Ajker Patrika

প্রশিক্ষণের সনদ পেলেন খুবির নবীন শিক্ষকেরা

খুবি প্রতিনিধি
আপডেট : ১০ নভেম্বর ২০২১, ২১: ১৬
প্রশিক্ষণের সনদ পেলেন খুবির নবীন শিক্ষকেরা

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সেন্টার অব এক্সিলেন্স ইন টিচিং অ্যান্ড লার্নিং (সিইটিএল) এর আয়োজনে নবীন শিক্ষকদের ৪ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার সন্ধায় নগরীর একটি অভিজাত হোটেলে উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ সনদপত্র বিতরণ করেন।

তিনি শিক্ষকতা পেশায় নিবেদিত হওয়ার ক্ষেত্রে বেশি করে অধ্যয়ন ও প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দক্ষ ও আদর্শ শিক্ষক হতে হলে তাকে প্রচুর পড়াশোনা ও গবেষণা করতে হয়। শিক্ষক যদি ভালো না জানেন, ফলে শিক্ষার্থীরাও ভালো জ্ঞান অর্জন করতে পারে না। তিনি শিক্ষকদের মূল্যবোধ, আদর্শ ও নীতি-নৈতিকতার ওপরও জোর দেন।

সিইটিএলের পরিচালক প্রফেসর ড. ফিরোজ আহমদের সভাপতিত্বে সনদপত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাত হোসনে আরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সিইটিএলের অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মোঃ মতিউল ইসলাম। এ সময় প্রশিক্ষক আইকিএসির পরিচালক প্রফেসর ড. মো. সারওয়ার জাহানম, প্রফেসর এ কে ফজলুল হক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. আহসান হাবীব উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত