গাজীপুর প্রতিনিধি
গাজীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে।নির্মাণসামগ্রীর দাম বাড়ার সঙ্গে পরিবহন খরচ ও শ্রমিকের মজুরি বাড়ায় প্রকল্প বাস্তবায়নে আগ্রহ হারাচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা। বারবার তাগাদা দিয়েও কাজ শুরু না করায় অনেকের কার্যাদেশ বাতিল করেছে কর্তৃপক্ষ। এ কারণে নির্দিষ্ট সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
গাজীপুর এলজিইডির সংশ্লিষ্ট ঠিকাদারেরা জানান, ইট, রড, সিমেন্ট, বিটুমিনসহ সব ধরনের নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বৃদ্ধি পেয়েছে পরিবহন খরচ ও নির্মাণশ্রমিকের মজুরিও। কিন্তু কাজের দরপত্রে বাজারদরের চেয়ে অনেক কম মূল্য নির্ধারিত থাকায় ঠিকাদারেরা প্রকল্পের কার্যাদেশ পাওয়ার পরও কাজ শুরু করতে সাহস পাচ্ছেন না। কেউ কেউ কাজ শুরু করার পর ক্ষতির আশঙ্কায় কাজ বন্ধ করে দিয়েছেন। তাঁদের যুক্তি, কাজ বাস্তবায়িত করলে ২০ লাখ টাকার ক্ষতি হবে। কাজ ছেড়ে দিলে হয়তো ১০ লাখ টাকার জামানত বাজেয়াপ্ত হবে। তবু তাঁরা ১০ লাখ টাকার ক্ষতি থেকে বাঁচতে পারবেন।
গাজীপুর এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন জানান, বর্তমানে অনেক ঠিকাদার কার্যাদেশ পেয়েও কাজ শুরু করছেন না। পাশাপাশি নতুন দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারের সংখ্যাও কমে গেছে। অনেক দরপত্রে একজন ঠিকাদারও পাওয়া যাচ্ছে না। কার্যাদেশ বাতিল বা দরপত্র দাখিল না করায় পুনঃ দরপত্র আহ্বান করতে হচ্ছে। একটি দরপত্র গ্রহণ করে কার্যাদেশ দিতে তিন-চার মাস লাগে। আবার কোনো কার্যাদেশ বাতিল হলে নতুন করে দরপত্র দিতে সময় লাগে আরও তিন-চার মাস। ফলে একই কাজের জন্য একাধিকবার প্রাক্কলন তৈরি করতে হয়। কাজ বাস্তবায়নে দেরি হয়।
গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শাকিল হোসাইন জানান, এখন পর্যন্ত ছয়-সাতটি উন্নয়ন প্রকল্পের কার্যাদেশ পাওয়া ঠিকাদারদের একাধিকবার তাগাদা দিলেও কাজ শুরু করেননি। এ কারণে তাঁদের কার্যাদেশ বাতিল করা হয়েছে। আবার প্রকল্পের কার্যাদেশ পাওয়ার পরও এখনো কাজ শুরু না করায় আরও সাত-আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার মৌখিক এবং চিঠির কাজ শুরুর অনুরোধপত্র পাঠানো হয়েছে। কিন্তু তাঁরাও কাজ শুরু করছেন না। ফলে ওই সব ঠিকাদারের কার্যাদেশ বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শাকিল হোসাইন আরও জানান, যোগ্য ঠিকাদারকে কার্যাদেশ দিয়ে কাজ শুরু করার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাঁরা কাজ করতে চাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে বিধি অনুযায়ী কার্যাদেশ বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করার মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে।
শাকিল হোসাইন আরও বলেন, আগে দরপত্র আহ্বান করলে ঠিকাদারদের মধ্যে প্রতিযোগিতা হতো। এখন ঠিকাদারদের অংশগ্রহণ কমে গেছে। অনেক কাজে একজনও দরপত্র দাখিল করেন না। এসব কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গাজীপুরের প্রথম শ্রেণির একাধিক ঠিকাদার জানান, বর্তমান বাজারে নির্মাণসামগ্রীর মূল্য দরপত্রে উল্লেখিত দরের থেকে দেড় থেকে দুই গুণ বেশি। এ ছাড়া পরিবহন খরচ এবং শ্রমিকের মজুরি বেড়েছে। এসব কারণে আগের দরপত্রে কাজ বাস্তবায়ন করলে ক্ষতির শঙ্কাই বেশি। এই অবস্থায় তাঁদের দাবি, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে দরপত্রের মূল্য নির্ধারণ করতে হবে।
গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘আমাদের এস্টিমেটিং কস্ট বাজারদরের চেয়ে কম, এ কথা সত্যি। কিন্তু তারপরও ঠিকাদারেরা বুঝেশুনে কাজ করলে তাঁরা যেমনটা ভাবছেন, তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। আমরা চেষ্টা করছি বর্তমান মূল্য অনুযায়ী কার্যাদেশ দেওয়ার। উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে।’
গাজীপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নেওয়া বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে ধীরগতি দেখা দিয়েছে।নির্মাণসামগ্রীর দাম বাড়ার সঙ্গে পরিবহন খরচ ও শ্রমিকের মজুরি বাড়ায় প্রকল্প বাস্তবায়নে আগ্রহ হারাচ্ছেন সংশ্লিষ্ট ঠিকাদারেরা। বারবার তাগাদা দিয়েও কাজ শুরু না করায় অনেকের কার্যাদেশ বাতিল করেছে কর্তৃপক্ষ। এ কারণে নির্দিষ্ট সময়ে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন নিয়ে জটিলতা দেখা দিয়েছে।
গাজীপুর এলজিইডির সংশ্লিষ্ট ঠিকাদারেরা জানান, ইট, রড, সিমেন্ট, বিটুমিনসহ সব ধরনের নির্মাণসামগ্রীর দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। বৃদ্ধি পেয়েছে পরিবহন খরচ ও নির্মাণশ্রমিকের মজুরিও। কিন্তু কাজের দরপত্রে বাজারদরের চেয়ে অনেক কম মূল্য নির্ধারিত থাকায় ঠিকাদারেরা প্রকল্পের কার্যাদেশ পাওয়ার পরও কাজ শুরু করতে সাহস পাচ্ছেন না। কেউ কেউ কাজ শুরু করার পর ক্ষতির আশঙ্কায় কাজ বন্ধ করে দিয়েছেন। তাঁদের যুক্তি, কাজ বাস্তবায়িত করলে ২০ লাখ টাকার ক্ষতি হবে। কাজ ছেড়ে দিলে হয়তো ১০ লাখ টাকার জামানত বাজেয়াপ্ত হবে। তবু তাঁরা ১০ লাখ টাকার ক্ষতি থেকে বাঁচতে পারবেন।
গাজীপুর এলজিইডির উপসহকারী প্রকৌশলী মোশাররফ হোসেন জানান, বর্তমানে অনেক ঠিকাদার কার্যাদেশ পেয়েও কাজ শুরু করছেন না। পাশাপাশি নতুন দরপত্রে অংশগ্রহণকারী ঠিকাদারের সংখ্যাও কমে গেছে। অনেক দরপত্রে একজন ঠিকাদারও পাওয়া যাচ্ছে না। কার্যাদেশ বাতিল বা দরপত্র দাখিল না করায় পুনঃ দরপত্র আহ্বান করতে হচ্ছে। একটি দরপত্র গ্রহণ করে কার্যাদেশ দিতে তিন-চার মাস লাগে। আবার কোনো কার্যাদেশ বাতিল হলে নতুন করে দরপত্র দিতে সময় লাগে আরও তিন-চার মাস। ফলে একই কাজের জন্য একাধিকবার প্রাক্কলন তৈরি করতে হয়। কাজ বাস্তবায়নে দেরি হয়।
গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শাকিল হোসাইন জানান, এখন পর্যন্ত ছয়-সাতটি উন্নয়ন প্রকল্পের কার্যাদেশ পাওয়া ঠিকাদারদের একাধিকবার তাগাদা দিলেও কাজ শুরু করেননি। এ কারণে তাঁদের কার্যাদেশ বাতিল করা হয়েছে। আবার প্রকল্পের কার্যাদেশ পাওয়ার পরও এখনো কাজ শুরু না করায় আরও সাত-আটটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে একাধিকবার মৌখিক এবং চিঠির কাজ শুরুর অনুরোধপত্র পাঠানো হয়েছে। কিন্তু তাঁরাও কাজ শুরু করছেন না। ফলে ওই সব ঠিকাদারের কার্যাদেশ বাতিলের প্রক্রিয়াও শুরু করা হয়েছে।
সিনিয়র সহকারী প্রকৌশলী মো. শাকিল হোসাইন আরও জানান, যোগ্য ঠিকাদারকে কার্যাদেশ দিয়ে কাজ শুরু করার জন্য উদ্বুদ্ধ করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু তাঁরা কাজ করতে চাচ্ছেন না। ফলে বাধ্য হয়ে বিধি অনুযায়ী কার্যাদেশ বাতিল এবং জামানত বাজেয়াপ্ত করার মতো সিদ্ধান্ত নিতে হচ্ছে।
শাকিল হোসাইন আরও বলেন, আগে দরপত্র আহ্বান করলে ঠিকাদারদের মধ্যে প্রতিযোগিতা হতো। এখন ঠিকাদারদের অংশগ্রহণ কমে গেছে। অনেক কাজে একজনও দরপত্র দাখিল করেন না। এসব কারণে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন লক্ষ্যমাত্রা অর্জন করা কঠিন হয়ে পড়ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, গাজীপুরের প্রথম শ্রেণির একাধিক ঠিকাদার জানান, বর্তমান বাজারে নির্মাণসামগ্রীর মূল্য দরপত্রে উল্লেখিত দরের থেকে দেড় থেকে দুই গুণ বেশি। এ ছাড়া পরিবহন খরচ এবং শ্রমিকের মজুরি বেড়েছে। এসব কারণে আগের দরপত্রে কাজ বাস্তবায়ন করলে ক্ষতির শঙ্কাই বেশি। এই অবস্থায় তাঁদের দাবি, বাজারদরের সঙ্গে সামঞ্জস্য রেখে দরপত্রের মূল্য নির্ধারণ করতে হবে।
গাজীপুর এলজিইডির নির্বাহী প্রকৌশলী আব্দুল বারেক বলেন, ‘আমাদের এস্টিমেটিং কস্ট বাজারদরের চেয়ে কম, এ কথা সত্যি। কিন্তু তারপরও ঠিকাদারেরা বুঝেশুনে কাজ করলে তাঁরা যেমনটা ভাবছেন, তেমন ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। আমরা চেষ্টা করছি বর্তমান মূল্য অনুযায়ী কার্যাদেশ দেওয়ার। উন্নয়ন প্রকল্পসমূহ যথাসময়ে বাস্তবায়ন করার চেষ্টা করা হচ্ছে।’
১০ বছর ধরে নিজের আত্মজীবনী লিখেছেন বরেণ্য অভিনেতা, নাট্যকার ও নির্মাতা আবুল হায়াত। নাম দিয়েছেন ‘রবি পথ’। অবশেষে প্রকাশ হচ্ছে তাঁর আত্মজীবনী। আগামী ২ নভেম্বর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজন করা হয়েছে রবি পথের মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
৩ ঘণ্টা আগেপর্দার নায়িকারা নিজেদের বয়স আড়ালে রাখা পছন্দ করেন। এ ক্ষেত্রে ব্যতিক্রম আজমেরী হক বাঁধন। প্রতিবছর নিজের জন্মদিনে জানান দেন তাঁর বয়স। গতকাল ছিল বাঁধনের ৪১তম জন্মদিন। সোশ্যাল মিডিয়ায় নিজেই জানালেন এই তথ্য।
২ দিন আগে১০ বছরের বেশি সময় ধরে শোবিজে কাজ করছেন অভিনেত্রী শবনম ফারিয়া। নাটকের পাশাপাশি ওটিটিতে দেখা গেছে তাঁকে। সরকারি অনুদানের ‘দেবী’ নামের একটি সিনেমায়ও অভিনয় করেছেন। প্রশংসিত হলেও সিনেমায় আর দেখা মেলেনি তাঁর। ছোট পর্দাতেও অনেক দিন ধরে অনিয়মিত তিনি। এবার শবনম ফারিয়া হাজির হচ্ছেন নতুন পরিচয়ে। কমেডি রিয়েলিটি
২ দিন আগেআমাদের লোকসংস্কৃতির অন্যতম ঐতিহ্য যাত্রাপালা। গণমানুষের সংস্কৃতি হিসেবে বিবেচিত এই যাত্রাপালা নিয়ে শিল্পকলা একাডেমি আয়োজন করছে ‘যাত্রা উৎসব-২০২৪’। আগামী ১ নভেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চে শুরু হবে ৭ দিনব্যাপী এই উৎসব।
২ দিন আগে