Ajker Patrika

গাঁটের ১০ হাজারে রিকশাকে রাঙালেন আর্জেন্টিনার পতাকায়

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
গাঁটের ১০ হাজারে রিকশাকে রাঙালেন আর্জেন্টিনার পতাকায়

হাজার মাইল দূরে পারস্য উপসাগরের দেশ কাতারে অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের উন্মাদনার ঢেউ আছড়ে পড়ছে বাংলাদেশেও। প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করতে আর্জেন্টিনার পতাকার রঙে নিজের রিকশাটি রাঙিয়েছেন মো. আলম মিয়া।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের এক যুগের বেশি সময় ধরে রিকশা চালান ২৬ বছরের আলম। তবে শৈশবে ফুটবলে প্রতি আগ্রহ থেকে এখনো অবসরে ফুটবল খেলা দেখেন।

ছোটবেলা থেকেই আর্জেন্টিনাকে পছন্দ করেন তিনি। এখন তাঁর পছন্দের খেলোয়াড় আর্জেন্টাইন লিওনেল মেসি। সেই উৎসাহ থেকেই ২০ নভেম্বর কাতার বিশ্বকাপ শুরু হওয়ার আগে ১০ হাজার টাকা খরচ করে নিজের ব্যাটারিচালিত রিকশা আর্জেন্টিনার পতাকায় রাঙিয়েছেন।

সিদ্ধিরগঞ্জের আদমজী নয়াপাড়া এলাকায় স্ত্রী-সন্তান নিয়ে বাস করেন রিকশাচালক আলম। ২০১১ সাল থেকে বিবাহিত জীবনে তাঁর ৯ বছরের একটি মেয়ে আছে।

আলম জানান, প্রতিদিন সর্বনিম্ন ৫০০ টাকা, কখনো এরও বেশিও উপার্জন হয়। তারপরও ভালো লাগা, ভালোবাসার মূল্য তাঁর কাছে অনেক। কাতার বিশ্বকাপে সেরা দল আর্জেন্টিনা। এবারের বিশ্বকাপ জয়ী হবে ডি মারিয়া ও মেসির দল।

আলম বলেন, ‘আমি রাস্তায় গাড়ি নিয়ে বের হলে, মানুষজন ছবি তোলার জন্য আগ্রহ দেখায়; বিশেষ করে আর্জেন্টিনার ভক্তরা। তবে ব্রাজিলের কিছু ভক্ত আমাকে দেখলে একটু ভিন্ন রকম কথাবার্তা বলে, এটা আমি কিছু মনে করি না। মেসি-নেইমাররা সমঝোতা করে চলেন। তাহলে আমরা কেন নিজেরা নিজেরা ঝামেলায় জড়াব।’

আলমের আশা, কাতার বিশ্বকাপে সেরা গোলদাতা হবেন তাঁর প্রিয় খেলোয়ার লিওনেল মেসি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত