দোলন বিশ্বাস, ইসলামপুর (জামালপুর)
জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরি মডেল ইউনিয়নে একটি রাস্তা নির্মাণ করতে গিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয় অনেকের অভিযোগ, ঠিকাদারের লোকজন জোর করে পাশের কৃষি জমির মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ করছে। এতে জমির ফসল নষ্ট ও রাস্তার পাশে খাল-ডোবার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারিভাবে ঘোষিত মডেল ইউনিয়ন সাপধরির দিঘাইড় গ্রাম থেকে ইন্দুল্লামারী হয়ে ভাংবাড়ী পর্যন্ত মাটি কেটে আড়াই কিলোমিটার নতুন রাস্তা নির্মাণসহ পাঁচটি বক্স কালভার্ট নির্মাণের অনুমোদন দেয় সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৪৭ হাজার ৯৫৬ টাকা। জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করেছে।
সরেজমিনে দেখা গেছে, মাটিকাটার যন্ত্র (ভ্যাকু) বসিয়ে রাস্তা ঘেঁষে মাটি কাটা হচ্ছে। নির্মাণাধীন রাস্তাটির পাশ থেকে স্থানীয় শতাধিক ব্যক্তির জমির ফসল নষ্ট করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে ছয়-সাত ফুট গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। রাস্তা ঘেঁষে মাটি উত্তোলন করায় জমির বড় অংশই এখন খাল-ডোবায় পরিণত হয়েছে। সেখানে আর ফসলের আবাদ করা সম্ভব হবে না বলে অভিযোগ জমির মালিকদের।
তাঁদের অভিযোগ, ঠিকাদার কোনো রকম যোগাযোগ না করেই জোর করে মাটি কেটে নিচ্ছে। মাটির দাম বাবদ কোনো টাকা বা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। ফসলি জমি থেকে মাটি কাটায় বাধা দিলে হয়রানিমূলক মামলা দেওয়াসহ নানাবিধ ভয়ভীতি দেখাচ্ছে ঠিকাদারের লোকজন।
স্থানীয় বাসিন্দা কৃষক হাফিজুর বলেন, ‘আমি ৬০ হাজার টাকা দিয়ে এক বিঘা জমি ইজারা নিয়ে ভুট্টার চাষ করেছি। কিন্তু ঠিকাদারের লোকজন ভুট্টা খেত নষ্ট করে জোর করে মাটি কেটে নিচ্ছে।’
সাপধরী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমার ফসলি জমি নষ্ট করায় বাঁধা দিতে গেলে ঠিকাদারের লোকজন মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দিয়েছে।’
স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, ‘রাতের আঁধারে গভীর গর্ত করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে আমাদের জমির ফসল নষ্ট হচ্ছে।’
সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি বলেন, ‘দূর থেকে মাটি না এনে রাস্তার দুপাশে ভ্যাকু মেশিন বসিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে। যা কার্যাদেশ বহির্ভূত।’
সাপধরী ইউপি চেয়ারম্যান শাহা আলম মণ্ডল বলেন, ‘রাস্তার পাশ থেকে মাটি উত্তোলন করায় রাস্তার দুপাশে এখন খাল-ডোবার সৃষ্টি হয়েছে। যার ফলে রাস্তা নির্মাণকাজ শেষ হতে না হতেই রাস্তাটি দ্রুত ধসের পড়ার আশঙ্কা রয়েছে।’
অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দুর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহা বলেন, ‘পরে কথা হবে। এখন ব্যস্ত আছি।’
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘জোর করে ফসলি জমি থেকে মাটি কেটে রাস্তায় দেওয়ার নিয়ম নেই। যেভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে, সেটা সঠিক নয়। রাস্তাটি টিকবে না। এলজিইডি বিভাগের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, ‘কাছ থেকে মাটি কেটে রাস্তায় দেওয়ার বিষয়টি আমি শুনেছি। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন, ‘প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিষয়টি এলজিইডি বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’
জামালপুরের ইসলামপুর উপজেলার সাপধরি মডেল ইউনিয়নে একটি রাস্তা নির্মাণ করতে গিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে। স্থানীয় অনেকের অভিযোগ, ঠিকাদারের লোকজন জোর করে পাশের কৃষি জমির মাটি কেটে রাস্তা নির্মাণের কাজ করছে। এতে জমির ফসল নষ্ট ও রাস্তার পাশে খাল-ডোবার সৃষ্টি হচ্ছে।
স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের (এলজিইডি) উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সরকারিভাবে ঘোষিত মডেল ইউনিয়ন সাপধরির দিঘাইড় গ্রাম থেকে ইন্দুল্লামারী হয়ে ভাংবাড়ী পর্যন্ত মাটি কেটে আড়াই কিলোমিটার নতুন রাস্তা নির্মাণসহ পাঁচটি বক্স কালভার্ট নির্মাণের অনুমোদন দেয় সরকার। এতে ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৫৬ লাখ ৪৭ হাজার ৯৫৬ টাকা। জেলার দেওয়ানগঞ্জ উপজেলার মেসার্স দুর্গা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ শুরু করেছে।
সরেজমিনে দেখা গেছে, মাটিকাটার যন্ত্র (ভ্যাকু) বসিয়ে রাস্তা ঘেঁষে মাটি কাটা হচ্ছে। নির্মাণাধীন রাস্তাটির পাশ থেকে স্থানীয় শতাধিক ব্যক্তির জমির ফসল নষ্ট করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে ছয়-সাত ফুট গভীর গর্তের সৃষ্টি হচ্ছে। রাস্তা ঘেঁষে মাটি উত্তোলন করায় জমির বড় অংশই এখন খাল-ডোবায় পরিণত হয়েছে। সেখানে আর ফসলের আবাদ করা সম্ভব হবে না বলে অভিযোগ জমির মালিকদের।
তাঁদের অভিযোগ, ঠিকাদার কোনো রকম যোগাযোগ না করেই জোর করে মাটি কেটে নিচ্ছে। মাটির দাম বাবদ কোনো টাকা বা ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না। ফসলি জমি থেকে মাটি কাটায় বাধা দিলে হয়রানিমূলক মামলা দেওয়াসহ নানাবিধ ভয়ভীতি দেখাচ্ছে ঠিকাদারের লোকজন।
স্থানীয় বাসিন্দা কৃষক হাফিজুর বলেন, ‘আমি ৬০ হাজার টাকা দিয়ে এক বিঘা জমি ইজারা নিয়ে ভুট্টার চাষ করেছি। কিন্তু ঠিকাদারের লোকজন ভুট্টা খেত নষ্ট করে জোর করে মাটি কেটে নিচ্ছে।’
সাপধরী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান বলেন, ‘আমার ফসলি জমি নষ্ট করায় বাঁধা দিতে গেলে ঠিকাদারের লোকজন মিথ্যা মামলায় হয়রানি করার হুমকি দিয়েছে।’
স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন বলেন, ‘রাতের আঁধারে গভীর গর্ত করে মাটি কেটে নেওয়া হচ্ছে। এতে আমাদের জমির ফসল নষ্ট হচ্ছে।’
সাপধরী ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন বিএসসি বলেন, ‘দূর থেকে মাটি না এনে রাস্তার দুপাশে ভ্যাকু মেশিন বসিয়ে ফসলি জমি নষ্ট করে মাটি কেটে রাস্তা নির্মাণ করা হচ্ছে। যা কার্যাদেশ বহির্ভূত।’
সাপধরী ইউপি চেয়ারম্যান শাহা আলম মণ্ডল বলেন, ‘রাস্তার পাশ থেকে মাটি উত্তোলন করায় রাস্তার দুপাশে এখন খাল-ডোবার সৃষ্টি হয়েছে। যার ফলে রাস্তা নির্মাণকাজ শেষ হতে না হতেই রাস্তাটি দ্রুত ধসের পড়ার আশঙ্কা রয়েছে।’
অভিযুক্ত ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স দুর্গা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী শ্যামল চন্দ্র সাহা বলেন, ‘পরে কথা হবে। এখন ব্যস্ত আছি।’
এ বিষয়ে উপজেলা চেয়ারম্যান এসএম জামাল আব্দুন নাছের বাবুল বলেন, ‘জোর করে ফসলি জমি থেকে মাটি কেটে রাস্তায় দেওয়ার নিয়ম নেই। যেভাবে রাস্তা নির্মাণ করা হচ্ছে, সেটা সঠিক নয়। রাস্তাটি টিকবে না। এলজিইডি বিভাগের সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছি।’
এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. আমিনুল হক বলেন, ‘কাছ থেকে মাটি কেটে রাস্তায় দেওয়ার বিষয়টি আমি শুনেছি। সরেজমিনে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
ধর্ম প্রতিমন্ত্রী ও ইসলামপুর আসনের সংসদ সদস্য ফরিদুল হক খান দুলাল বলেন, ‘প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বিষয়টি এলজিইডি বিভাগের সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪