রাসেল আহমেদ, তেরখাদা
তেরখাদার বিভিন্ন সড়কে অবাধে চলছে লাইসেন্সবিহীন ট্রলি। এসব ট্রলির বেশির ভাগ চালকই অদক্ষ। বেপরোয়া গতিতে এগুলো চলাচলের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
জানা গেছে, তেরখাদা থেকে রূপসার সেনেরবাজার ব্যস্ততম রুটসহ উপজেলার বিভিন্ন সড়কে চলাচল করছে এসব ট্রলি। সাধারণত এসব ট্রলি দিয়ে ইট, বালু বা সিমেন্ট পরিবহন করা হয়।
বেপরোয়া গতিতে ট্রলি চলাচলের কারণে উপজেলার বিভিন্ন এলাকার জনপদে প্রায়ই ঘটছে দুর্ঘটনা এবং ঘটছে প্রাণহানি। সর্বশেষ খুলনার বিশিষ্ট শিল্পপতি মো. গোলাম মোস্তফার ছেলে গোলাম মোহাম্মদ মুহিত (৩২) নিহত হন।
গত শনিবার দুপুরে তেরখাদা আজগড়া পুজাখোলা এলাকায় ইটভর্তি ট্রলির ধাক্কায় নিহত হন তিনি। গত বছর উপজেলা সদরের দক্ষিণপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ছালাম সরদার ট্রলিচাপায় নিহত হন।
সম্প্রতি তেরখাদা-কালিয়া সড়কে ট্রলিচাপায় আনোয়ারা বেগম নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, সড়কে বেশির ভাগ দুর্ঘটনার পেছনেই রয়েছে অবৈধ ট্রলি। নছিমন, করিমন, আলম সাধুর মতো অবৈধ ভটভটির সঙ্গে এখন সড়কে যুক্ত হয়েছে ইটভাটার ট্রলি-আতঙ্ক।
ইটভাটার ট্রলি হচ্ছে ট্রাক্টর বা পাওয়ার টিলারচালিত যান। এই যান দিয়ে সাধারণত ইটভাটার ইট, বালু বা মাটি পরিবহন করা হয়। অথচ ট্রাক্টর ও পাওয়ার টিলার—দুটোই মাঠে কৃষিকাজের জন্য অনুমোদিত। সড়ক মহাসড়কে পণ্য বা অন্যান্য সামগ্রী বহনের অনুমতি নেই।
বৈধ কাগজপত্র ছাড়াই এসব ট্রলি চলছে। প্রশাসনেরও এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না। এসব অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের জানান, খুলনার সেনেরবাজার, রূপসা থেকে তেরখাদার মধ্যে শতাধিক ট্রলি চলাচল করছে। এসব চালকের ন্যূনতম দক্ষতা নেই বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে। অর্থের লোভে অদক্ষ চালকেরা দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছার চেষ্টা করে বলেই এসব দুর্ঘটনা ঘটে।
একাধিক সূত্রে জানা গেছে, তেরখাদার শেখপুরা বাজারে দেশীয় শ্যালো মেশিন দিয়ে অবৈধ ট্রলি তৈরি করছে একটি চক্র। যাদের কোনো সরকারি অনুমোদন নেই। আবার এসব ট্রলি অপেক্ষাকৃত কম দামে কিনে অদক্ষ চালকেরা ইট-বালু ও ভারী মালামাল পরিবহনের কাজে নেমে পড়েন। ফলে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
প্রতিদিনই দুর্ঘটনার খবর পাওয়া গেলেও গণমাধ্যমে সব খবর আসে না। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, সেনেরবাজার-তেরখাদা রুটটি জনবহুলের তুলনায় চিকন। তা ছাড়া দ্রুতগতিতে ছোট যানবাহনগুলো চলাচলের কারণে কিছুটা অসুবিধা হয়। আইন না মেনে চালানো এসব যানবাহনের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
তেরখাদার বিভিন্ন সড়কে অবাধে চলছে লাইসেন্সবিহীন ট্রলি। এসব ট্রলির বেশির ভাগ চালকই অদক্ষ। বেপরোয়া গতিতে এগুলো চলাচলের কারণে প্রায়ই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।
জানা গেছে, তেরখাদা থেকে রূপসার সেনেরবাজার ব্যস্ততম রুটসহ উপজেলার বিভিন্ন সড়কে চলাচল করছে এসব ট্রলি। সাধারণত এসব ট্রলি দিয়ে ইট, বালু বা সিমেন্ট পরিবহন করা হয়।
বেপরোয়া গতিতে ট্রলি চলাচলের কারণে উপজেলার বিভিন্ন এলাকার জনপদে প্রায়ই ঘটছে দুর্ঘটনা এবং ঘটছে প্রাণহানি। সর্বশেষ খুলনার বিশিষ্ট শিল্পপতি মো. গোলাম মোস্তফার ছেলে গোলাম মোহাম্মদ মুহিত (৩২) নিহত হন।
গত শনিবার দুপুরে তেরখাদা আজগড়া পুজাখোলা এলাকায় ইটভর্তি ট্রলির ধাক্কায় নিহত হন তিনি। গত বছর উপজেলা সদরের দক্ষিণপাড়া এলাকার বীর মুক্তিযোদ্ধা ছালাম সরদার ট্রলিচাপায় নিহত হন।
সম্প্রতি তেরখাদা-কালিয়া সড়কে ট্রলিচাপায় আনোয়ারা বেগম নামের এক বৃদ্ধ ঘটনাস্থলেই মারা যান। ঘটনা বিশ্লেষণ করে দেখা যায়, সড়কে বেশির ভাগ দুর্ঘটনার পেছনেই রয়েছে অবৈধ ট্রলি। নছিমন, করিমন, আলম সাধুর মতো অবৈধ ভটভটির সঙ্গে এখন সড়কে যুক্ত হয়েছে ইটভাটার ট্রলি-আতঙ্ক।
ইটভাটার ট্রলি হচ্ছে ট্রাক্টর বা পাওয়ার টিলারচালিত যান। এই যান দিয়ে সাধারণত ইটভাটার ইট, বালু বা মাটি পরিবহন করা হয়। অথচ ট্রাক্টর ও পাওয়ার টিলার—দুটোই মাঠে কৃষিকাজের জন্য অনুমোদিত। সড়ক মহাসড়কে পণ্য বা অন্যান্য সামগ্রী বহনের অনুমতি নেই।
বৈধ কাগজপত্র ছাড়াই এসব ট্রলি চলছে। প্রশাসনেরও এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দেখা যায় না। এসব অবৈধ ট্রলি চলাচল বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয়দের জানান, খুলনার সেনেরবাজার, রূপসা থেকে তেরখাদার মধ্যে শতাধিক ট্রলি চলাচল করছে। এসব চালকের ন্যূনতম দক্ষতা নেই বলে স্থানীয় সূত্রগুলো নিশ্চিত করেছে। অর্থের লোভে অদক্ষ চালকেরা দ্রুততম সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছার চেষ্টা করে বলেই এসব দুর্ঘটনা ঘটে।
একাধিক সূত্রে জানা গেছে, তেরখাদার শেখপুরা বাজারে দেশীয় শ্যালো মেশিন দিয়ে অবৈধ ট্রলি তৈরি করছে একটি চক্র। যাদের কোনো সরকারি অনুমোদন নেই। আবার এসব ট্রলি অপেক্ষাকৃত কম দামে কিনে অদক্ষ চালকেরা ইট-বালু ও ভারী মালামাল পরিবহনের কাজে নেমে পড়েন। ফলে প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে।
প্রতিদিনই দুর্ঘটনার খবর পাওয়া গেলেও গণমাধ্যমে সব খবর আসে না। তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল আলম বলেন, সেনেরবাজার-তেরখাদা রুটটি জনবহুলের তুলনায় চিকন। তা ছাড়া দ্রুতগতিতে ছোট যানবাহনগুলো চলাচলের কারণে কিছুটা অসুবিধা হয়। আইন না মেনে চালানো এসব যানবাহনের বিরুদ্ধে শিগগিরই ব্যবস্থা নেওয়া হবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
৩ দিন আগেবিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪