ফয়সাল পারভেজ, মাগুরা প্রতিনিধি
মাগুরা জেলায় প্রধান সড়ক ঘেঁষে কয়েকটি হাট বসে। জেলা সদরেও সড়ক ঘিরে বসে হাট- বাজার। দ্রুতগতির যান চলাচলে যা নিয়মিত দুর্ঘটনার কারণ হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কটি ২৮ কিলোমিটার। এর মধ্যে মাগুরা অংশে রয়েছে প্রায় ১০ কিলোমিটার। মহাসড়কের পাশ ঘেঁষে বড় বাজার রয়েছে আলমখালী বাজার। যেখানে প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সড়কে থাকে মানুষের জটলা। দূরপাল্লার পরিবহন প্রায় এখানে থেমে চলতে হয়। এই এলাকায় ইতিপূর্বে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। মালবাহী এক ট্রাকের ড্রাইভার হাসেম মিয়া চলতি পথে জানান, ঝিনাইদহ থেকে চাল নিয়ে মাগুরা দিয়ে ঢাকার পথে প্রায় প্রতিদিনই যেতে হয়। কিন্তু আলমখালী বাজারে এসে ঝামেলা। মানুষ পথ ছাড়তে চায় না। এ ছাড়া সাইত্রশি বাজার, ইছাখাদা বাজার তো পুরো মহাসড়কের উপরে বসে। এত প্রতিবন্ধকতা নিয়ে যে কোনো সময় দুর্ঘটনায় পড়তে হয়।
এ ছাড়া মাগুরার নতুন বাজার এলাকার হাট রোববার ও বৃহস্পতিবার বসে প্রধান সড়কের উপরে। এ নিয়ে ছোটবড় দুর্ঘটনা নিয়মিতই ঘটে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
নান্নু শেখ নামে এক কাঁচাবাজার ব্যবসায়ী জানান, রাস্তায় আগে হাট বসতো না। বাজারের ভেতরে কাজ শুরু হওয়ায় সাময়িকভাবে রাস্তায় বসা শুরু করে। কিন্তু এখন ভেতরের কাজ শেষ হলেও আমরা রাস্তায় বসেই হাট করি। কেউ কিছু বলে না। এখানে যানজট হয় কিন্তু জিনিস তো বিক্রি করতে হবে।
মাগুরা থেকে ঢাকাগামী সড়কে রয়েছে আরও দুটি দুর্ঘটনাকবলিত হাটবাজারের সড়ক। রামনগর হাটটির পাশেই মাগুরা-ঢাকা রোড এলাকা। প্রতি বছর এই সড়কে প্রাণহানির ঘটনা ঘটে শুধু রাস্তা পারাপার হতে গিয়ে জানান স্থানীয় বাসিন্দা রজব আলী। তিনি বলেন, রামনগরে হাট বসলি প্রচুর ভিড় হয়। মানুষ রাস্তা টপকাইতেক গিয়ে অনেকে গাড়ি চাপায় পড়ে।
রামনগর ছাড়াও কামরখালী বাজার এলাকায় রয়েছে ওয়াপদা মোড়। সেখানে সম্প্রতি এক মাদ্রাসায় পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু হয় রাস্তা পারাপার হতে গিয়ে। তার নাম আব্দুল্লাহ। রামনগর পুলিশ ফাড়ি থেকে জানা গেছে ওই মাদ্রাসা ছাত্র স্থানীয় এক মাদ্রাসায় পড়াশোনা করত।
মাগুরা যশোর মহাসড়কে রয়েছে বেশ কয়েকটি বড় হাটবাজার। কাটাখাল বাজার থেকে শুরু করে জাগলা বাজার। দু জায়গাতেই হাট ও বাজার রাস্তার দুপাশ দিয়ে। ফলে ব্যস্ত এই সড়কটি যেন হাটবাজারের এক মৃত্যু ফাঁদ জানান স্থানীয়রা। সিরাজ মণ্ডল নামে স্থানীয় এক শিক্ষক জানান, এত ব্যস্ত সড়ক এটি হাজারো ভারী যান চলাচল করে প্রতিদিন। রাস্তা পার হওয়া খুব কঠিন। প্রতি মাসে এই দুই জায়গাতে নিয়মিত দুর্ঘটনা ঘটে। তিনি জানান, গত সেপ্টেম্বরে এখানে দুজন মারা যায় শুধু বাস উল্টে।
মাগুরা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শাহজাহান মিয়া জানান, মহাসড়ক ঘেঁষে কোনো হাটবাজারই বৈধ নয়। এমনকি যেকোনো সড়কে মানুষের বেশি সমাগমই নিষিদ্ধ। এতে যান চলাচল ব্যাহত হয় সেই সঙ্গে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা শতভাগ থাকে। আমরা চেষ্টা করি এসব এলাকার মানুষকে সচেতন করতে। যেন তারা রাস্তা বাদ দিয়ে হাটবাজার বসান এবং চলাচল সাবধানে করেন।
মাগুরা জেলায় প্রধান সড়ক ঘেঁষে কয়েকটি হাট বসে। জেলা সদরেও সড়ক ঘিরে বসে হাট- বাজার। দ্রুতগতির যান চলাচলে যা নিয়মিত দুর্ঘটনার কারণ হতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মাগুরা-ঝিনাইদহ মহাসড়কটি ২৮ কিলোমিটার। এর মধ্যে মাগুরা অংশে রয়েছে প্রায় ১০ কিলোমিটার। মহাসড়কের পাশ ঘেঁষে বড় বাজার রয়েছে আলমখালী বাজার। যেখানে প্রতিদিন সকাল থেকে রাত ৮টা পর্যন্ত সড়কে থাকে মানুষের জটলা। দূরপাল্লার পরিবহন প্রায় এখানে থেমে চলতে হয়। এই এলাকায় ইতিপূর্বে প্রাণহানির ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। মালবাহী এক ট্রাকের ড্রাইভার হাসেম মিয়া চলতি পথে জানান, ঝিনাইদহ থেকে চাল নিয়ে মাগুরা দিয়ে ঢাকার পথে প্রায় প্রতিদিনই যেতে হয়। কিন্তু আলমখালী বাজারে এসে ঝামেলা। মানুষ পথ ছাড়তে চায় না। এ ছাড়া সাইত্রশি বাজার, ইছাখাদা বাজার তো পুরো মহাসড়কের উপরে বসে। এত প্রতিবন্ধকতা নিয়ে যে কোনো সময় দুর্ঘটনায় পড়তে হয়।
এ ছাড়া মাগুরার নতুন বাজার এলাকার হাট রোববার ও বৃহস্পতিবার বসে প্রধান সড়কের উপরে। এ নিয়ে ছোটবড় দুর্ঘটনা নিয়মিতই ঘটে বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা।
নান্নু শেখ নামে এক কাঁচাবাজার ব্যবসায়ী জানান, রাস্তায় আগে হাট বসতো না। বাজারের ভেতরে কাজ শুরু হওয়ায় সাময়িকভাবে রাস্তায় বসা শুরু করে। কিন্তু এখন ভেতরের কাজ শেষ হলেও আমরা রাস্তায় বসেই হাট করি। কেউ কিছু বলে না। এখানে যানজট হয় কিন্তু জিনিস তো বিক্রি করতে হবে।
মাগুরা থেকে ঢাকাগামী সড়কে রয়েছে আরও দুটি দুর্ঘটনাকবলিত হাটবাজারের সড়ক। রামনগর হাটটির পাশেই মাগুরা-ঢাকা রোড এলাকা। প্রতি বছর এই সড়কে প্রাণহানির ঘটনা ঘটে শুধু রাস্তা পারাপার হতে গিয়ে জানান স্থানীয় বাসিন্দা রজব আলী। তিনি বলেন, রামনগরে হাট বসলি প্রচুর ভিড় হয়। মানুষ রাস্তা টপকাইতেক গিয়ে অনেকে গাড়ি চাপায় পড়ে।
রামনগর ছাড়াও কামরখালী বাজার এলাকায় রয়েছে ওয়াপদা মোড়। সেখানে সম্প্রতি এক মাদ্রাসায় পড়ুয়া ১০ বছরের শিক্ষার্থীর মৃত্যু হয় রাস্তা পারাপার হতে গিয়ে। তার নাম আব্দুল্লাহ। রামনগর পুলিশ ফাড়ি থেকে জানা গেছে ওই মাদ্রাসা ছাত্র স্থানীয় এক মাদ্রাসায় পড়াশোনা করত।
মাগুরা যশোর মহাসড়কে রয়েছে বেশ কয়েকটি বড় হাটবাজার। কাটাখাল বাজার থেকে শুরু করে জাগলা বাজার। দু জায়গাতেই হাট ও বাজার রাস্তার দুপাশ দিয়ে। ফলে ব্যস্ত এই সড়কটি যেন হাটবাজারের এক মৃত্যু ফাঁদ জানান স্থানীয়রা। সিরাজ মণ্ডল নামে স্থানীয় এক শিক্ষক জানান, এত ব্যস্ত সড়ক এটি হাজারো ভারী যান চলাচল করে প্রতিদিন। রাস্তা পার হওয়া খুব কঠিন। প্রতি মাসে এই দুই জায়গাতে নিয়মিত দুর্ঘটনা ঘটে। তিনি জানান, গত সেপ্টেম্বরে এখানে দুজন মারা যায় শুধু বাস উল্টে।
মাগুরা জেলা ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শাহজাহান মিয়া জানান, মহাসড়ক ঘেঁষে কোনো হাটবাজারই বৈধ নয়। এমনকি যেকোনো সড়কে মানুষের বেশি সমাগমই নিষিদ্ধ। এতে যান চলাচল ব্যাহত হয় সেই সঙ্গে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা শতভাগ থাকে। আমরা চেষ্টা করি এসব এলাকার মানুষকে সচেতন করতে। যেন তারা রাস্তা বাদ দিয়ে হাটবাজার বসান এবং চলাচল সাবধানে করেন।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে