Ajker Patrika

দাম ও চাহিদা বেশি ছোট-মাঝারি গরুর

হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
আপডেট : ০৮ জুলাই ২০২২, ১৩: ২৬
দাম ও চাহিদা বেশি  ছোট-মাঝারি গরুর

ঈদুল আজহার আগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর পশুর হাটগুলোতে ভালো বেচাকেনা হয়েছে। গত কয়েক দিন অলস সময় পার করলেও এদিন ক্রেতাদের সঙ্গে দর-কষাকষিতে ব্যস্ত সময় পার করেন বিক্রেতারা।

দুপুরে নগরের সাগরিকা পশুর হাটে গিয়ে দেখা যায়, বাজারে ক্রেতার আনাগোনা বেড়েছে। গরু বেচাকেনাও হচ্ছে। বিক্রেতারা জানিয়েছেন, বুধবার বিকেল থেকেই বেচাকেনা বেড়েছে।

এর আগে সকালে নগরের বিবিরহাট বাজারে গিয়েও দেখা গেছে একই চিত্র। তবে ক্রেতার ভিড় অনুযায়ী বাজারে গরু বেচাকেনা কম। গরুর দামও বেশি হওয়ায় অনেকে শেষদিকে গরুর দাম কমতে পারে সেই আশায় আছেন।

বিবির হাটে গরু নিয়ে এসেছেন কুষ্টিয়ার আবু জাফর। আজকের পত্রিকাকে তিনি বলেন, ‘চার দিন আগে ২১টি গরু নিয়ে হাটে এসেছিলাম। প্রথম তিন দিন একটা গরুও বিক্রি করতে পারিনি। গতকাল বিকেলে ২টা গরু বিক্রি করেছি। আশা করছি, আজ আর কালকের মধ্যেই সব গরু বিক্রি করতে পারব। বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা একটু বেশি।’

এদিকে বাজার জমে উঠলেও ক্রেতারা অভিযোগ করেছেন, গতবারের তুলনায় এবার গরুর দাম অনেক বেশি। গতবার যে গরু ৮০ হাজার টাকায় বিক্রি হয়েছে, সেটি এবার ১ লাখ টাকা দিয়েও পাওয়া যাচ্ছে না। বাজারে ছোট ও মাঝারি আকারের গরুর দাম বেশি বলে জানিয়েছেন তাঁরা।

খোঁজ নিয়ে দেখা গেছে, দুই থেকে আড়াই মন ওজনের গরু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ হাজার টাকায়। তিন চার মন ওজনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ২০ হাজার থেকে দেড় লাখ টাকায় এবং ৫ থেকে ৬ মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ১ লাখ ৮০ হাজার হাজার থেকে ২ লাখ টাকায়।

সাগরিকা বাজারে গরু কিনতে এসেছেন হালিশহর এলাকার বাসিন্দা মো. ইসমাইল। তিনি বলেন, ‘বাজারে অনেক গরু। এরপরও ব্যাপারীরা দাম কমাচ্ছেন না। কয়েকটা গরু দেখেছি, কিন্তু এখনো কেনা হয়নি। ৩ থেকে সাড়ে ৩ মণ ওজনের গরু ১ লাখ ২০-৩০ হাজার টাকার নিচে পাওয়া যাচ্ছে না।’

স্থায়ী তিনটিসহ চট্টগ্রাম নগরীতে এবার সাতটি পশুর হাট ইজারা দিয়েছে সিটি করপোরেশন। গতবারের মতো এবারও এসব পশুর হাটে গরুর সরবরাহ স্বাভাবিক রয়েছে। কুষ্টিয়া, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, কুমিল্লা, নাটোরসহ বিভিন্ন অঞ্চল থেকে ব্যাপারীরা গরু নিয়ে এসেছেন। এখনো ট্রাকে ট্রাকে গরু আসছে।

কুষ্টিয়া থেকে আসা গরু নিয়ে আসা মিলন হোসেন বলেন, ‘অন্যান্য বছরের তুলনায় এবার গো খাদ্যের দাম অনেক বেশি। সেই হিসাবে একটি গরুর পেছনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। এ কারণে এবার গরুর দাম একটু বেশি। তাই দাম কমার সম্ভাবনা নেই।’

সাগরিকা বাজারের ইজারাদার এরশাদ মামুন বলেন, পশুর দাম একটু বেশি হওয়ায় অনেকে ভাবছেন হয়তো শেষদিকে দাম কমবে। কিন্তু এবার সেই সম্ভাবনা কম। কারণ বাজারে যে পরিমাণ গরু আসছে, তাতে সবাই কেনা শুরু করলে গরুর সংকট তৈরি হতে পারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

তানভীর ইমামের বাড়ি ভেবে গুলশানের একটি বাসায় মধ্যরাতে শতাধিক ব্যক্তির অনুপ্রবেশ, তছনছ

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত