মাসুদুর রহমান মাসুদ, ঝিকরগাছা (যশোর)
শ্রেণিকক্ষে ঢুকতেই স্পষ্টভাবে শব্দগুলো কানে না এলেও সালাম দিয়েছে এটা বুঝতে বাকি রইল না। সঙ্গে সঙ্গে কক্ষে থাকা সবাই দাঁড়ানোর চেষ্টা করেও কেউ কেউ পারেনি।
গত বৃহস্পতিবার বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে গেলে এমন দৃশ্য দেখা যায়। বিদ্যালয়টি যশোরের ঝিকরগাছার রঘুনাথ নগরে অবস্থিত।
২০১৪ সালে প্রতিষ্ঠিত বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়টিতে বর্তমানে ৪৭০ প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিতুর রহমান বলেন, বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম পর্যন্ত পৃথক শ্রেণি রয়েছে। শারীরিক, দৃষ্টি, বাক্, শ্রবণ, বুদ্ধি এবং অসুস্থতাজনিত প্রতিবন্ধীরা দূর-দূরান্ত থেকে এসে পড়াশোনা করছে।
শিক্ষকেরা প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা ও গান-বাজনার প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রতিবন্ধীদের ধরনানুসারে ৮ জন শিক্ষক বিশেষ প্রশিক্ষণ (বিএসইডি) প্রাপ্ত। বর্তমানে বিদ্যালয়টিতে ২৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। প্রতিবন্ধীদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আব্দুল আলীম বলেন, ‘প্রতিবন্ধীদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে বিদ্যালয়টি স্থাপন করি।’
সমাজসেবা অধিদপ্তরের যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা বলেন, জেলার মধ্যে বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিবন্ধীদের শিক্ষা-সাংস্কৃতিক ও ক্রীড়ায় অবদান রেখে চলছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এরশাদ হোসেন খান বলেন, প্রতিবন্ধীদের মূলধারায় আনতে প্রতিষ্ঠানটি অনন্য। বিদ্যালয়টি সরকারি হলে আরও এগোবে।
শ্রেণিকক্ষে ঢুকতেই স্পষ্টভাবে শব্দগুলো কানে না এলেও সালাম দিয়েছে এটা বুঝতে বাকি রইল না। সঙ্গে সঙ্গে কক্ষে থাকা সবাই দাঁড়ানোর চেষ্টা করেও কেউ কেউ পারেনি।
গত বৃহস্পতিবার বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়ে গেলে এমন দৃশ্য দেখা যায়। বিদ্যালয়টি যশোরের ঝিকরগাছার রঘুনাথ নগরে অবস্থিত।
২০১৪ সালে প্রতিষ্ঠিত বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়টিতে বর্তমানে ৪৭০ প্রতিবন্ধী শিক্ষার্থী শিক্ষা গ্রহণ করছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিতুর রহমান বলেন, বিদ্যালয়ে শিশু থেকে পঞ্চম পর্যন্ত পৃথক শ্রেণি রয়েছে। শারীরিক, দৃষ্টি, বাক্, শ্রবণ, বুদ্ধি এবং অসুস্থতাজনিত প্রতিবন্ধীরা দূর-দূরান্ত থেকে এসে পড়াশোনা করছে।
শিক্ষকেরা প্রতিবন্ধীদের শিক্ষার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলা ও গান-বাজনার প্রশিক্ষণ দিয়ে থাকেন। প্রতিবন্ধীদের ধরনানুসারে ৮ জন শিক্ষক বিশেষ প্রশিক্ষণ (বিএসইডি) প্রাপ্ত। বর্তমানে বিদ্যালয়টিতে ২৬ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। প্রতিবন্ধীদের যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা রয়েছে। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. আব্দুল আলীম বলেন, ‘প্রতিবন্ধীদের শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে বিদ্যালয়টি স্থাপন করি।’
সমাজসেবা অধিদপ্তরের যশোরের উপপরিচালক অসিত কুমার সাহা বলেন, জেলার মধ্যে বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়টি প্রতিবন্ধীদের শিক্ষা-সাংস্কৃতিক ও ক্রীড়ায় অবদান রেখে চলছে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব এরশাদ হোসেন খান বলেন, প্রতিবন্ধীদের মূলধারায় আনতে প্রতিষ্ঠানটি অনন্য। বিদ্যালয়টি সরকারি হলে আরও এগোবে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে