Ajker Patrika

কাদায় গাড়ি পিছলে দুর্ঘটনা প্রাণ হারালেন দুজন

ত্রিশাল প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২১, ১৫: ০৩
কাদায় গাড়ি পিছলে দুর্ঘটনা  প্রাণ হারালেন দুজন

ত্রিশালে সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যু হয়েছে। গত মঙ্গলবার রাতে সড়কে থাকা কাদামাটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়ে আরেকজনের।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কালির বাজার এলাকার বৈলর ব্র্যাক কার্যালয় সংলগ্ন এলাকায় মঙ্গলবার রাত ১২টার দিকে প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো খ-১৩-০৩২০) নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানে ধাক্কা দেয়। এতে হতাহতের এই ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই নিহত হওয়া ভ্যানচালক সৈয়দ আলী (৪৮) ত্রিশাল উপজেলার সিংরাইল গ্রামের মৃত আব্দুল গণির ছেলে। আর ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল থেকে পাঠানোর পথে মারা যাওয়া ভ্যানের যাত্রী আতিকুল ইসলাম (৫০) একই উপজেলার কাঁঠাল ইউনিয়নের বনগ্রাম গ্রামের পীর বক্সের ছেলে।

ত্রিশাল ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, প্রাইভেটকারটি কালির বাজার থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিকে যাচ্ছিল। আর ভ্যানটি কালির বাজারের দিকে যাওয়ার সময় সড়কে পড়ে থাকা কাদামাটিতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারায়।

ত্রিশাল থানার ওসি মো. মাইন উদ্দিন বলেন, নিহতদের একজন ভ্যানচালক এবং আরেকজন যাত্রী। গাড়ি দুটিকে জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। তবে কোনো মামলা হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদত্যাগ করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আমিনুল ইসলাম

পাগল বেশে রাস্তায় মেয়েদের উত্ত্যক্ত করা কন্টেন্ট ক্রিয়েটর সম্পর্কে যা জানা গেল

প্রধান উপদেষ্টার নতুন বিশেষ সহকারী কে এই আনিসুজ্জামান চৌধুরী

সেনাবাহিনীর ভূমিকা নিয়ে জাতিসংঘের ফলকার তুর্কের মন্তব্যের প্রতিক্রিয়া জানাল আইএসপিআর

হাবিবুল্লাহ বাহার কলেজের উপাধ্যক্ষকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত