কুমারখালী (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালীতে ভূমি অফিসের পিয়ন আব্দুর রাজ্জাক (৫৫) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। হামলা ও গ্রেপ্তারের ভয়ে পালিয়েছেন আসামিপক্ষের পুরুষেরা। ভাঙচুর ও লুটপাটের ভয়ে মালপত্র ও গবাদিপশু নিয়ে গ্রাম ছাড়ছেন নারীরাও। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার কোমরকান্দি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত শনিবার কোমরকান্দি বাজারে ‘চোর’ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খোকসার গোপগ্রাম ভূমি অফিসের পিয়ন রাজ্জাক নিহত হন। এ ঘটনায় গতকাল রোববার সকালে শহিদুল ইসলামকে প্রধান করে ১৬ জনের নামে মামলাটি করেন নিহত রাজ্জাকের স্ত্রী রেবেকা খাতুন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ-ছয়জনকে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
ওসি জানান, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার নেই। সন্দেহভাজন কয়েকজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে কোমরকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ রয়েছে।
বেশ কিছু ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের চিহ্ন রয়েছে। আসামিপক্ষের বাড়িতে নেই কোনো পুরুষ। আতঙ্কে পালাচ্ছেন নারীরাও। কয়েকজনকে গরু-ছাগল, আসবাব নিয়ে স্বজনের বাড়ি যেতে দেখা গেছে।
আসামিপক্ষের খালেদা খাতুন বলেন, ‘হামলা ও গ্রেপ্তারের ভয়ে পালিয়েছে আমাদের লোকজন। আর বাদীপক্ষের লোকজন দল বেঁধে ঘরবাড়িতে লুটপাট করছে। রাতে পুলিশ ছিল এলাকায়। এরপরও আমার দুটি এবং পাশের বাড়ির তিনটি গরু নিয়ে গেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আসামিপক্ষের ষাটোর্ধ্ব এক নারী বলেন, ‘ওরা দল বেঁধে ঘোরাফেরা করতেছে। সুযোগ পেলেই ঘরের বেড়ায় আঘাত করছে। এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। টিভি-ফ্রিজ সব চুরি করে নিয়ে গেল।’
মামলার বাদী রেবেকা খাতুন বলেন, ‘বসাবসির (সালিস) কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে স্বামীকে হত্যা করেছে প্রতিপক্ষ। থানায় মামলা করেছি। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’
ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সাত্তার জানান, ‘থানায় মামলা হয়েছে। আশা করছি ন্যায়বিচার পাব। তবে আসামিদের ঘরবাড়িতে আমরা কোনো হামলা বা লুটপাট করিনি। তারা নিজেরাই পুলিশের সাহায্যে মালামাল সরিয়ে নিচ্ছে। আমাদের কাছে ভিডিও আছে।
এখন আমাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ করছে।’ ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ভাঙচুরের কোনো অভিযোগ পাইনি। গরু চুরির ঘটনা ঘটেছিল। গরু জব্দ করা হয়েছে। গরু চুরির মামলা হয়েছে।’
কুষ্টিয়ার কুমারখালীতে ভূমি অফিসের পিয়ন আব্দুর রাজ্জাক (৫৫) হত্যাকাণ্ডকে কেন্দ্র করে এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। হামলা ও গ্রেপ্তারের ভয়ে পালিয়েছেন আসামিপক্ষের পুরুষেরা। ভাঙচুর ও লুটপাটের ভয়ে মালপত্র ও গবাদিপশু নিয়ে গ্রাম ছাড়ছেন নারীরাও। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার কোমরকান্দি এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত শনিবার কোমরকান্দি বাজারে ‘চোর’ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে খোকসার গোপগ্রাম ভূমি অফিসের পিয়ন রাজ্জাক নিহত হন। এ ঘটনায় গতকাল রোববার সকালে শহিদুল ইসলামকে প্রধান করে ১৬ জনের নামে মামলাটি করেন নিহত রাজ্জাকের স্ত্রী রেবেকা খাতুন। মামলায় অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও পাঁচ-ছয়জনকে। এ তথ্য নিশ্চিত করেছেন কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার।
ওসি জানান, এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার নেই। সন্দেহভাজন কয়েকজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল দুপুরে কোমরকান্দি এলাকায় গিয়ে দেখা যায়, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশ রয়েছে।
বেশ কিছু ঘরবাড়িতে ভাঙচুর ও লুটপাটের চিহ্ন রয়েছে। আসামিপক্ষের বাড়িতে নেই কোনো পুরুষ। আতঙ্কে পালাচ্ছেন নারীরাও। কয়েকজনকে গরু-ছাগল, আসবাব নিয়ে স্বজনের বাড়ি যেতে দেখা গেছে।
আসামিপক্ষের খালেদা খাতুন বলেন, ‘হামলা ও গ্রেপ্তারের ভয়ে পালিয়েছে আমাদের লোকজন। আর বাদীপক্ষের লোকজন দল বেঁধে ঘরবাড়িতে লুটপাট করছে। রাতে পুলিশ ছিল এলাকায়। এরপরও আমার দুটি এবং পাশের বাড়ির তিনটি গরু নিয়ে গেছে।’
নাম প্রকাশে অনিচ্ছুক আসামিপক্ষের ষাটোর্ধ্ব এক নারী বলেন, ‘ওরা দল বেঁধে ঘোরাফেরা করতেছে। সুযোগ পেলেই ঘরের বেড়ায় আঘাত করছে। এলাকা ছাড়ার হুমকি দিচ্ছে। টিভি-ফ্রিজ সব চুরি করে নিয়ে গেল।’
মামলার বাদী রেবেকা খাতুন বলেন, ‘বসাবসির (সালিস) কথা বলে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে স্বামীকে হত্যা করেছে প্রতিপক্ষ। থানায় মামলা করেছি। আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি জানাই।’
ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুস সাত্তার জানান, ‘থানায় মামলা হয়েছে। আশা করছি ন্যায়বিচার পাব। তবে আসামিদের ঘরবাড়িতে আমরা কোনো হামলা বা লুটপাট করিনি। তারা নিজেরাই পুলিশের সাহায্যে মালামাল সরিয়ে নিচ্ছে। আমাদের কাছে ভিডিও আছে।
এখন আমাদের ফাঁসাতে মিথ্যা অভিযোগ করছে।’ ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, ‘তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। ভাঙচুরের কোনো অভিযোগ পাইনি। গরু চুরির ঘটনা ঘটেছিল। গরু জব্দ করা হয়েছে। গরু চুরির মামলা হয়েছে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে