নিজস্ব প্রতিবেদক, আহমেদাবাদ থেকে
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কাল দুপুরে ঢুকেই একটু ভড়কে যেতে হলো। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন একটি স্টেডিয়ামে প্রথম পা রেখে একটু অবাক হতেই হয়। কিন্তু আহমেদাবাদের সবরমতী নদীর তীরে এ বিশাল স্টেডিয়াম দেখে ঠিক নয়, ভড়কে যাওয়া আসলে অন্য কারণে।
আহমেদাবাদের আকাশ-বাতাস কাঁপিয়ে তখন ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান ছুটে যাচ্ছে, শূন্যে ডিগবাজি খাচ্ছে! স্টেডিয়ামে ডিস্ক জকির (ডিজে) জায়গায় দাঁড়িয়ে বিমানবাহিনীর এক নারী কর্মকর্তা সংগীতের সঙ্গে ধারাবিবরণী দিয়ে চলেছেন, আর গগনবিদারী আওয়াজে আকাশে ছুটে চলেছে জঙ্গিবিমান। আগামীকাল ফাইনালের এয়ারশোর মহড়া এটি। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আরও অনেক বর্ণিল আয়োজন রাখার পরিকল্পনা আয়োজকদের।
একসময়ের সরদার প্যাটেল স্টেডিয়ামকে নবরূপে পৃথিবীর সামনে হাজির করতে পুরো স্টেডিয়াম নতুন করে সাজানো হয়েছে ৮০০ কোটি রুপি ব্যয়ে। ২০১৬ সালে শুরু, চার বছর ধরে চলা নির্মাণকাজ শেষ হয় ২০২০ সাল। নিজের স্বপ্নের প্রকল্প দেখাতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই স্টেডিয়ামে হাজির করেছেন নরেন্দ্র মোদি। কাল ফাইনালেও উপস্থিত থাকার কথা ভারতীয় প্রধানমন্ত্রীর। ফাইনালে থাকার কথা ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। কোক স্টুডিওর ভাইরাল গুজরাটি গান ‘খালাসি’র শিল্পীদের পরিবেশনাও থাকছে কাল। গতকাল সন্ধ্যায় বর্ণিল আয়োজনের মহড়া সেরে নিতে দেখা গেল শিল্পীদের।
২০২০ থেকে ক্রিকেট বিশ্বের কাছে এটি ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’ নামে পরিচিত হলেও এর ক্রিকেট ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ। এই মাঠে ১৯৮৭ সালে সুনীল গাভাস্কার টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন। এ মাঠেই ১৯৯৪ সালে টেস্টে কপিল দেব রিচার্ড হ্যাডলির রেকর্ড ৪৩২ উইকেট ছাড়িয়ে গিয়েছিলেন। ১৯৯৯ সালে এ মাঠে শচীন টেন্ডুলকার পেয়েছিলেন তাঁর প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির দেখা। ২০০৮ সালে এবি ডি ভিলিয়ার্সও তাঁর প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন এ মাঠেই। ক্রিকেটীয় সব কীর্তির চেয়ে গত কয়েক বছরে দর্শক মনে আহমেদাবাদের এই স্টেডিয়ামের বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে।
ভারতীয় রাজনীতির সবচেয়ে প্রভাবশালী দুই রাজনৈতিক ব্যক্তিত্ব মোদি ও অমিত শাহ যে রাজ্যের মানুষ, সেখানে এত বড় ক্রীড়া স্থাপনা হওয়াটাই তো স্বাভাবিক! অমিত শাহের ছেলে জয় শাহ আবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি। বিশাল এই স্টেডিয়ামে ক্রিকেট দুনিয়াকে হাজির করা তাঁদের কাছে তাই অসম্ভব কিছুই নয়।
গ্যালারিতে ১ লাখের ওপর নীল জার্সির সমর্থন নিয়ে এখন রোহিতদের একটি কাজ সম্ভব করতে হবে—অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জয়। না হলে বিশাল এ স্টেডিয়াম ভারতীয়দের কাছে পরিচিত হবে বেদনার বড় ভিটেমাটি হিসেবে।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কাল দুপুরে ঢুকেই একটু ভড়কে যেতে হলো। ১ লাখ ৩২ হাজার দর্শক ধারণক্ষমতাসম্পন্ন একটি স্টেডিয়ামে প্রথম পা রেখে একটু অবাক হতেই হয়। কিন্তু আহমেদাবাদের সবরমতী নদীর তীরে এ বিশাল স্টেডিয়াম দেখে ঠিক নয়, ভড়কে যাওয়া আসলে অন্য কারণে।
আহমেদাবাদের আকাশ-বাতাস কাঁপিয়ে তখন ভারতীয় বিমানবাহিনীর যুদ্ধবিমান ছুটে যাচ্ছে, শূন্যে ডিগবাজি খাচ্ছে! স্টেডিয়ামে ডিস্ক জকির (ডিজে) জায়গায় দাঁড়িয়ে বিমানবাহিনীর এক নারী কর্মকর্তা সংগীতের সঙ্গে ধারাবিবরণী দিয়ে চলেছেন, আর গগনবিদারী আওয়াজে আকাশে ছুটে চলেছে জঙ্গিবিমান। আগামীকাল ফাইনালের এয়ারশোর মহড়া এটি। বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়ামে আরও অনেক বর্ণিল আয়োজন রাখার পরিকল্পনা আয়োজকদের।
একসময়ের সরদার প্যাটেল স্টেডিয়ামকে নবরূপে পৃথিবীর সামনে হাজির করতে পুরো স্টেডিয়াম নতুন করে সাজানো হয়েছে ৮০০ কোটি রুপি ব্যয়ে। ২০১৬ সালে শুরু, চার বছর ধরে চলা নির্মাণকাজ শেষ হয় ২০২০ সাল। নিজের স্বপ্নের প্রকল্প দেখাতে ২০২০ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই স্টেডিয়ামে হাজির করেছেন নরেন্দ্র মোদি। কাল ফাইনালেও উপস্থিত থাকার কথা ভারতীয় প্রধানমন্ত্রীর। ফাইনালে থাকার কথা ১৯৮৩ বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব ও ২০১১ বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। কোক স্টুডিওর ভাইরাল গুজরাটি গান ‘খালাসি’র শিল্পীদের পরিবেশনাও থাকছে কাল। গতকাল সন্ধ্যায় বর্ণিল আয়োজনের মহড়া সেরে নিতে দেখা গেল শিল্পীদের।
২০২০ থেকে ক্রিকেট বিশ্বের কাছে এটি ‘নরেন্দ্র মোদি স্টেডিয়াম’ নামে পরিচিত হলেও এর ক্রিকেট ইতিহাস যথেষ্ট সমৃদ্ধ। এই মাঠে ১৯৮৭ সালে সুনীল গাভাস্কার টেস্ট ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণ করেছেন। এ মাঠেই ১৯৯৪ সালে টেস্টে কপিল দেব রিচার্ড হ্যাডলির রেকর্ড ৪৩২ উইকেট ছাড়িয়ে গিয়েছিলেন। ১৯৯৯ সালে এ মাঠে শচীন টেন্ডুলকার পেয়েছিলেন তাঁর প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির দেখা। ২০০৮ সালে এবি ডি ভিলিয়ার্সও তাঁর প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরি পেয়েছিলেন এ মাঠেই। ক্রিকেটীয় সব কীর্তির চেয়ে গত কয়েক বছরে দর্শক মনে আহমেদাবাদের এই স্টেডিয়ামের বড় পরিচয় হয়ে দাঁড়িয়েছে, বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হিসেবে।
ভারতীয় রাজনীতির সবচেয়ে প্রভাবশালী দুই রাজনৈতিক ব্যক্তিত্ব মোদি ও অমিত শাহ যে রাজ্যের মানুষ, সেখানে এত বড় ক্রীড়া স্থাপনা হওয়াটাই তো স্বাভাবিক! অমিত শাহের ছেলে জয় শাহ আবার বিশ্বের সবচেয়ে প্রভাবশালী ক্রিকেট সংস্থা ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারি। বিশাল এই স্টেডিয়ামে ক্রিকেট দুনিয়াকে হাজির করা তাঁদের কাছে তাই অসম্ভব কিছুই নয়।
গ্যালারিতে ১ লাখের ওপর নীল জার্সির সমর্থন নিয়ে এখন রোহিতদের একটি কাজ সম্ভব করতে হবে—অস্ট্রেলিয়াকে হারিয়ে শিরোপা জয়। না হলে বিশাল এ স্টেডিয়াম ভারতীয়দের কাছে পরিচিত হবে বেদনার বড় ভিটেমাটি হিসেবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে