Ajker Patrika

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে শিবলী

মো. শামসুজ্জোহা
আপডেট : ১৫ সেপ্টেম্বর ২০২১, ১০: ২৭
বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ের পথে শিবলী

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা পরিষদের উপনির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাকিবুল হাসান শিবলী। অন্য কোনো প্রার্থী না থাকায় উপজেলা আওয়ামী লীগের এ সহসভাপতি বিজয়ী হচ্ছেন।

জানা গেছে, গত ৮ মে বাজিতপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছারওয়ার আলম মারা গেলে নির্বাচন কমিশন ৭ অক্টোবর উপনির্বাচনের তারিখ ঘোষণা করে। উপনির্বাচনে ১০ জন প্রার্থী আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাইলেও মনোনয়ন পান রাকিবুল হাসান শিবলী। গতকাল মঙ্গলবার জেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছাড়া অন্য কোনো প্রার্থী না থাকায় রাকিবুল হাসান শিবলী বেসরকারিভাবে বিজয়ী হতে যাচ্ছেন।

রাকিবুল হাসান শিবলী কেন্দ্রীয় আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁকে মনোনীত করার জন্য।

বাজিতপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা খন্দকার জাহাঙ্গীর হোসেন জানান, তফসিল অনুযায়ী ১৪ সেপ্টেম্বর প্রার্থিতা বাছাই। ২০ সেপ্টেম্বর প্রার্থিতা প্রত্যাহার ও ২১ সেপ্টেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। ৭ অক্টোবর উপনির্বাচনের ভোটগ্রহণের কথা থাকলেওরাকিবুল হাসান শিবলী একক প্রার্থী হওয়ায় বেসরকারিভাবে বিজয়ী হওয়ার পথে তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত