Ajker Patrika

আটক ১৭ জেলেকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
আটক ১৭ জেলেকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

গভীর সমুদ্রে নিম্নচাপের কারণে গত ১৮ থেকে ২১ আগস্ট পর্যন্ত ট্রলার ডুবে ভাসতে ভাসতে দেশের জলসীমা অতিক্রম করে ভারতে ঢুকে পড়া জেলেদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে বরগুনার পাথরঘাটার ১৭ জেলে পরিবার। গতকাল শুক্রবার সকালে পাথরঘাটা উপজেলা প্রেসক্লাবের সামনে জড়ো হয়ে এই হস্তক্ষেপ কামনা করেন জেলে পরিবারের সদস্যরা।

ভারতের আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া পাথরঘাটা পৌর এলাকার জেলে ফিরোজ ও হাসানের মা ফিরোজা বেগম বলেন, ‘আমাদের সংসারের উপার্জনকারী এ দুই 
ছেলে। আমার স্বামী ও এক নাতি গুরুতর অসুস্থ। দেড় মাস ছেলেরা ভারতে আটকা পড়ায় এখন আমাদের ঠিকমতো খাবার ও চিকিৎসা চলছে না।’ জেলে রফিকুল ইসলামের স্ত্রী হাফিজা বেগম জানান, তাঁদের পরিবারের উপার্জন করা ব্যক্তি সাগরে মাছ শিকারে গিয়ে ফিরে আসেননি। প্রথমে মনে করছিলেন, স্বামী আর বেঁচে নেই। অনেক দিন 
পর জানতে পেরেছেন, তিনি ভারতে আছেন।

ভারতে আশ্রয়কেন্দ্রে থাকা এফবি মায়ের দোয়া ট্রলারের মাঝি মো. নাসির উদ্দিন মোবাইল ফোনে আজকের পত্রিকাকে জানান, হঠাৎ ঝড়ের কবলে পড়ে তাদের ট্রলারটি ডুবে যায়। তাঁরা ৩৬ ঘণ্টা সাগরে ভাসমান থাকার পর বাংলাদেশি জলসীমার মধ্যে থেকে ভারতীয় কোস্ট গার্ডের একটি জাহাজ উদ্ধার করে দেশটির কাকদ্বীপের বুদ্ধপুর এলাকার কৃষ্ণ আশ্রয়ণকেন্দ্রে নিয়ে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী জানান, এসব জেলেকে ফিরিয়ে আনতে জেলে এবং ট্রলারমালিকদের পক্ষ থেকে 
সব রকমের খোঁজখবর নেওয়া হচ্ছে এবং জেলেদের কাগজপত্র ভারতীয় দূতাবাসে জমা দেওয়া হয়েছে। তাঁরাও সরকারের হস্তক্ষেপ কামনা করছেন, যাতে জেলেরা দ্রুত দেশে ফিরতে পারেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

৬ জ্যান্ত হাতি নিয়ে রাশিয়ায় মিয়ানমারের জান্তাপ্রধান, উচ্ছ্বসিত পুতিন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত