। এ বিষয়ে তিনি জানেন না।
এদিকে সদর উপজেলার সায়েস্তাবাদ ইউনিয়নেও জেলেদের ৮০ কেজি চাল দেওয়ার কথা থাকলেও ৬৫ থেকে ৭০ কেজি পাওয়ার অভিযোগ উঠেছে। জেলার হিজলা উপজেলার হরিনাথপুরে জেলেরা চাল না পাওয়ার অভিযোগ তুলেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান তৌফিকুর রহমানের বিরুদ্ধে। গত ৬ এপ্রিল ইউপির অর্ধশত জেলে তাঁদের কার্ড থাকা সত্ত্বেও চাল না দেওয়ার অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজের কাছে। জেলে বাবুল হোসেন, জাকির সিকদার জানান, তাঁরা জেলেরা লিখিতভাবে অভিযোগ করেছেন, চাল দেওয়ার নামে ট্যাক্স বাবদ ২০০ টাকা করে নেওয়া হয়েছে। এমন অভিযোগ করেন। তবে ইউপি চেয়ারম্যান তৌফিক এ অভিযোগ অস্বীকার করেন।
এদিকে গত রোববার জেলেদের চাল আত্মসাৎ ও টাকার বিনিময়ে জেলে কার্ড বিতরণের অভিযোগে বরিশালের বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন চেয়ারম্যান ও ইউপি সদস্যের বিচারের দাবিতে বরিশালে মানববন্ধন করেছেন জেলেরা। নগরীর সদর রোডে সৈয়দকাঠী ইউনিয়নের জেলেদের ব্যানারে এ মানববন্ধন হয়। সেখানকার জেলে আলম ব্যাপারী, নারায়ণ বলেন, সৈয়দকাঠী ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা দুই ধাপে ৮০ কেজি সরকারি চাল দেওয়ার কথা থাকলেও দিয়েছেন মোট ৩৮ কেজি। তা ছাড়া কার্ড বিতরণে দেড় শ থেকে দু শ টাকা হাতিয়ে নিয়েছেন। জেলা প্রশাসক বরাবর আবেদন করলে এ ঘটনা তদন্তে কমিটি গঠন করা হয়।
বানারীপাড়ার সৈয়দকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন মৃধা সাংবাদিকদের জানান, চাল বিতরণের কার্ড দেওয়ার টাকা গ্রহণ ও চাল কম দেওয়ার অভিযোগ মিথ্যা। কোনো ধরনের অনিয়ম হয়নি।
মেহেন্দীগঞ্জ উপজেলার দড়িরচর খাজুরিয়া ইউনিয়নে ১২০০ জেলে এখনো চাল পাননি। ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. বাচ্চু জানান, তাঁর ওয়ার্ডের জেলেরা চাল না পেয়ে অসহায় দিন যাপন করছেন। তবে ইউপি চেয়ারম্যান মোস্তফা রাঢ়ীকে ফোন দেওয়া হলেও পাওয়া যায়নি।
বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান সাংবাদিকদের বলেন, জেলেদের চাল বিতরণ নিয়ে অভিযোগ পেলে ঊর্ধ্বতন কর্মকর্তাদের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে। তাঁরা এ ধরনের অভিযোগ খতিয়ে দেখছেন।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে