বিনোদন প্রতিবেদক, ঢাকা
মাতৃত্বকালীন ছুটিতে থাকায় দীর্ঘদিন সিনেমা থেকে দূরে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার কোনো অনুষ্ঠানেও দেখা যায় না তাঁকে। অবশেষে কাজে ফেরার কথা জানালেন মাহি। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার বিশেষ প্রদর্শনী দেখতে গত শনিবার সিনেমা হলে এসেছিলেন ঢালিউডের অগ্নিকন্যা মাহি। সেখানেই জানালেন বিরতি কাটিয়ে শিগগিরই কাজে ফিরছেন তিনি।
মাহি বলেন, ‘অনেক দিন ধরেই সিনেমার বাইরে আছি। অপেক্ষায় আছি কাজে ফেরার। ইতিমধ্যে কয়েকটি চিত্রনাট্য হাতে পেয়েছি। পড়ে দেখছি। তবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারিনি কোনটা দিয়ে কাজে ফিরব। শিগগিরই সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করব।’
মাহি জানিয়েছেন, গল্প ও চিত্রনাট্য পছন্দ হলেই নির্মাতার সঙ্গে কথা পাকা করবেন। আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নতুন সিনেমার। শুরু করবেন শুটিং।
এবারের ঈদের সিনেমাগুলো ঘিরে দর্শকের এমন উন্মাদনা দেখে উচ্ছ্বসিত মাহিয়া মাহি। তিনি বলেন, ‘ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই ভালো যাচ্ছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো খবর। সিনেমা ভালো ব্যবসা করলেই সিনেমার সংখ্যা বাড়বে, ভালো ভালো কাজ হবে। গত বছরেও “পরাণ” ও “হাওয়া” সিনেমা দুটি ভালো ব্যবসা করেছে। ভালো সিনেমা তৈরি হলে দর্শক আসবে, এটাই তার প্রমাণ।’
মা হওয়ার পর মাহির কাছে জীবনের সংজ্ঞাটাই বদলে গেছে। এখন তাঁর জীবনের প্রথম প্রায়োরিটি সন্তান ফারিশ। তিনি বলেন, ‘মাতৃত্বের স্বাদ আমার জীবন বদলে দিয়েছে। আমার মন খারাপ হলে ফারিশকে জড়িয়ে ধরি। মন ভালো হয়ে যায়। ওর হাসি দেখলে বুক ভরে যায়।এই অনুভূতি বলে বোঝাতে পারব না। ফারিশই এখন আমার জীবনের সব।’
মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে দুটি সিনেমার কাজ শেষ করেছিলেন মাহি। ‘আনন্দ অশ্রু’ ও ‘অফিসার ইনচার্জ’ সিনেমা দুটি আছে মুক্তির অপেক্ষায়। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় আনন্দ অশ্রু সিনেমায় মাহির বিপরীতে আছেন সাইমন সাদিক।অন্যদিকে অফিসার ইনচার্জ সিনেমায় এ নায়িকার সঙ্গে দেখা যাবে ডি এ তায়েবকে।
মাতৃত্বকালীন ছুটিতে থাকায় দীর্ঘদিন সিনেমা থেকে দূরে আছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। সিনেমার কোনো অনুষ্ঠানেও দেখা যায় না তাঁকে। অবশেষে কাজে ফেরার কথা জানালেন মাহি। ঈদে মুক্তিপ্রাপ্ত ‘সুড়ঙ্গ’ সিনেমার বিশেষ প্রদর্শনী দেখতে গত শনিবার সিনেমা হলে এসেছিলেন ঢালিউডের অগ্নিকন্যা মাহি। সেখানেই জানালেন বিরতি কাটিয়ে শিগগিরই কাজে ফিরছেন তিনি।
মাহি বলেন, ‘অনেক দিন ধরেই সিনেমার বাইরে আছি। অপেক্ষায় আছি কাজে ফেরার। ইতিমধ্যে কয়েকটি চিত্রনাট্য হাতে পেয়েছি। পড়ে দেখছি। তবে সিদ্ধান্ত চূড়ান্ত করতে পারিনি কোনটা দিয়ে কাজে ফিরব। শিগগিরই সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করব।’
মাহি জানিয়েছেন, গল্প ও চিত্রনাট্য পছন্দ হলেই নির্মাতার সঙ্গে কথা পাকা করবেন। আনুষ্ঠানিক ঘোষণা দেবেন নতুন সিনেমার। শুরু করবেন শুটিং।
এবারের ঈদের সিনেমাগুলো ঘিরে দর্শকের এমন উন্মাদনা দেখে উচ্ছ্বসিত মাহিয়া মাহি। তিনি বলেন, ‘ঈদে মুক্তিপ্রাপ্ত সব সিনেমাই ভালো যাচ্ছে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য ভালো খবর। সিনেমা ভালো ব্যবসা করলেই সিনেমার সংখ্যা বাড়বে, ভালো ভালো কাজ হবে। গত বছরেও “পরাণ” ও “হাওয়া” সিনেমা দুটি ভালো ব্যবসা করেছে। ভালো সিনেমা তৈরি হলে দর্শক আসবে, এটাই তার প্রমাণ।’
মা হওয়ার পর মাহির কাছে জীবনের সংজ্ঞাটাই বদলে গেছে। এখন তাঁর জীবনের প্রথম প্রায়োরিটি সন্তান ফারিশ। তিনি বলেন, ‘মাতৃত্বের স্বাদ আমার জীবন বদলে দিয়েছে। আমার মন খারাপ হলে ফারিশকে জড়িয়ে ধরি। মন ভালো হয়ে যায়। ওর হাসি দেখলে বুক ভরে যায়।এই অনুভূতি বলে বোঝাতে পারব না। ফারিশই এখন আমার জীবনের সব।’
মাতৃত্বকালীন ছুটিতে যাওয়ার আগে দুটি সিনেমার কাজ শেষ করেছিলেন মাহি। ‘আনন্দ অশ্রু’ ও ‘অফিসার ইনচার্জ’ সিনেমা দুটি আছে মুক্তির অপেক্ষায়। মোস্তাফিজুর রহমান মানিকের পরিচালনায় আনন্দ অশ্রু সিনেমায় মাহির বিপরীতে আছেন সাইমন সাদিক।অন্যদিকে অফিসার ইনচার্জ সিনেমায় এ নায়িকার সঙ্গে দেখা যাবে ডি এ তায়েবকে।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে