গাজীপুর প্রতিনিধি
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান আজমত উল্লা খান চলতি আগস্টে মাত্র এক দিন অফিস করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান অফিসে আসেননি। তিনি কোথায় আছেন, তাও কেউ বলতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে সরকারি সংস্থাটির কাজে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা জুলাইয়ের বেতনও পাননি।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা আজমত ২০২৩ সালের ৪ জুন গাউকের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান।
সূত্রে জানা যায়, গাজীপুর নগরীকে একটি আধুনিক, সুপরিকল্পিত, শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এই সংস্থাটি গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তাঁকে সরিয়ে আজমত উল্লা খানকে নিয়োগ দেওয়া হয়।
আজমত উল্লা খান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছরের ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। পরে তিনি গত বছরের ২৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আজমত উল্লা খান অফিস করছেন না। তিনি কোথায় আছেন কেউ জানেন না। আজমত উল্লা খানের বিরুদ্ধে ইতিমধ্যে গাজীপুর মহানগরীর টঙ্গী থানায় মারধরের অভিযোগে একটি এবং বাসন থানায় হত্যা মামলা হয়েছে।
এসব বিষয়ে কথা বলতে আজমত উল্লা খানের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
গাউকের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজমত উল্লা খান চলতি মাসের ৪ অথবা ৫ তারিখে একবার অফিসে এসেছিলেন। এরপর তিনি আর অফিসে আসেননি। মন্ত্রণালয় থেকে জুলাই মাসের বেতন এখনো ছাড় না করায় আমরা বেতন পাইনি। চেয়ারম্যান কবে আসবেন, তাও জানা নেই।’
গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের (গাউক) চেয়ারম্যান আজমত উল্লা খান চলতি আগস্টে মাত্র এক দিন অফিস করেছেন। ৫ আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লা খান অফিসে আসেননি। তিনি কোথায় আছেন, তাও কেউ বলতে পারছেন না। তাঁর অনুপস্থিতিতে সরকারি সংস্থাটির কাজে স্থবিরতা দেখা দিয়েছে। কর্মকর্তা-কর্মচারীরা জুলাইয়ের বেতনও পাননি।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা আজমত ২০২৩ সালের ৪ জুন গাউকের চেয়ারম্যান হিসেবে তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান।
সূত্রে জানা যায়, গাজীপুর নগরীকে একটি আধুনিক, সুপরিকল্পিত, শিল্প ও আকর্ষণীয় পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ২০২০ সালের ৮ সেপ্টেম্বর একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশনে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন পাস হয়। ২০২২ সালের নভেম্বরে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন নতুন এই সংস্থাটি গঠিত হয় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে। গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর থেকে সরকারের যুগ্ম সচিব পদমর্যাদার একজন কর্মকর্তা চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। পরে তাঁকে সরিয়ে আজমত উল্লা খানকে নিয়োগ দেওয়া হয়।
আজমত উল্লা খান গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি গত বছরের ২৫ মে অনুষ্ঠিত গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র পদে নৌকার প্রার্থী হিসেবে অংশ নিয়ে পরাজিত হন। পরে তিনি গত বছরের ২৮ মে তৎকালীন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেন। পরে তাঁকে ওই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর আজমত উল্লা খান অফিস করছেন না। তিনি কোথায় আছেন কেউ জানেন না। আজমত উল্লা খানের বিরুদ্ধে ইতিমধ্যে গাজীপুর মহানগরীর টঙ্গী থানায় মারধরের অভিযোগে একটি এবং বাসন থানায় হত্যা মামলা হয়েছে।
এসব বিষয়ে কথা বলতে আজমত উল্লা খানের মোবাইল ফোনে কল করা হলে তা বন্ধ পাওয়া যায়।
গাউকের সচিব মোস্তাফিজুর রহমান বলেন, ‘আজমত উল্লা খান চলতি মাসের ৪ অথবা ৫ তারিখে একবার অফিসে এসেছিলেন। এরপর তিনি আর অফিসে আসেননি। মন্ত্রণালয় থেকে জুলাই মাসের বেতন এখনো ছাড় না করায় আমরা বেতন পাইনি। চেয়ারম্যান কবে আসবেন, তাও জানা নেই।’
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
১৬ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪