Ajker Patrika

দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ১৪ নভেম্বর ২০২১, ২০: ২০
দফায় দফায় সংঘর্ষ, ভাঙচুর

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে সহিংসতায় তিন দিনে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আহত ৬৫ জনকে ভর্তি করা হয়েছে। রোগীর চাপের কারণে চালু করা হয়েছে হাসপাতালে নতুন ওয়ার্ড।

গতকাল শনিবার এ তথ্য নিশ্চিত করেন আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক আহমেদ।

জানা গেছে, গত ১১ নভেম্বর বৃহস্পতিবার দ্বিতীয় ধাপে আদিতমারী উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান, সংরক্ষিত নারী সদস্য ও সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচন ঘিরে উপজেলার বিভিন্ন স্থানে সহিংস ঘটনা ঘটেছে। নির্বাচন পরবর্তী সদস্য পদের প্রার্থীর সমর্থকদের মধ্যে জয়-পরাজয় ও ভোট দেওয়া না দেওয়া নিয়েও বেশ কিছু স্থানে হামলা এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বেশ কিছু লোক আহত হয়েছেন। আহতদের আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, লালমনিরহাট জেলা সদর হাসপাতাল, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে ৫০ শয্যাবিশিষ্ট আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন ওয়ার্ড চালু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেও রাখা হচ্ছে নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের। রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসকেরাও ব্যস্ত হয়ে পড়েছেন। অনেকে বাড়িতে প্রাথমিক চিকিৎসা নিচ্ছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা গেছে, গত তিন দিনে নির্বাচনী সহিংসতায় আহত হয়ে এ হাসপাতালে ৬৫ জন ভর্তি হয়েছেন। এদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুজনকে লালমনিরহাট সদর হাসপাতাল ও দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আদিতমারী উপজেলার ভাদাই ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে বল প্রতীকে ভোট দেওয়ায় মোরগ প্রতীকের জয়ী ওয়ার্ড সদস্য মহেশ্বর চন্দ্র ও তাঁর সমর্থকেরা ভোটার রামজয়ের বাড়িতে হামলা, ভাঙচুর, স্বর্ণালংকার, টাকা লুট ও অগ্নিসংযোগ করার অভিযোগ পাওয়া গেছে। এ সময় জয়ী সদস্য মহেশ্বরের সমর্থকদের হামলায় ৪ জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। এ বিষয়ে ইউপি সদস্য মহেশ্বরসহ ২১ জনকে আসামি করে রামজয়ের স্ত্রী সুশিলা রানী বাদী হয়ে আদিতমারী থানায় অভিযোগ দায়ের করেছেন।

আদিতমারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তৌফিক আহমেদ জানান, নির্বাচনী সহিংসতায় আহত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীর চাপ বেড়ে যাওয়ায় নতুন ওয়ার্ড চালু করা হয়েছে। রোগীদের চিকিৎসায় পর্যাপ্ত ওষুধসহ চিকিৎসক রয়েছেন।

এদিকে নির্বাচন পরবর্তী সহিংসতা দমানোর জন্য পুলিশের নিয়মিত টহলের সঙ্গে যুক্ত রয়েছে পাঁচটি ভ্রাম্যমাণ দল। তবু দমানো যাচ্ছে না নির্বাচন পরবর্তী সহিংসতা। হামলার শিকার লোকজন বিচার চেয়ে থানায় লিখিত অভিযোগও দায়ের করছেন। তাই থানায় অভিযোগের চাপ বেড়েছে।

আদিতমারী থানার ওসি মোক্তারুল ইসলাম বলেন, সহিংসতা রোধে মাঠে কাজ করছে পাঁচটি ভ্রাম্যমাণ দল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত