Ajker Patrika

ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর উপজেলা

শেরপুর প্রতিনিধি
আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ১৭: ১৭
ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সদর উপজেলা

মুজিব শতবর্ষ উপলক্ষে শেরপুর আন্ত:উপজেলা ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বিকেলে শহরের চকপাঠকস্থ শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে টুর্নামেন্টে সদর উপজেলা দল নকলা উপজেলা দলকে ২-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

খেলার প্রথমার্ধের ২৮ মিনিটের সময় রাজনের গোলে এগিয়ে যায় শেরপুর সদর উপজেলা দল। পরে দ্বিতীয়ার্ধে গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে নকলা উপজেলা। কিন্তু খেলার ৫৪ মিনিটের সময় সদর উপজেলা দল সিজারের গোলে ২-০ গোলে এগিয়ে যায়।

পরে ৬৯ মিনিটের সময় নকলা উপজেলা দলের সজল একটি গোল করলেও ২-১ গোলের ব্যবধানে জয়ী হয় সদর উপজেলা দল।

খেলায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়েছেন সদর উপজেলার মিডফিল্ডার রাশেদুল ইসলাম মো. জিহান।

খেলা শেষে সন্ধ্যায় বিজয়ী ও রানার আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ। অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ হান্নান মিয়া পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক পত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া ও উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হাকিম বাবুল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

রাজধানীতে ছিনতাইকারী সন্দেহে ইরানের দুই নাগরিককে মারধর

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত