Ajker Patrika

‘সুস্থ জামালপুর অভিযান’এর তৃতীয় বার্ষিকী উদ্‌যাপন

জামালপুর প্রতিনিধি
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৭: ২৬
‘সুস্থ জামালপুর অভিযান’এর তৃতীয় বার্ষিকী উদ্‌যাপন

‘আমাদের জামালপুর, সুস্থ দেহ প্রাণ মনে সুর, সুস্থ জামালপুর, রোগ ব্যাধি হোক দূর’ এই স্লোগান সামনের রেখে গড়ে ওঠা ‘সুস্থ জামালপুর অভিযান’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জামালপুরে গতকাল ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুরের মুক্তি সংগ্রামী কয়েস উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের প্রতিষ্ঠাতা সমাজবিজ্ঞানী দীপক সরকার।

জেলা প্রশাসকের কার্যালয়ের বিপরীতে ব্রহ্মপুত্র পাড়ের নৈসর্গিক পরিবেশে গতকাল অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল অনুষ্ঠান পর্ব শুরু হয়। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে মুক্তির গান পরিবেশন করে উদীচী শিল্পী গোষ্ঠী।

সকাল সাড়ে ৮টা থেকে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস। বিশেষ অতিথি ছিলেন মানবাধিকার সংগঠক ও সাংবাদিক জাহাঙ্গীর সেলিম। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন চিকিৎসক তারিকুল ইসলাম রনি।

অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণে সাড়া দিয়ে অনুষ্ঠানস্থলে এসে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপসচিব কবীর উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সন্তোষ কুমার রাজভর ও গৌতম সিংহ সাহা।

চার শতাধিক শরীর ও স্বাস্থ্য সচেতন জামালপুরের বাসিন্দাদের সংগঠন ‘সুস্থ জামালপুর অভিযান’ এর তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী। এতে অংশ নেন সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

আলোচনা, সংগীত ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে পরিচালিত অনুষ্ঠানটি সকলে উপভোগ করেন।

সংগঠনের প্রতিষ্ঠাতা দীপক সরকার বলেন, জীবনের জন্য অনিবার্য শরীর চর্চা বা ব্যায়ামের মাধ্যমে সুস্থ থাকা যায়।

এই বিষয়টি মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি। মাত্র একজন সদস্য নিয়ে শুরু করা। আজ চার শতাধিক মানুষ সংগঠনের ছায়াতলে এসে সুস্থ জীবনের পথ খোঁজে নিয়েছে। আমরা শহরের অন্যপ্রান্তে আরেকটি শাখা প্রতিষ্ঠা করেছি। এ অভিযান ধীরে ধীরে গোটা জামালপুরে ছড়িয়ে দেব।

প্রধান অতিথি সিভিল সার্জন চিকিৎসক প্রণয় কান্তি দাস বলেন, ‘সুস্থ জামালপুর অভিযান’ গতিশীল থাকলে এবং সবাই অংশ নিলে আমাদের চিকিৎসা ব্যবস্থার জন্য মানুষকে ভোগান্তির শিকার হতে হবে না। রোগ প্রতিরোধ হলে ডাক্তারের প্রয়োজন হবে না।

আমন্ত্রিত অতিথি উপসচিব কবীর উদ্দিন সংগঠনের প্রতিষ্ঠাতা দীপক সরকারের প্রতি স্যালুট জানিয়ে বলেন, এ অভিযান অব্যাহত থাকলে মানুষের দেহমন সুস্থ থাকার পাশাপাশি জামালপুরের পরিবেশটাই সুস্থ হয়ে উঠবে।

অনুষ্ঠানের শুরুতেই গুনিব্যক্তি হিসেবে উদ্বোধক কয়েস উদ্দিন, প্রধান অতিথি সিভিল সার্জন ডা. প্রনয় কান্তি দাস এবং বিশেষ অতিথি জাহাঙ্গীর সেলিমকে লাল সবুজের উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারতের ভিসা নীতি দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কে প্রভাব ফেলছে: বলছেন কূটনীতিকেরা

বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল ও এনসিপি

ফাইনালে ভারতের ‘যম’কে খেলানো নিয়ে দোটানায় নিউজিল্যান্ড

ফেরত পাঠাতে ৫০০ বাংলাদেশিকে চিহ্নিত করেছে যুক্তরাষ্ট্র

নিষিদ্ধ হিযবুত তাহ্‌রীরের মিছিল, পুলিশের টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত