কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে। এই নিষেধাজ্ঞার খাঁড়া এড়িয়ে সাশ্রয়ী মূল্যে রাশিয়া থেকে গম, তেল, সারসহ বিভিন্ন পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়গুলো আজ সন্ধ্যায় তোলা হবে রাশিয়ার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে।
এই বৈঠকসহ অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ বৃহস্পতিবার শেষ বিকেলে ঢাকায় আসছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ঢাকায় আসছেন তিনি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটাই সর্বোচ্চ পর্যায়ের সফর। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লাভরভকে স্বাগত জানাবেন।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর টানাপোড়েনের মধ্যে লাভরভ ঢাকা সফরে আসছেন। এতে সফরটি ভিন্ন রাজনৈতিক মাত্রা পেয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে খাদ্য, জ্বালানি ও সার সরবরাহ নিয়ে আলোচনা হতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী দাম বাড়তে থাকার মুখে সরকার এ বছর রাশিয়া থেকে প্রায় ৫ লাখ টন গম আমদানি করতে চায়।
রাশিয়া বাংলাদেশে বছরে প্রায় ২০০ কোটি ডলার মূল্যের গম, সার, তুলা, ডাল ও ইলেকট্রিক্যাল কন্ট্রোল বোর্ডসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ বছরে প্রায় ১৫০ কোটি ডলার মূল্যের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি করে দেশটিতে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণকাজও চলছে রাশিয়ার ঋণ ও প্রযুক্তিতে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার সঙ্গে পণ্য ও বিদ্যুৎকেন্দ্রের নির্মাণসামগ্রী পরিবহন ও পারস্পরিক পাওনা পরিশোধ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়গুলোও দুই মন্ত্রীর আলোচনায় আসবে বলে জানান কূটনীতিকেরা।
বাংলাদেশের এক কূটনীতিক আজকের পত্রিকাকে বলেন, মস্কো এর আগে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা জাহাজে রূপপুরের নির্মাণসামগ্রী পাঠিয়ে জটিলতা তৈরি করেছে। এ ধরনের ঝামেলায় বাংলাদেশকে জড়ানো রাশিয়া চাইলেই এড়িয়ে যেতে পারত।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন ক্ষেত্রে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এর পরিণামে রাশিয়ার সঙ্গে সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ যেসব সমস্যা মোকাবিলা করছে, তা নিয়ে লাভরভের সঙ্গে বাংলাদেশ কথা বলবে বলে কূটনীতিকেরা জানান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করার পর থেকে দেশটির সঙ্গে সরকারের সম্পর্কে টানাপোড়েন চলছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নাক গলানোর কথা বলে সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাংলাদেশকে দেশটির আরও কাছে টানার চেষ্টা বলে মনে করছেন স্থানীয় কূটনীতিকেরা।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যে সংকট চলছে, তা কাটিয়ে উঠতে সরকার রাশিয়ার সহায়তা চাইবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, লাভরভের ঢাকা সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা হবে। লাভরভের অ্যাজেন্ডায় প্রতিরক্ষা সহযোগিতা অন্যতম প্রধান ইস্যু হিসেবে থাকতে পারে বলে জানান দেশটির এক কূটনীতিক।
রুশ কূটনীতিক বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের মাধ্যমে লেনদেন করার সিদ্ধান্ত হলেও তা কার্যকর করার বিষয়টি ঝুলে আছে কয়েক মাস হয়ে গেল। বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এ ক্ষেত্রে ধীরে চলার নীতি নিয়েছে বলে রুশ কর্তৃপক্ষ মনে করছে।
ভারতের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের বিষয়ও আলোচনায় স্থান পেতে পারে বলে কূটনীতিকেরা জানান। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় স্মারক অথবা চুক্তি সইয়ের সম্ভাবনা ক্ষীণ বলে জানান কূটনীতিকেরা। লাভরভ তাঁর ১৬ ঘণ্টার ঢাকা সফরে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।
রাশিয়ার বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আছে। এই নিষেধাজ্ঞার খাঁড়া এড়িয়ে সাশ্রয়ী মূল্যে রাশিয়া থেকে গম, তেল, সারসহ বিভিন্ন পণ্যের সরবরাহ নিশ্চিত করতে চায় সরকার। বাংলাদেশের পক্ষ থেকে এ বিষয়গুলো আজ সন্ধ্যায় তোলা হবে রাশিয়ার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে।
এই বৈঠকসহ অন্যান্য কর্মসূচিতে যোগ দিতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ আজ বৃহস্পতিবার শেষ বিকেলে ঢাকায় আসছেন। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ঢাকায় আসছেন তিনি। ১৯৭১ সালে স্বাধীনতাযুদ্ধের সময় থেকে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার ভালো সম্পর্ক থাকলেও গত ৫২ বছর দেশটি থেকে এটাই সর্বোচ্চ পর্যায়ের সফর। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে লাভরভকে স্বাগত জানাবেন।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর টানাপোড়েনের মধ্যে লাভরভ ঢাকা সফরে আসছেন। এতে সফরটি ভিন্ন রাজনৈতিক মাত্রা পেয়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেছেন, রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে খাদ্য, জ্বালানি ও সার সরবরাহ নিয়ে আলোচনা হতে পারে।
সরকারি তথ্য অনুযায়ী, বিশ্বব্যাপী দাম বাড়তে থাকার মুখে সরকার এ বছর রাশিয়া থেকে প্রায় ৫ লাখ টন গম আমদানি করতে চায়।
রাশিয়া বাংলাদেশে বছরে প্রায় ২০০ কোটি ডলার মূল্যের গম, সার, তুলা, ডাল ও ইলেকট্রিক্যাল কন্ট্রোল বোর্ডসহ বিভিন্ন পণ্য রপ্তানি করে থাকে। বাংলাদেশ বছরে প্রায় ১৫০ কোটি ডলার মূল্যের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য বিক্রি করে দেশটিতে। রূপপুর পারমাণবিক কেন্দ্রের নির্মাণকাজও চলছে রাশিয়ার ঋণ ও প্রযুক্তিতে। মার্কিন নিষেধাজ্ঞার মুখে রাশিয়ার সঙ্গে পণ্য ও বিদ্যুৎকেন্দ্রের নির্মাণসামগ্রী পরিবহন ও পারস্পরিক পাওনা পরিশোধ নিয়েও জটিলতা তৈরি হয়েছে। এ বিষয়গুলোও দুই মন্ত্রীর আলোচনায় আসবে বলে জানান কূটনীতিকেরা।
বাংলাদেশের এক কূটনীতিক আজকের পত্রিকাকে বলেন, মস্কো এর আগে মার্কিন নিষেধাজ্ঞায় থাকা জাহাজে রূপপুরের নির্মাণসামগ্রী পাঠিয়ে জটিলতা তৈরি করেছে। এ ধরনের ঝামেলায় বাংলাদেশকে জড়ানো রাশিয়া চাইলেই এড়িয়ে যেতে পারত।
ইউক্রেনে যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন ক্ষেত্রে যে জটিল পরিস্থিতি তৈরি হয়েছে, এর পরিণামে রাশিয়ার সঙ্গে সম্পর্ক, দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ যেসব সমস্যা মোকাবিলা করছে, তা নিয়ে লাভরভের সঙ্গে বাংলাদেশ কথা বলবে বলে কূটনীতিকেরা জানান।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করার পর থেকে দেশটির সঙ্গে সরকারের সম্পর্কে টানাপোড়েন চলছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অন্য দেশের নাক গলানোর কথা বলে সরকারের প্রতি সমর্থন জানিয়েছে। এমন প্রেক্ষাপটে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর বাংলাদেশকে দেশটির আরও কাছে টানার চেষ্টা বলে মনে করছেন স্থানীয় কূটনীতিকেরা।
পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে আশ্রিত মিয়ানমারের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষদের ফেরত পাঠানোর ক্ষেত্রে যে সংকট চলছে, তা কাটিয়ে উঠতে সরকার রাশিয়ার সহায়তা চাইবে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, লাভরভের ঢাকা সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন সমস্যা এবং দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক বিস্তারিত আলোচনা হবে। লাভরভের অ্যাজেন্ডায় প্রতিরক্ষা সহযোগিতা অন্যতম প্রধান ইস্যু হিসেবে থাকতে পারে বলে জানান দেশটির এক কূটনীতিক।
রুশ কূটনীতিক বলেন, বাংলাদেশের সঙ্গে চীনের মাধ্যমে লেনদেন করার সিদ্ধান্ত হলেও তা কার্যকর করার বিষয়টি ঝুলে আছে কয়েক মাস হয়ে গেল। বৈশ্বিক রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশ এ ক্ষেত্রে ধীরে চলার নীতি নিয়েছে বলে রুশ কর্তৃপক্ষ মনে করছে।
ভারতের মাধ্যমে সাশ্রয়ী মূল্যে বাংলাদেশে জ্বালানি তেল সরবরাহের বিষয়ও আলোচনায় স্থান পেতে পারে বলে কূটনীতিকেরা জানান। রুশ পররাষ্ট্রমন্ত্রীর সফরে দ্বিপক্ষীয় স্মারক অথবা চুক্তি সইয়ের সম্ভাবনা ক্ষীণ বলে জানান কূটনীতিকেরা। লাভরভ তাঁর ১৬ ঘণ্টার ঢাকা সফরে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানাবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাতের কথা রয়েছে তাঁর।
রুশ পররাষ্ট্রমন্ত্রীর জি২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকাল ১০টায় দিল্লির পথে ঢাকা ত্যাগের কথা রয়েছে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৪ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৪ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৪ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৪ দিন আগে