Ajker Patrika

ধরপাকড়ে শঙ্কা বেড়ে গেছে

রফিউর রাব্বি, নাগরিক সমাজের প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৬: ৫৩
ধরপাকড়ে শঙ্কা  বেড়ে গেছে

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। আমি মনে করি ভালোই। কিন্তু কিছু কিছু ব্যাপারে আমি খুবই অবাক। একই সঙ্গে সন্দিহানও। নির্বাচনী প্রচারের পর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বেড়ে গেছে। ধরপাকড় চলছে নগরজুড়ে। প্রার্থীদের কর্মীদের গ্রেপ্তারের খবর পেয়েছি। কেন করছে, তা নিয়ে সন্দিহান আমি। কার নির্দেশে এসব হচ্ছে?

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আগের নির্বাচন থেকেও এবার সুষ্ঠু ভোট নিয়ে প্রশ্ন ছিল না। কিন্তু হঠাৎ করে ধরপাকড়ের ঘটনায় শঙ্কা বেড়ে গেছে। তৈমুর আলম খন্দকারের প্রচারের দায়িত্বে থাকা সিদ্ধিরগঞ্জের সমন্বয়ককে ধরা হয়েছে। তাঁর বিরুদ্ধে আগে মামলা থাকলে এত দিন কেন ধরা হলো না? এমন অনেক লোককে ধরা হয়েছে গায়েবি মামলা দিয়ে। একটা সুন্দর পরিবেশ নষ্ট করা কোনোভাবেই কাম্য নয়। আমরা নারায়ণগঞ্জবাসী এটা ভালোভাবে নিতে পারছি না। মূলত আইনশৃঙ্খলা বাহিনীর এই আচরণ একটা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করে।

নির্বাচন ঘিরে আরেকটি সমস্যা দাঁড়িয়েছে, তা হলো—কোথাও কোথাও প্রার্থীরা টাকা ছড়ানোর ঘটনা ঘটাচ্ছেন। ভোটারদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও আমার কাছে তথ্য এসেছে। নির্বাচন কমিশন এসব নিয়ে কোনো ব্যবস্থা নেয়নি। পুরো প্রচারের সময় পর্যবেক্ষণ করলে বোঝা যায়, আচরণবিধি নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। কমবেশি অনেক প্রার্থীই নির্বাচনী আচরণবিধি মানেননি। প্রচারের শেষদিনেও এক সাংসদকে প্রার্থীর প্রচারে আসার অভিযোগ উঠেছে। এটা সঠিক হয়নি। এগুলো দেখভাল করার দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা কোনো ভূমিকা পালন করেনি।

সব মিলিয়ে আজকের ভোটের পরিস্থিতি আমি সুষ্ঠুই মনে করি। সব শঙ্কা উড়িয়ে এই ভোট সুন্দর হবে—এমনটা প্রত্যাশা আমার। কিন্তু এখানে বড় ভূমিকা পালন করতে হবে আইনশৃঙ্খলা বাহিনীর। তাদেরকে মানুষের পক্ষে অবস্থান নিতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

বিএনপির দুই পেশাজীবী সংগঠনের কমিটি বিলুপ্ত

ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ: ছাত্রদলের কমিটি ঘোষণা, নিষিদ্ধের দাবি শিক্ষার্থীদের

ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে পন্টিংয়ের আরেকটি রেকর্ড ভাঙলেন কোহলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত