Ajker Patrika

সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২২, ১৪: ২১
সমৃদ্ধ দেশ গড়ার অঙ্গীকার

সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জে নানা আয়োজনের মধ্য মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার সকাল থেকে শুরু হয়ে দিনব্যাপী ছিল দিবসের নানা আয়োজন। এ সব অনুষ্ঠানে সমৃদ্ধশালী দেশ গড়ার অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:

সুনামগঞ্জ: সুনামগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসন নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে। গতকাল শনিবার ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আয়োজনের সূচনা করা হয়। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সুনামগঞ্জ আদালত প্রাঙ্গণে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করে জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠন।

জগন্নাথপুর: উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। এ ছাড়া মুক্তিযোদ্ধা সংসদ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলো শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ দিনটি যথাযোগ্য মর্যাদায় পালন করে।

শান্তিগঞ্জ: শান্তিগঞ্জে দিবসটি উপলক্ষে শনিবার সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গণে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন। কর্মসূচিতে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক আহমদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মুক্তাদির হোসেন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জসিম উদ্দিন শরিফী প্রমুখ।

বড়লেখা: মৌলভীবাজারের বড়লেখায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল শনিবার বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয়ের শহীদ মিনারে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ পুষ্পস্তবক অর্পণ করেন। দুপুরে বড়লেখা উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কমলগঞ্জ: কমলগঞ্জে দিবসটি উপলক্ষে গতকাল শনিবার দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে ইউএনও আশেকুল হকের সভাপতিত্বে ও মোশাহিদ আহমেদ সঞ্চালনায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

রাজনগর: রাজনগরে দিবসটি উপলক্ষে গতকাল সকাল ৯টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে রাজনগর পোর্টিয়াস মডেল উচ্চবিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। একই স্থানে সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পরিবারবর্গের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ইউএনও প্রিয়াংকা পাল, যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তি চক্রবর্তী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাবলু সূত্রধর প্রমুখ উপস্থিত ছিলেন।

শায়েস্তাগঞ্জ: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে শায়েস্তাগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়। সন্ধ্যায় স্থানীয় শিল্পীদের নিয়ে স্বাধীনতার গান ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

নবীগঞ্জ: নবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল শহরের থানা রোডের স্মৃতিসৌধে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেকে মডেল উচ্চবিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, শরীরিক কসরত প্রদর্শনসহ দিনব্যাপী নানা অনুষ্ঠান হয়। দুপুরে উপজেলা পরিষদ মাঠে ইউএনও শেখ মহিউদ্দিনের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ছাতায় সব নাগরিক সেবা

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত