ফরিদপুর সংবাদদাতা
ফরিদপুর সদরে ঔষধি ও পুষ্টিগুণসমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’ চাষ করে সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা হাসিবুল হাসান রন্টি। প্রথমবারের মতো এই ধান চাষ করে বাম্পার ফলনের আশা তাঁর। আর মাত্র এক সপ্তাহ পরেই খেত থেকে ধান কেটে ঘরে তুলবেন রন্টি।
রন্টির বাড়ি ফরিদপুর শহরের আলীপুর এলাকায়। পরীক্ষামূলকভাবে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে এর চাষ করেছেন তিনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আবাদ করা দুই বিঘা জমিতে ৬০ মণ ধান পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
রন্টি বলেন, ইউটিউবে প্রথম এই ধানের চাষাবাদের বিষয়ে দেখেন এবং বিস্তারিত জানেন। পরে অনলাইনে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার বীজ সংগ্রহ করেন। দুই হাজার টাকা কেজি দরে দুই কেজি ব্ল্যাক রাইস ও দুই কেজি গোল্ডেন ব্ল্যাক রাইসের বীজ সংগ্রহ করেন। তিনি বলেন, ধান সংগ্রহ করার পর প্রথমে বীজতলা তৈরি করেন। সেখানে একটি একটি করে ধান বপন করে চারা তৈরি করতে বীজতলা করা হয়। প্রায় প্রতিটি ধান থেকে অঙ্কুর বের হয়। দুই সপ্তাহ পর বীজতলা থেকে চারা সংগ্রহ করে এক বিঘা জমিতে ব্ল্যাক রাইস এবং এক বিঘা জমিতে গোল্ডেন ব্ল্যাক রাইসের চারা রোপণ করেন। ব্ল্যাক রাইস একটু মোটা ও গোল্ডেন ব্ল্যাক রাইস চিকন হয়।
এদিকে ১৮ নভেম্বর রন্টির ব্ল্যাক রাইস চাষ করা খেত পরিদর্শনে যান জেলা প্রশাসক অতুল সরকার ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিয়াউল হকসহ কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ইলিয়াস শেখ বলেন, রন্টির ব্ল্যাক রাইস খেতের ফলন খুবই ভালো হয়েছে।আমরা নিবিড় পরিচর্যা করে যাচ্ছি তাঁর খেত। অন্যান্য ধানে বিঘাপ্রতি ২০ মণ হলে এ ধান হয় ২৫-৩০ মণ।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিয়াউল হক বলেন, কৃষকদের হাতে ব্ল্যাক রাইস পৌঁছে দিতে রন্টির এ ধান বীজ হিসেবে সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।
জেলা প্রশাসক বলেন, ‘এই ধানের চাল ঔষধি ও পুষ্টিগুণসমৃদ্ধ হওয়ায় এটি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ফরিদপুর সদরে ঔষধি ও পুষ্টিগুণসমৃদ্ধ ‘ব্ল্যাক রাইস’ চাষ করে সফল হয়েছেন তরুণ কৃষি উদ্যোক্তা হাসিবুল হাসান রন্টি। প্রথমবারের মতো এই ধান চাষ করে বাম্পার ফলনের আশা তাঁর। আর মাত্র এক সপ্তাহ পরেই খেত থেকে ধান কেটে ঘরে তুলবেন রন্টি।
রন্টির বাড়ি ফরিদপুর শহরের আলীপুর এলাকায়। পরীক্ষামূলকভাবে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নে এর চাষ করেছেন তিনি। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় আবাদ করা দুই বিঘা জমিতে ৬০ মণ ধান পাওয়া যাবে বলে ধারণা করা হচ্ছে।
রন্টি বলেন, ইউটিউবে প্রথম এই ধানের চাষাবাদের বিষয়ে দেখেন এবং বিস্তারিত জানেন। পরে অনলাইনে ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার বীজ সংগ্রহ করেন। দুই হাজার টাকা কেজি দরে দুই কেজি ব্ল্যাক রাইস ও দুই কেজি গোল্ডেন ব্ল্যাক রাইসের বীজ সংগ্রহ করেন। তিনি বলেন, ধান সংগ্রহ করার পর প্রথমে বীজতলা তৈরি করেন। সেখানে একটি একটি করে ধান বপন করে চারা তৈরি করতে বীজতলা করা হয়। প্রায় প্রতিটি ধান থেকে অঙ্কুর বের হয়। দুই সপ্তাহ পর বীজতলা থেকে চারা সংগ্রহ করে এক বিঘা জমিতে ব্ল্যাক রাইস এবং এক বিঘা জমিতে গোল্ডেন ব্ল্যাক রাইসের চারা রোপণ করেন। ব্ল্যাক রাইস একটু মোটা ও গোল্ডেন ব্ল্যাক রাইস চিকন হয়।
এদিকে ১৮ নভেম্বর রন্টির ব্ল্যাক রাইস চাষ করা খেত পরিদর্শনে যান জেলা প্রশাসক অতুল সরকার ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিয়াউল হকসহ কর্মকর্তারা।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপসহকারী কৃষি কর্মকর্তা ইলিয়াস শেখ বলেন, রন্টির ব্ল্যাক রাইস খেতের ফলন খুবই ভালো হয়েছে।আমরা নিবিড় পরিচর্যা করে যাচ্ছি তাঁর খেত। অন্যান্য ধানে বিঘাপ্রতি ২০ মণ হলে এ ধান হয় ২৫-৩০ মণ।
ফরিদপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. জিয়াউল হক বলেন, কৃষকদের হাতে ব্ল্যাক রাইস পৌঁছে দিতে রন্টির এ ধান বীজ হিসেবে সংগ্রহ ও সংরক্ষণ করা হবে।
জেলা প্রশাসক বলেন, ‘এই ধানের চাল ঔষধি ও পুষ্টিগুণসমৃদ্ধ হওয়ায় এটি চাষে কৃষকদের উদ্বুদ্ধ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে