টঙ্গিবাড়ী (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে গ্যাসের পাইপলাইন থাকলেও নেই সংযোগ। ব্যবহারের আগেই নষ্ট হওয়ার পথে এসব গ্যাস লাইনের পাইপ। দীর্ঘদিন ধরে পাইপলাইন নির্মাণ করা হলেও গ্যাস-সংকটের কারণে গ্যাসের সংযোগ চালু হয়নি।
জানা যায়, গত ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করার পর তাঁর নিজ বাড়ি টঙ্গিবাড়ীতে গ্যাস সংযোগ নেওয়ার জন্য পাইপলাইন নির্মাণ করেছিলেন। কিন্তু প্রায় ১৫ বছর ধরে গ্যাসের পাইপলাইন নির্মাণের পরেও এখন পর্যন্ত কোনো গ্যাস সংযোগ চালু করা সম্ভব হয়নি।
উপজেলার সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়নের বরলিয়া গ্রামে গিয়ে দেখা যায়, মুন্সিগঞ্জ সদর থেকে মাটির নিচ দিয়ে গ্যাস-সংযোগের জন্য টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের বাড়ির সামনে মাটির নিচে পাইপলাইন টেনে বক্স করে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আফরোজা বেগম জানান, লাইন থাকা সত্ত্বেও সংযোগের অভাবে তাঁরা লাইন গ্যাস পাচ্ছেন না। এলপিজি গ্যাসের দাম বেশি, অতিরিক্ত দাম দিয়েই তা ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন বলেন, দেশের বাজারে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা। এলাকায় তিতাসের লাইন গ্যাসের পাইপলাইন টানা রয়েছে। কিন্তু তা গত ১৫ বছরেও চালু করা হয়নি।
তিতাসের উপব্যবস্থাপনা কর্মকর্তা মো. বদরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ীতে গ্যাসের পাইপলাইন থাকলেও নেই সংযোগ। ব্যবহারের আগেই নষ্ট হওয়ার পথে এসব গ্যাস লাইনের পাইপ। দীর্ঘদিন ধরে পাইপলাইন নির্মাণ করা হলেও গ্যাস-সংকটের কারণে গ্যাসের সংযোগ চালু হয়নি।
জানা যায়, গত ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ দায়িত্ব গ্রহণ করার পর তাঁর নিজ বাড়ি টঙ্গিবাড়ীতে গ্যাস সংযোগ নেওয়ার জন্য পাইপলাইন নির্মাণ করেছিলেন। কিন্তু প্রায় ১৫ বছর ধরে গ্যাসের পাইপলাইন নির্মাণের পরেও এখন পর্যন্ত কোনো গ্যাস সংযোগ চালু করা সম্ভব হয়নি।
উপজেলার সোনারং-টঙ্গিবাড়ী ইউনিয়নের বরলিয়া গ্রামে গিয়ে দেখা যায়, মুন্সিগঞ্জ সদর থেকে মাটির নিচ দিয়ে গ্যাস-সংযোগের জন্য টঙ্গিবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়নে সাবেক প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের বাড়ির সামনে মাটির নিচে পাইপলাইন টেনে বক্স করে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা আফরোজা বেগম জানান, লাইন থাকা সত্ত্বেও সংযোগের অভাবে তাঁরা লাইন গ্যাস পাচ্ছেন না। এলপিজি গ্যাসের দাম বেশি, অতিরিক্ত দাম দিয়েই তা ব্যবহার করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা হুমায়ুন বলেন, দেশের বাজারে এলপিজি গ্যাসের দাম বাড়ানো হয়েছে। প্রতি ১২ কেজি এলপিজি গ্যাস বিক্রি হচ্ছে ১ হাজার ২০০ টাকা। এলাকায় তিতাসের লাইন গ্যাসের পাইপলাইন টানা রয়েছে। কিন্তু তা গত ১৫ বছরেও চালু করা হয়নি।
তিতাসের উপব্যবস্থাপনা কর্মকর্তা মো. বদরুজ্জামান বলেন, ‘এ বিষয়ে আমার তেমন কিছু জানা নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৩ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৩ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৩ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
৩ দিন আগে