Ajker Patrika

দুপক্ষের হাতাহাতি, এক ব্যক্তির লাশ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৫: ৩৮
দুপক্ষের হাতাহাতি, এক ব্যক্তির লাশ উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে বসতবাড়ির চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে আবুল কাশেম (৫৬) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার সকালে হাইতকান্দি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের করুয়া গ্রামে এই ঘটনা ঘটে।

মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বলেন, এ ঘটনার বিষয়ে গতকাল সকাল সাড়ে ৭টায় ৯৯৯ ফোন পান। পরে হাইতকান্দি ইউনিয়নের করুয়া গ্রাম থেকে আবুল কাশেমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান। লাশের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। তবে ঠোঁটের ওপর এবং পায়ের গোড়ালিতে হালকা আঘাতের দাগ ছিল। গতকাল সন্ধ্যা পর্যন্ত থানায় কোনো অভিযোগ করা হয়নি। জিজ্ঞাসাবাদের জন্য মাস্টার শেখ আহমেদকে আটক করা হয়েছে। তবে ছেলে পরান পলাতক রয়েছেন।

স্থানীয় বাসিন্দারা বলেন, আবুল কাশেম ও মাস্টার শেখ আহমেদের নির্মাণাধীন সড়কের দুপাশে দুজনের জমি। সড়কের উন্নয়নকাজ চলছে। মাস্টার শেখ আহমদ তাঁর অংশের রাস্তার নতুন মাটি আবুল কাশেমের অংশে সরিয়ে দিলে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এর একপর্যায়ে শেখ আহমদ ও তাঁর ছেলে মো. পরানের সঙ্গে ধাক্কাধাক্কিতে আবুল আবুল কাশেম বুকে ব্যথা পান। এ সময় তিনি অসুস্থ হয়ে পড়লে বাড়ি নেওয়ার পথে মারা যান।

হাইতকান্দি ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, ‘রাস্তার জমি নিয়ে দুই পক্ষের মধ্যে কথা–কাটাকাটি হয়েছে। একপর্যায়ে তাঁদের মধ্যে হাতাহাতি হয়। এরপর ঘরে গিয়ে আবুল কাশেম স্ট্রোক করে মারা যান।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

থানায় থানায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের তালিকা হচ্ছে

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

বনশ্রীতে স্বর্ণ ডাকাতির মামলায় গ্রেপ্তার আমিনুল ছাত্রলীগের, সুমন শ্রমিক দলের নেতা

ককটেল ফুটতেই সেলুনে লুকায় পুলিশ, রণক্ষেত্র হয় এলাকা

মসজিদে লুকিয়েও রক্ষা পেলেন না স্বেচ্ছাসেবক লীগ নেতা ও তাঁর ভাই, ঘরবাড়ি জ্বালিয়ে দিল প্রতিপক্ষ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত