Ajker Patrika

নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১১: ৪৬
নদী থেকে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার

কালকিনি উপজেলায় নাঈম হোসেন (৩) নামে এক নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শিশু উপজেলার রমজানপুর এলাকার উত্তর চড়াইকান্দি গ্রামের শাহ আলমের ছেলে। গত সোমবার সন্ধ্যায় পালরদ্দী নদী থেকে তার লাশ উদ্ধার করে ডুবুরি দল।

এলাকাবাসী ও নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার দুপুরে পালরদ্দী নদীর পাড়ে একা খেলতে গিয়ে পানিতে ডুবে শিশু নাঈম নিখোঁজ হয়। অনেক খুঁজেও তাকে পাওয়া যায়নি। অবশেষে সোমবার সন্ধ্যায় শিশু নাঈমের লাশ নদীতে ভেসে ওঠে। পরে গৌরনদী ফায়ার সার্ভিস খবর পেয়ে নদী থেকে তার লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে রমজানপুর ইউপি সদস্য শাহিন বলেন, ‘খেলতে গিয়ে নাঈম নদীর পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পরে তার লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে।’

এ ব্যাপারে কালকিনি থানার পরিদর্শক (তদন্ত) মো. নাসির বলেন, ‘আমরা খবর পেয়েছি নদী থেকে শিশুর লাশ উদ্ধার করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত