রামু (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের রামুতে আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা ধান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
গতকাল রোববার সকালে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে চাষিদের আমন ধান কাটতে দেখা গেছে। তবে এখনো অনেক খেতের ধান পাকেনি।
কৃষকেরা বলছেন, এবার ধানের ভালো ফলন হয়েছে। আর কিছুদিন আবহাওয়া অনুকূলে থাকলে ভালোভাবে ধান ঘরে তুলতে পারবেন।
রাজারকুলের হাজী পাড়ার কৃষক দিদার মিয়া। এ বছর তিনি নিজের দুই একর জমিতে আমন ধান চাষ করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রতি একর ধান চাষে তাঁর ১৫ হাজার ৭৫০ টাকা খরচ হয়েছে। প্রতি একরে ২৬ দশমিক ২৫ মণ ধান হবে বলে তিনি আশা করছেন। ধান বিক্রি করে তাঁর বেশ লাভ হবে।
এদিকে বর্গাচাষিদের মধ্যে ধানের মূল্য নিয়ে রয়েছে বিরূপ প্রতিক্রিয়া। পূর্ব রাজারকুলের বড়ুয়াপাড়ার বর্গাচাষি অনিল বড়ুয়া বলেন, জমি বর্গা নিয়ে ধানের চাষ করেছেন। সব খরচ বাদ দিয়ে প্রতি একরে তাঁর লাভ হয়েছে মাত্র ২ হাজার ২৫০ টাকা। আগামী মৌসুমে ধান চাষ করবেন না বলে জানান তিনি।
বাজার ঘুরে জানা যায়, বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার সর্বমোট ৯ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এখনো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। উপজেলার এবার প্রায় ২২ জাতের ধান চাষ হয়েছে। সরকারিভাবে ধানের মূল্য রয়েছে মণপ্রতি ১ হাজার ৮০ টাকা।
কক্সবাজারের রামুতে আমন ধান কাটা শুরু হয়েছে। কৃষকেরা ধান নিয়ে ব্যস্ত সময় পার করছেন।
গতকাল রোববার সকালে উপজেলার বিভিন্ন মাঠে গিয়ে চাষিদের আমন ধান কাটতে দেখা গেছে। তবে এখনো অনেক খেতের ধান পাকেনি।
কৃষকেরা বলছেন, এবার ধানের ভালো ফলন হয়েছে। আর কিছুদিন আবহাওয়া অনুকূলে থাকলে ভালোভাবে ধান ঘরে তুলতে পারবেন।
রাজারকুলের হাজী পাড়ার কৃষক দিদার মিয়া। এ বছর তিনি নিজের দুই একর জমিতে আমন ধান চাষ করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, প্রতি একর ধান চাষে তাঁর ১৫ হাজার ৭৫০ টাকা খরচ হয়েছে। প্রতি একরে ২৬ দশমিক ২৫ মণ ধান হবে বলে তিনি আশা করছেন। ধান বিক্রি করে তাঁর বেশ লাভ হবে।
এদিকে বর্গাচাষিদের মধ্যে ধানের মূল্য নিয়ে রয়েছে বিরূপ প্রতিক্রিয়া। পূর্ব রাজারকুলের বড়ুয়াপাড়ার বর্গাচাষি অনিল বড়ুয়া বলেন, জমি বর্গা নিয়ে ধানের চাষ করেছেন। সব খরচ বাদ দিয়ে প্রতি একরে তাঁর লাভ হয়েছে মাত্র ২ হাজার ২৫০ টাকা। আগামী মৌসুমে ধান চাষ করবেন না বলে জানান তিনি।
বাজার ঘুরে জানা যায়, বর্তমানে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে ১ হাজার ৫০০ টাকায়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় এবার সর্বমোট ৯ হাজার ৪৫০ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এখনো ধান উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়নি। উপজেলার এবার প্রায় ২২ জাতের ধান চাষ হয়েছে। সরকারিভাবে ধানের মূল্য রয়েছে মণপ্রতি ১ হাজার ৮০ টাকা।
গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
১ দিন আগেঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
৫ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
৫ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
৫ দিন আগে