Ajker Patrika

ওমর আলীর খোঁজ রাখে না স্বজনেরাও

শ্রীনগর (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ২৮ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ২৫
ওমর আলীর খোঁজ রাখে না স্বজনেরাও

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় ৫ বছর ধরে একটি পলিথিনের খুপরিঘরে মানবতরে জীবন যাপন করছেন ৮০ বছর বয়সী ওমর আলী। আট বছর আগে ছেলে লিটনকে বিদেশে পাঠানো জন্য ভিটেমাটি বিক্রি করেন তিনি। কিন্তু বিক্রিতে কাল হয়েছে তাঁর জীবন। পলিথিন মোড়ানো এ ঘরে খেয়ে না খেয়ে জীবন যাপন করছেন।

এলাকাবাসী জানান, ওমর আলী উপজেলার ভাগ্যকুল ইউনিয়ন ৬ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগাওয়ের বাসিন্দা। তাঁর আরেক স্ত্রী, সন্তান ও আত্মীয়স্বজন আশপাশেই বসবাস করেন, কিন্তু কেউ খোঁজখবর নেয় না। এখন তাঁর শারীরিক অবস্থা ভালো নয়, তাই রান্নাও করতে পারছেন না। খেয়ে না খেয়ে কোনোরকম দিন কাটাচ্ছেন তিনি। এমন অবস্থায় যেকোনো সময় মৃত্যু হতে পারে তাঁর।

মেয়ে পেয়ারা বেগম বলেন, ‘বাবা তাঁর বাড়ি বিক্রি করে ভাইকে বিদেশে পাঠিয়েছেন। আমাদের কোনো কথাই তিনি শোনেন না। যেই ভাইকে বিদেশ পাঠিয়েছি, সে তাঁর খোঁজখবর নেয় কি না, তা-ও জানি না। তাঁকে বাসায় যেতে বললেও তিনি যান না, এখানে থাকেন।’

ওমর আলীর সঙ্গে কথা বলার চেষ্টা করলেও তিনি কোনো কিছুই শুনতে পান না বলে জানান। কান্নার সুরে বলেন, ‘২-৩ দিন ধরে ভাত না খেয়ে আছি।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রণব কুমার ঘোষ বলেন, ‘আমরা ইতিমধ্যে তাঁর সঙ্গে যোগাযোগ করব। তাঁর খাবার ও খুপরিঘরটি বাসযোগ্য করার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত