Ajker Patrika

পাইকগাছায় লবণ পানিবিরোধী সমাবেশ

পাইকগাছা প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৩: ১৭
পাইকগাছায় লবণ পানিবিরোধী সমাবেশ

পাইকগাছায় লবণপানিবিরোধী ও পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় উপজেলার দেলুটি ইউনিয়নের জিরবুনিয়ায় এ সমাবেশ হয়। জিরবুনি সমবায় সমিতির সভাপতি ভোল্টন রায়ের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন দেলুটি ইউনিয়ন চেয়ারম্যান রিপন কুমার মণ্ডল।

এতে উপস্থিত ছিলেন দেলুটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নির্মল কান্তি মণ্ডল, পাইকগাছা যুব উন্নয়ন কর্মকর্তা অমিতাভ বিশ্বাস, ধান মাছ পরিবেশ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট পীযূষ কান্তি সরকার, শিক্ষক সুকৃতি মোহন সরকার, আবুল হোসেন গাজী, অ্যাডভোকেট সঞ্জয় কুমার রায়, বিভূতিভূষণ রায়, ইউপি সদস্য সুকুমার কবিরাজ, মঙ্গল গাইন, রবীন্দ্র নাথ মণ্ডল, চম্পক বিশ্বাস, বদিয়ার রহমান, পলাশ কান্তি মণ্ডল, পবিত্র কুমার রায়, রামচন্দ্র টিকাদার, সংরক্ষিত মহিলা সদস্য লক্ষীরানী মণ্ডল, বিনতা রানি, মেরী মণ্ডল, জিতেন্দ্র নাথ ঢালি প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, আমাদের ইউনিয়নটি ৪টি (পোল্ডার) দ্বীপ দ্বারা বেষ্টিত। ২০ / ১ এবং ২২ নম্বর পোল্ডারটি লবণ পানি মুক্ত রয়েছে। সেখানকার মানুষ সুখে শান্তিতে রয়েছে। প্রতি বাড়িতে গোলা ভরা ধান পুকুর ভরা মাছ। ফসলের জমিতে তারা শাক সবজি, ধান, তিল ও তরমুজ লাগিয়ে স্বাবলম্বী হচ্ছে। কিন্তু ২০ ও ২১ নম্বর দুটি পোল্ডারে বহিরাগতরা লবণ পানির চিংড়ি চাষ করার ফলে এলাকার গাছপালা মরে যাচ্ছে।

চিংড়ি চাষিদের লবণ পানির ঢেউয়ে সরকারের কোটি কোটি টাকা ব্যয়ের রাস্তা ভেঙে যাচ্ছে। ওয়াপদার রাস্তার অধিকাংশ জায়গায় রাস্তা কেটে পাইপ বসানোর ফলে রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এ দুটি পোল্ডারে গবাদিপশু, হাঁস মুরগি পালন করা সম্ভব হচ্ছে না। পোল্ডারবাসির দাবি লবণ পানিমুক্ত করে পরিবেশবান্ধব ইউনিয়ন গড়ার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মুসলিম ছেলে বিয়ে করে পরিবারহারা, স্বামী পরিত্যক্ত হয়ে ঢাকায় এসে ধর্ষণের শিকার

মাদারীপুরে ৩ খুন: ঘটনার পেছনে পা ভাঙার প্রতিশোধসহ ৩ কারণ

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

স্ত্রীর সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, বোমা ফাটিয়ে ২০ ভরি স্বর্ণালংকার লুট

ধর্ষণের শিকার নারী-শিশুর ছবি-পরিচয় প্রকাশ করলেই আটক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত