শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
দীর্ঘদিন ধরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকটে ভুগছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বাগেরহাট ও খুলনার বিভিন্ন হাসপাতালে ডেপুটেশনে থাকা, ইচ্ছা করে না আসা, প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে এ সংকট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে এ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন দেড় লক্ষাধিক স্থানীয় বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যার এ চিকিৎসাকেন্দ্রটিতে কনসালট্যান্ট, মেডিসিন, সার্জারি, প্রসূতি ও শিশু বিশেষজ্ঞসহ ১৩ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৬ জন কাগজে কলমে দেখানো হলেও বাস্তবে চিকিৎসক রয়েছেন মাত্র ৩ জন। ১০ চিকিৎসকের পদ শূন্যই রয়েছে।
আরও জানা গেছে, ডেপুটেশনে থাকা ৩ চিকিৎসক শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে নিয়মিত বেতন ভাতা তুলছেন। যে কারণে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগ দিচ্ছেন না বলে একটি সূত্র জানায়। এ ছাড়া চিকিৎসক সংকট থাকার পরেও ডাক্তার গোলাম মোক্তাদিরকে গত ৪ জানুয়ারি ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। এ ছাড়া ওয়ার্ড বয় তিনজন থাকার কথা থাকলেও আছে দুজন। পরিচ্ছন্নতা কর্মী পাঁচজনের স্থানে আছে একজন, আয়া নেই। অপারেশন থিয়েটার দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে সরকারের মূল্যবান প্রায় কোটি টাকার যন্ত্রপাতি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩ জুন ডা. সিরাজুল ইসলামকে ডেপুটেশনে র্যাব-৬ কার্যালয়ে, প্রায় দুই মাস ধরে ডা. আরিফুল ইসলাম রাকিব খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ও গত ৯ মাস আগে ডা. আসিফ আদনান শরণখোলায় যোগদান করলেও ডেপুটেশনে বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে কর্মরত রয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদা ইয়াসমিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় রোগী দেখার সুযোগ পাচ্ছেন না। ডা. নাদিরা নওরিন তাঁর মায়ের অসুস্থতাজনিত কারণে প্রায় এক সপ্তাহ ধরে ছুটিতে আছেন। মাত্র একজন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. এসএম ফয়সাল আহমেদ।
এসএম ফয়সাল আহমেদ বলেন, ‘ডা. নাদিরা নওরীন ছুটিতে থাকায় এবং ডা. গোলাম মোক্তাদির বদলি হওয়ায় আমার একার পক্ষে চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে।’
শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বাস্থ্য কমপ্লেক্সের স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান পারভেজ বলেন, ‘চিকিৎসক সংকট সমাধানে বাগেরহাট-৪ আসনের সাংসদ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে বিষয়টি জানাই। এরপরও এখান থেকে ডাক্তারকে বদলি করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে শিগগিরই এর সমাধান করা হবে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, ‘ইতিমধ্যে বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে। পার্শ্ববর্তী উপজেলা মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।’
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুরুল মুর্শিদ জানান, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তিন চিকিৎসকের ডেপুটেশনে অন্যত্র দায়িত্ব পালন করার বিষয়ে তিনি কিছু জানেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
দীর্ঘদিন ধরে বাগেরহাটের শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসক সংকটে ভুগছে। স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকদের বাগেরহাট ও খুলনার বিভিন্ন হাসপাতালে ডেপুটেশনে থাকা, ইচ্ছা করে না আসা, প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে এ সংকট সৃষ্টি হয়েছে বলে জানা গেছে। এমন পরিস্থিতিতে এ স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবা থেকে বঞ্চিত হচ্ছেন দেড় লক্ষাধিক স্থানীয় বাসিন্দা।
খোঁজ নিয়ে জানা গেছে, ৫০ শয্যার এ চিকিৎসাকেন্দ্রটিতে কনসালট্যান্ট, মেডিসিন, সার্জারি, প্রসূতি ও শিশু বিশেষজ্ঞসহ ১৩ জন চিকিৎসক থাকার কথা। কিন্তু উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাসহ ৬ জন কাগজে কলমে দেখানো হলেও বাস্তবে চিকিৎসক রয়েছেন মাত্র ৩ জন। ১০ চিকিৎসকের পদ শূন্যই রয়েছে।
আরও জানা গেছে, ডেপুটেশনে থাকা ৩ চিকিৎসক শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের অনুকূলে নিয়মিত বেতন ভাতা তুলছেন। যে কারণে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক নিয়োগ দিচ্ছেন না বলে একটি সূত্র জানায়। এ ছাড়া চিকিৎসক সংকট থাকার পরেও ডাক্তার গোলাম মোক্তাদিরকে গত ৪ জানুয়ারি ঢাকা সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে বদলি করা হয়েছে। এ ছাড়া ওয়ার্ড বয় তিনজন থাকার কথা থাকলেও আছে দুজন। পরিচ্ছন্নতা কর্মী পাঁচজনের স্থানে আছে একজন, আয়া নেই। অপারেশন থিয়েটার দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হচ্ছে সরকারের মূল্যবান প্রায় কোটি টাকার যন্ত্রপাতি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৩ জুন ডা. সিরাজুল ইসলামকে ডেপুটেশনে র্যাব-৬ কার্যালয়ে, প্রায় দুই মাস ধরে ডা. আরিফুল ইসলাম রাকিব খুলনা শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে ও গত ৯ মাস আগে ডা. আসিফ আদনান শরণখোলায় যোগদান করলেও ডেপুটেশনে বর্তমানে বাগেরহাট সদর হাসপাতালে কর্মরত রয়েছেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের একাধিক কর্মচারী জানান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফরিদা ইয়াসমিন প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় রোগী দেখার সুযোগ পাচ্ছেন না। ডা. নাদিরা নওরিন তাঁর মায়ের অসুস্থতাজনিত কারণে প্রায় এক সপ্তাহ ধরে ছুটিতে আছেন। মাত্র একজন চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করছেন ডা. এসএম ফয়সাল আহমেদ।
এসএম ফয়সাল আহমেদ বলেন, ‘ডা. নাদিরা নওরীন ছুটিতে থাকায় এবং ডা. গোলাম মোক্তাদির বদলি হওয়ায় আমার একার পক্ষে চিকিৎসাসেবা দেওয়া কঠিন হয়ে পড়েছে।’
শরণখোলা উপজেলা ভাইস চেয়ারম্যান ও স্বাস্থ্য কমপ্লেক্সের স্ট্যান্ডিং কমিটির সভাপতি মো. হাসানুজ্জামান পারভেজ বলেন, ‘চিকিৎসক সংকট সমাধানে বাগেরহাট-৪ আসনের সাংসদ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলনকে বিষয়টি জানাই। এরপরও এখান থেকে ডাক্তারকে বদলি করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে শিগগিরই এর সমাধান করা হবে।’
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ফরিদা ইয়াসমিন বলেন, ‘ইতিমধ্যে বিষয়টি সিভিল সার্জনকে জানানো হয়েছে। পার্শ্ববর্তী উপজেলা মোড়েলগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একজন চিকিৎসক আমাদের স্বাস্থ্য কমপ্লেক্সে দেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন তিনি।’
এ বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের খুলনা বিভাগীয় অতিরিক্ত পরিচালক মো. মঞ্জুরুল মুর্শিদ জানান, শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত তিন চিকিৎসকের ডেপুটেশনে অন্যত্র দায়িত্ব পালন করার বিষয়ে তিনি কিছু জানেন না। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে শিগগিরই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
৭ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪