করোনা শনাক্তের সংখ্যা আবার শতক ছাড়াল

বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২২, ০৭: ১৪
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩: ০৫

বগুড়ায় করোনা শনাক্ত আবারও শতকের ঘর ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ৩১৪টি নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছেন ১৩৭ জনের শরীরে। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার বেড়ে দাঁড়িয়েছে ৪৩ দশমিক ২১ শতাংশে। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান ডেস্ক থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত জেলায় করোনায় নতুন কোনো মৃত্যু না হওয়ায় মোট মৃত্যুসংখ্যা ৭৯৬ জনেই অপরিবর্তিত আছে। এর মধ্যে শুধু বগুড়া জেলার বাসিন্দা আছেন ৬৮৮ জন। বাকিরা অন্য জেলার বাসিন্দা। তাঁরা করোনা আক্রান্ত হয়ে বগুড়ার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তবে মৃত্যুর এই তালিকায় করোনায় উপসর্গ নিয়ে মৃত ব্যক্তির হিসাব নেই।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলায় করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন ১০ জন। বর্তমানে জেলায় করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৬৬ জন। তাঁদের মধ্যে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ৩৭, মোহাম্মদ আলী হাসপাতালে ২১ ও টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন চিকিৎসাধীন আছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের গত বুধবার দেওয়া তথ্যমতে, বগুড়ায় গত ২৪ ঘণ্টায় ২৩৮টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৯৪ জন। নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ছিল ৩৯ দশমিক ৭১ শতাংশ। একই সময়ের ব্যবধানে করোনায় ও উপসর্গে কোনো মৃত্যু হয়নি।

আর গত মঙ্গলবার ২৫৮টি নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন ৫৬ জন। এদিন নমুনা পরীক্ষার ফলাফলে জেলায় করোনা শনাক্তের হার ২১ দশমিক ৭১ শতাংশ।

বগুড়া সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কর্মকর্তা সাজ্জাদ উল হক বলেন, বগুড়াকে করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। সবাইকে সতর্ক থাকতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত