Ajker Patrika

কলেজছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

ফুলতলা প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১১: ৪৮
কলেজছাত্র হত্যার প্রতিবাদে মানববন্ধন

ফুলতলায় এম এম কলেজের ছাত্র সৈয়দ আলিফ রোহান হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন করেছে কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ স্থানীয়রা। গতকাল রোববার বেলা ১১টার দিকে খুলনা-যশোর মহাসড়কের এম এম কলেজ গেটের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এদিকে কলেজের এক জরুরি সভায় খুনের সঙ্গে জড়িত ছাত্রদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কলেজ অধ্যক্ষ শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন শিক্ষাবিদ আনোয়ারুজ্জামান মোল্লা, ইউপি চেয়ারম্যান শরিফ মোহাম্মদ ভূঁইয়া শিপলু, শেখ আবুল বাশার, সহকারী অধ্যাপক ফিরোজা আক্তার, ড. জাকির হোসেন, প্রদ্যুৎ রুদ্র চৈতি, ফুটলাল দত্ত, সাবেক ইউপি সদস্য আলমগীর হোসেন মোল্লা প্রমুখ। ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তারা অবিলম্বে খুনিদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ইতিমধ্যে দীপ্ত সাহা নামে একজন গ্রেপ্তার হলেও অন্য আসামিরা রয়েছেন ধরাছোঁয়ার বাইরে।

গত বৃহস্পতিবার দিনদুপুরে ফুলতলা এম এম কলেজ ক্যাম্পাসে অনার্স প্রথম বর্ষের ছাত্র সৈয়দ আলিফ রোহান দুর্বৃত্তদের ছুরিকাঘাতে খুন হয়। এ ঘটনায় নিহতের পিতা সৈয়দ আবু তাহের টুটুল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৪ / ৫ জনকে আসামি করে ফুলতলা থানায় মামলা করেন। পুলিশ ওই দিনই এজাহারনামীয় আসামি দীপ্ত সাহাকে গ্রেপ্তার করে। গত শনিবার দীপ্ত আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। পরে তাকে জেল হাজতে পাঠানো হয়।

এদিকে কলেজছাত্র রোহান খুনের চার দিন পর গতকাল দুপুরে কলেজ ক্যাম্পাসে গিয়ে অধ্যক্ষের কার্যালয়ের ওপরে টানানো খুনের সঙ্গে জড়িত কলেজ ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি মো. হাসিবুল ইসলাম শান্তর ছবি সংবলিত প্যানা দেখে শিক্ষার্থীরা বিক্ষোভে ফেটে পড়ে। তারা মিছিল করে অধ্যক্ষ কার্যালয়ে খুনিদের প্রশ্রয় দেওয়ার অভিযোগ এনে প্রতিবাদ করতে থাকে। এ সময় শান্তর প্যানা ভাঙচুর করা হয় এবং তার ফাঁসির দাবি করা হয়।

এদিকে গতকাল দুপুরে কলেজ অধ্যক্ষ কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও কলেজ পরিচালনা কমিটির সভাপতি সাদিয়া আফরিনের সভাপতিত্বে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন অধ্যক্ষ শেখ মো. মিজানুর রহমান, কলেজ পরিচালনা কমিটির সদস্য শিক্ষাবিদ আনোয়ারুজ্জামান মোল্লা, বিএমএ সালাম, মো. সেলিম আহমেদ মহলদার, সহকারী অধ্যাপক ফিরোজা আক্তার, ফুটলাল দত্ত, লুৎফর রহমান, এম এম মোনায়েম হোসেন, ওসি মো. ইলিয়াস তালুকদার, উপজেলা প্রেসক্লাব সভাপতি শামসুল আলম খোকন, প্রভাষক গাজী ইয়ামিন, সানজিদা শবনম, দিপা গোলাদার প্রমুখ।

সভায় খুনের ঘটনায় দুঃখ প্রকাশ করা হয় এবং এর সঙ্গে জড়িত কলেজে অধ্যয়নরত হাসিবুর ইসলাম শান্ত ও হাসনাত শেখকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। এ ছাড়া নিহত রোহানের নামে একটা ভবনের নামকরণ, কলেজ ক্যাম্পাসের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, বহিরাগতদের অনুপ্রবেশ রোধ এবং ক্যাম্পাসে নিরাপত্তা জোরদারের প্রস্তাবনা দেওয়া হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

‘তল্লাশির’ জন্য উসকানি দিয়েছে গুলশানের ওই বাসার সাবেক কেয়ারটেকার: প্রেস উইং

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

খালেদা জিয়ার উপদেষ্টা মাসুদ আহমেদের সব পদ স্থগিত

টিআইএন নেওয়ার পরে কিন্তু ঘুমাইতে পারবেন না: এনবিআর চেয়ারম্যান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত