Ajker Patrika

চেয়ারম্যান প্রার্থীর কার্যালয়ে আগুন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৪: ৫৮
চেয়ারম্যান প্রার্থীর কার্যালয়ে আগুন

মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুল বাড়িয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. আব্দুল্লাহ-আল-মামুনের নির্বাচনী প্রচার কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত বুধবার মধ্য রাতে উপজেলার কল্যাণপুর মণ্ডলপাড়ার নির্বাচনী কার্যালয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পোস্টার-ব্যানার ও চেয়ার পুড়ে গেছে।

স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার মাঝরাতে আগুন জ্বলতে দেখে লোকজন এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। তাঁর আগেই নৌকার পোস্টার, ব্যানার ও বেশ কয়েকটি চেয়ার পুড়ে যায়। এ ঘটনায় এলাকার ভোটারদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘নৌকার বিজয় নিশ্চিত জেনে আমার কর্মীদের ভয়ভীতি দেখানোর জন্যই আমার কার্যালয়ে পরিকল্পনা করে আগুন দেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে জানানো হয়েছে। তাঁরা তদন্ত করে আইনি ব্যবস্থা নেবেন বলে আশা করি।’

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ‘অগ্নিকাণ্ডের ঘটনাটি আমরা শুনেছি। আগুনের সূত্রপাত কীভাবে হলো তা তদন্তের মাধ্যমে বের করা হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত