বিনোদন প্রতিবেদক, ঢাকা
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যা করার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন চলছে। পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি, মধ্যপ্রদেশ, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে। বলিউডের শিল্পীরাও এই আন্দোলনে সংহতি জানিয়ে প্রতিবাদ করছেন।
আছেন কারিনা কাপুর, প্রীতি জিনতা, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানার মতো বলিউড তারকারা। গত বুধবার রাতে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীরা জমায়েত হয়ে প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন টালিউড নির্মাতা ও শিল্পীরা। আন্দোলনের মাঠে দেখা গেছে স্বস্তিকা মুখার্জি, রচনা ব্যানার্জি, পরমব্রত, ঋত্বিক চক্রবর্তীসহ অনেককে। এবার কলকাতার এই আন্দোলনে সংহতি জানালেন ঢাকার শিল্পীরা।
আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদে সংহতি এবং বাংলাদেশে আগের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুকে এই অভিনেত্রী লেখেন, ‘গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে পূর্বের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতার আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের সংহতিতে “মেয়েরা রাত দখল করো”। ১৬ আগস্ট শুক্রবার রাত ১০টা (জমায়েত রাত ৯টা থেকে)। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।’ একই পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষিসহ অনেকে।
এদিকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতন এবং ধর্ষণের পর হত্যার শিকার হওয়া মৌমিতার ছবি শেয়ার করে অভিনেত্রী জাকিয়া বারী মম ফেসবুকে লিখেছেন, ‘এমন মৃত্যু যেন আর কোথাও কারও না হয়!’
আন্দোলনের সময়কার একটি প্ল্যাকার্ড শেয়ার করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই প্ল্যাকার্ডে লেখা, ‘আপনি যদি আপনার মেয়েকে “খারাপ” স্পর্শ সম্পর্কে শিক্ষিত করেন, তবে নিশ্চিত করুন যে আপনার ছেলেও এটি সম্পর্কে জানে।’
আন্দোলনের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সেই ভিডিওতে এক নারীকে বলতে শোনা যাচ্ছে, ‘ছোটবেলায় সন্তানকে প্রথম হওয়ার দৌড়ে নামিয়ে দেই আমরা। কিন্তু কোথাও মূল্যবোধ শেখানো হচ্ছে না। পরিবার থেকেও শেখানোর চেষ্টা করা হয় না। এই কারণে এমন অপরাধ বেড়েই চলেছে। সবাইকে ছোটবেলা থেকে শেখানো উচিত মেয়েদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, সম্মান করতে হয়।’
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা আন্দোলনের ছবি শেয়ার করে লিখেছেন, ‘জাস্টিস ফর হার।’ সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা লেখেন, ‘এটা কখনোই শেষ হবে না, যতক্ষণ না আপনি আপনার ছেলেকে নিরাপদ থাকতে শেখানোর পরিবর্তে একজন ভালো মানুষ হওয়া শেখান। পরিবর্তনটা শুরু হোক আপনি এবং আপনার বাড়ি থেকেই। প্রতিটি মৌমিতার নিজের জীবন যাপন করার অধিকার আছে। ঢাকা থেকে কলকাতা—মৌমিতার জন্য আওয়াজ তুলুন।’
কলকাতার আর জি কর-কাণ্ডে আওয়াজ তুলেছেন অভিনেতারাও। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘নারীদের প্রতি সকল প্রকার নির্যাতন ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কোনো অজুহাত নয়! এখনই থামুন।’
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী লেখেন, ‘মনুষ্যত্বের মর্ম মরণ। কী ভয়ংকর মর্মান্তিক! আমি নিতে পারছি না, মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারও মা, কারও বোন, কারও প্রিয়জন, এমনকি পৃথিবীর কোনো নারীই যেন আর কখনো এমন ভয়ংকর পরিস্থিতির শিকার না হয়। আমার কাছে মনে হয়, পৃথিবীতে এমন কোনো শাস্তি তৈরি হয়নি, যার মাধ্যমে এই বোনটির আত্মা শান্তি পাবে। এই নরপিশাচদের এমন কোনো শাস্তির দাবি করি, যেটা বিকৃত মানসিকতার প্রতিটি পুরুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
সংহতি জানিয়ে সায়ানের গান
যেকোনো অন্যায়ের প্রতিবাদে আন্দোলনের প্রথম সারিতে থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। বৈষম্যবিরোধী আন্দোলনেও শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে এসেছিলেন তিনি। এবার কলকাতার আর জি কর-কাণ্ড আন্দোলনে সংহতি জানিয়ে গান প্রকাশ করলেন সায়ান। গত মঙ্গলবার রাতে ফেসবুক পেজে তিনি প্রকাশ করেছেন, ‘এই মেয়ে শোন, এই রাত এই ভোর/ যতখানি পুরুষের, তারও বেশি তোর’—এমন কথার গানটি। সায়ান বলেন, ‘পৃথিবীর সকল দেশের সকল পথঘাট সকল রাতে মেয়েদের জন্য উন্মুক্ত হোক। ধর্ষণকে ধর্ষণ বলা হোক আর হত্যাকে হত্যা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’
কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারী চিকিৎসক মৌমিতা দেবনাথকে ধর্ষণের পর হত্যা করার প্রতিবাদে পশ্চিমবঙ্গজুড়ে আন্দোলন চলছে। পাশাপাশি বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দিল্লি, মধ্যপ্রদেশ, কর্ণাটকসহ বিভিন্ন রাজ্যে। বলিউডের শিল্পীরাও এই আন্দোলনে সংহতি জানিয়ে প্রতিবাদ করছেন।
আছেন কারিনা কাপুর, প্রীতি জিনতা, আলিয়া ভাট, আয়ুষ্মান খুরানার মতো বলিউড তারকারা। গত বুধবার রাতে কলকাতাসহ রাজ্যের বিভিন্ন প্রান্তে নারীরা জমায়েত হয়ে প্রতিবাদ জানান। এ সময় উপস্থিত ছিলেন টালিউড নির্মাতা ও শিল্পীরা। আন্দোলনের মাঠে দেখা গেছে স্বস্তিকা মুখার্জি, রচনা ব্যানার্জি, পরমব্রত, ঋত্বিক চক্রবর্তীসহ অনেককে। এবার কলকাতার এই আন্দোলনে সংহতি জানালেন ঢাকার শিল্পীরা।
আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদে সংহতি এবং বাংলাদেশে আগের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জমায়েত হওয়ার আহ্বান জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ফেসবুকে এই অভিনেত্রী লেখেন, ‘গণ-অভ্যুত্থানের পরবর্তী বাংলাদেশে পূর্বের প্রতিটি ধর্ষণ মামলার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এবং কলকাতার আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিরুদ্ধে চলমান প্রতিবাদের সংহতিতে “মেয়েরা রাত দখল করো”। ১৬ আগস্ট শুক্রবার রাত ১০টা (জমায়েত রাত ৯টা থেকে)। সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্য, ঢাকা বিশ্ববিদ্যালয়।’ একই পোস্ট শেয়ার করেছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল, নাজিফা তুষিসহ অনেকে।
এদিকে কলকাতার আর জি কর মেডিকেল কলেজ ও হাসপাতালে নির্যাতন এবং ধর্ষণের পর হত্যার শিকার হওয়া মৌমিতার ছবি শেয়ার করে অভিনেত্রী জাকিয়া বারী মম ফেসবুকে লিখেছেন, ‘এমন মৃত্যু যেন আর কোথাও কারও না হয়!’
আন্দোলনের সময়কার একটি প্ল্যাকার্ড শেয়ার করেছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। সেই প্ল্যাকার্ডে লেখা, ‘আপনি যদি আপনার মেয়েকে “খারাপ” স্পর্শ সম্পর্কে শিক্ষিত করেন, তবে নিশ্চিত করুন যে আপনার ছেলেও এটি সম্পর্কে জানে।’
আন্দোলনের একটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। সেই ভিডিওতে এক নারীকে বলতে শোনা যাচ্ছে, ‘ছোটবেলায় সন্তানকে প্রথম হওয়ার দৌড়ে নামিয়ে দেই আমরা। কিন্তু কোথাও মূল্যবোধ শেখানো হচ্ছে না। পরিবার থেকেও শেখানোর চেষ্টা করা হয় না। এই কারণে এমন অপরাধ বেড়েই চলেছে। সবাইকে ছোটবেলা থেকে শেখানো উচিত মেয়েদের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়, সম্মান করতে হয়।’
অভিনেত্রী নাজিয়া হক অর্ষা আন্দোলনের ছবি শেয়ার করে লিখেছেন, ‘জাস্টিস ফর হার।’ সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা লেখেন, ‘এটা কখনোই শেষ হবে না, যতক্ষণ না আপনি আপনার ছেলেকে নিরাপদ থাকতে শেখানোর পরিবর্তে একজন ভালো মানুষ হওয়া শেখান। পরিবর্তনটা শুরু হোক আপনি এবং আপনার বাড়ি থেকেই। প্রতিটি মৌমিতার নিজের জীবন যাপন করার অধিকার আছে। ঢাকা থেকে কলকাতা—মৌমিতার জন্য আওয়াজ তুলুন।’
কলকাতার আর জি কর-কাণ্ডে আওয়াজ তুলেছেন অভিনেতারাও। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘নারীদের প্রতি সকল প্রকার নির্যাতন ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কোনো অজুহাত নয়! এখনই থামুন।’
চিত্রনায়ক বাপ্পী চৌধুরী লেখেন, ‘মনুষ্যত্বের মর্ম মরণ। কী ভয়ংকর মর্মান্তিক! আমি নিতে পারছি না, মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। কারও মা, কারও বোন, কারও প্রিয়জন, এমনকি পৃথিবীর কোনো নারীই যেন আর কখনো এমন ভয়ংকর পরিস্থিতির শিকার না হয়। আমার কাছে মনে হয়, পৃথিবীতে এমন কোনো শাস্তি তৈরি হয়নি, যার মাধ্যমে এই বোনটির আত্মা শান্তি পাবে। এই নরপিশাচদের এমন কোনো শাস্তির দাবি করি, যেটা বিকৃত মানসিকতার প্রতিটি পুরুষের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।’
সংহতি জানিয়ে সায়ানের গান
যেকোনো অন্যায়ের প্রতিবাদে আন্দোলনের প্রথম সারিতে থাকেন সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। বৈষম্যবিরোধী আন্দোলনেও শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় নেমে এসেছিলেন তিনি। এবার কলকাতার আর জি কর-কাণ্ড আন্দোলনে সংহতি জানিয়ে গান প্রকাশ করলেন সায়ান। গত মঙ্গলবার রাতে ফেসবুক পেজে তিনি প্রকাশ করেছেন, ‘এই মেয়ে শোন, এই রাত এই ভোর/ যতখানি পুরুষের, তারও বেশি তোর’—এমন কথার গানটি। সায়ান বলেন, ‘পৃথিবীর সকল দেশের সকল পথঘাট সকল রাতে মেয়েদের জন্য উন্মুক্ত হোক। ধর্ষণকে ধর্ষণ বলা হোক আর হত্যাকে হত্যা। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই।’
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে