হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
ঈদুল আজহার আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলোতে ভালো বেচাকেনা হয়েছে। গত কয়েক দিন অলস সময় পার করলেও এদিন ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে ব্যস্ত সময় পার করেন বিক্রেতারা।
দুপুরে নগরের সাগরিকা পশুর হাটে গিয়ে দেখা যায়, বাজারে ক্রেতার আনাগোনা বেড়েছে। গরু বেচাকেনাও হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, বুধবার বিকেল থেকেই বেচাকেনা বেড়েছে।
এর আগে সকালে নগরের বিবিরহাট বাজারে গিয়েও দেখা গেছে একই চিত্র। তবে ক্রেতার ভিড় অনুযায়ী বাজারে গরু বেচাকেনা কম। গরুর দামও বেশি হওয়ায় অনেকে শেষদিকে গরুর দাম কমতে পারে সেই আশায় আছেন।
বিবির হাটে গরু নিয়ে এসেছেন কুষ্টিয়ার আবু জাফর। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘চার দিন আগে ২১টি গরু নিয়ে হাটে এসেছিলাম। প্রথম তিন দিন একটা গরুও বিক্রি করতে পারিনি। গতকাল বিকেলে ২টা গরু বিক্রি করেছি। আশা করছি, আজ আর কালকের মধ্যেই সব গরু বিক্রি করতে পারব। বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা একটু বেশি।’
এদিকে বাজার জমে উঠলেও ক্রেতারা অভিযোগ করেছেন, গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি। গতবার যে গরু ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেটি এবার ১ লাখ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর দাম বেশি বলে জানিয়েছেন তাঁরা।
খোঁজ নিয়ে দেখা গেছে, দুই থেকে আড়াই মন ওজনের গরু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকায়। তিন চার মন ওজনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকায় এবং ৫ থেকে ৬ মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ৮০ হাজার হাজার থেকে ২ লাখ টাকায়।
সাগরিকা বাজারে গরু কিনতে এসেছেন হালিশহর এলাকার বাসিন্দা মো. ইসমাইল। তিনি বলেন, ‘বাজারে অনেক গরু। এরপরও ব্যাপারীরা দাম কমাচ্ছেন না। কয়েকটা গরু দেখেছি, কিন্তু এখনো কেনা হয়নি। ৩ থেকে সাড়ে ৩ মণ ওজনের গরু ১ লাখ ২০-৩০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না।’
স্থায়ী তিনটিসহ চট্টগ্রাম নগরীতে এবার সাতটি পশুর হাট ইজারা দিয়েছে সিটি করপোরেশন। গতবারের মতো এবারও এসব পশুর হাটে গরুর সরবরাহ স্বাভাবিক রয়েছে। কুষ্টিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন। এখনো ট্রাকে ট্রাকে গরু আসছে।
কুষ্টিয়া থেকে আসা গরু নিয়ে আসা মিলন হোসেন বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার গো খাদ্যের দাম অনেক বেশি। সেই হিসাবে একটি গরুর পেছনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। এ কারণে এবার গরুর দাম একটু বেশি। তাই দাম কমার সম্ভাবনা নেই।’
সাগরিকা বাজারের ইজারাদার এরশাদ মামুন বলেন, পশুর দাম একটু বেশি হওয়ায় অনেকে ভাবছেন হয়তো শেষদিকে দাম কমবে। কিন্তু এবার সেই সম্ভাবনা কম। কারণ বাজারে যে পরিমাণ গরু আসছে, তাতে সবাই কেনা শুরু করলে গরুর সংকট তৈরি হতে পারে।
ঈদুল আজহার আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলোতে ভালো বেচাকেনা হয়েছে। গত কয়েক দিন অলস সময় পার করলেও এদিন ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে ব্যস্ত সময় পার করেন বিক্রেতারা।
দুপুরে নগরের সাগরিকা পশুর হাটে গিয়ে দেখা যায়, বাজারে ক্রেতার আনাগোনা বেড়েছে। গরু বেচাকেনাও হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, বুধবার বিকেল থেকেই বেচাকেনা বেড়েছে।
এর আগে সকালে নগরের বিবিরহাট বাজারে গিয়েও দেখা গেছে একই চিত্র। তবে ক্রেতার ভিড় অনুযায়ী বাজারে গরু বেচাকেনা কম। গরুর দামও বেশি হওয়ায় অনেকে শেষদিকে গরুর দাম কমতে পারে সেই আশায় আছেন।
বিবির হাটে গরু নিয়ে এসেছেন কুষ্টিয়ার আবু জাফর। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘চার দিন আগে ২১টি গরু নিয়ে হাটে এসেছিলাম। প্রথম তিন দিন একটা গরুও বিক্রি করতে পারিনি। গতকাল বিকেলে ২টা গরু বিক্রি করেছি। আশা করছি, আজ আর কালকের মধ্যেই সব গরু বিক্রি করতে পারব। বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা একটু বেশি।’
এদিকে বাজার জমে উঠলেও ক্রেতারা অভিযোগ করেছেন, গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি। গতবার যে গরু ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেটি এবার ১ লাখ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর দাম বেশি বলে জানিয়েছেন তাঁরা।
খোঁজ নিয়ে দেখা গেছে, দুই থেকে আড়াই মন ওজনের গরু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকায়। তিন চার মন ওজনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকায় এবং ৫ থেকে ৬ মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ৮০ হাজার হাজার থেকে ২ লাখ টাকায়।
সাগরিকা বাজারে গরু কিনতে এসেছেন হালিশহর এলাকার বাসিন্দা মো. ইসমাইল। তিনি বলেন, ‘বাজারে অনেক গরু। এরপরও ব্যাপারীরা দাম কমাচ্ছেন না। কয়েকটা গরু দেখেছি, কিন্তু এখনো কেনা হয়নি। ৩ থেকে সাড়ে ৩ মণ ওজনের গরু ১ লাখ ২০-৩০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না।’
স্থায়ী তিনটিসহ চট্টগ্রাম নগরীতে এবার সাতটি পশুর হাট ইজারা দিয়েছে সিটি করপোরেশন। গতবারের মতো এবারও এসব পশুর হাটে গরুর সরবরাহ স্বাভাবিক রয়েছে। কুষ্টিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন। এখনো ট্রাকে ট্রাকে গরু আসছে।
কুষ্টিয়া থেকে আসা গরু নিয়ে আসা মিলন হোসেন বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার গো খাদ্যের দাম অনেক বেশি। সেই হিসাবে একটি গরুর পেছনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। এ কারণে এবার গরুর দাম একটু বেশি। তাই দাম কমার সম্ভাবনা নেই।’
সাগরিকা বাজারের ইজারাদার এরশাদ মামুন বলেন, পশুর দাম একটু বেশি হওয়ায় অনেকে ভাবছেন হয়তো শেষদিকে দাম কমবে। কিন্তু এবার সেই সম্ভাবনা কম। কারণ বাজারে যে পরিমাণ গরু আসছে, তাতে সবাই কেনা শুরু করলে গরুর সংকট তৈরি হতে পারে।
ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২ দিন আগেদেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২ দিন আগেআলুর দাম নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে এবার নিজেই বিক্রির উদ্যোগ নিয়েছে সরকার। বাজার স্থিতিশীল রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে রাজধানীতে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ভর্তুকি মূল্যে আলু বিক্রি করা হবে। একজন গ্রাহক ৪০ টাকা দরে সর্বোচ্চ তিন কেজি আলু কিনতে পারবেন...
২ দিন আগেসপ্তাহখানেক আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অনেকের ওয়াল বিষাদময় হয়ে উঠেছিল ফুলের মতো ছোট্ট শিশু মুনতাহাকে হত্যার ঘটনায়। ৫ বছর বয়সী সিলেটের এই শিশুকে অপহরণের পর হত্যা করে লাশ গুম করতে ডোবায় ফেলে রাখা হয়েছিল। প্রতিবেশী গৃহশিক্ষকের পরিকল্পনায় অপহরণের পর তাকে নির্মমভাবে হত্যা করা হয়...
২ দিন আগে