ফ্যাক্টচেক ডেস্ক
মাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছে।’ ছবিটিতে দেখা যাচ্ছে, ধানসদৃশ বস্তুতে একটি নকশা করা হয়েছে। একই ক্যাপশনে আগেও একই ছবি পোস্ট হয়েছে।
‘বিজ্ঞানের অজানা তথ্য’ নামে একটি ফেসবুক গ্রুপে মাহি আক্তার (Mahi Aktar) নামক একটি অ্যাকাউন্ট থেকে গত শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দেওয়া পোস্টটি বেশি প্রচারিত হয়েছে। আজকে সোমবার দুপুর ২টা পর্যন্ত পোস্টটিতে ১৭৬টি রিঅ্যাকশন পড়েছে ৮টি শেয়ার হয়েছে।
সত্যতা যাইয়ের জন্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে প্যাকেজিং অব দ্য ওয়ার্ল্ড নামের একটি ওয়েবসাইটে ছবিটি পাওয়া যায়। ছবিটি ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত হয়। এর সঙ্গে ধানের ওপর মাইক্রোস্কোপ ব্যবহার করে নকশা তৈরি করা হয়েছে দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য পাওয়া যায়।
ওয়েবসাইট থেকে জানা যায়, এটি থাইল্যান্ডের ‘হেলদি ফুড হেলদি লাইফ’ ব্রান্ডের থাই ওয়াইজডম রাইস নামের চালের প্রচারণার জন্য কাঠের ওপর কারিগর দিয়ে ধানের বীজের আদলে তৈরি একটি নকশার ছবি।
কেন এমন নকশা তৈরি করেছিলেন, তার কারণ হিসেবে তারা জানায়, আধুনিক পদ্ধতিতে নানান উপায়ে ধান চাষের বিষয়টি আসলেই ভালো কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তাই তারা একটি গবেষণার মাধ্যমে নিশ্চিত করে যে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী পদ্ধতির মাধ্যমে ভালো ও উন্নতমানের ধান পাওয়া সম্ভব। যেখানে মহিষ দিয়ে চাষের মাধ্যমে মাটি তৈরি, চারা তৈরি এবং রোপণ, হাতে বপন ও কর্তন এবং হাতের মাধ্যমেই প্রক্রিয়াজাত করা হয়। এই পুরো বিষয়টিই নকশায় উপস্থাপন করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ করে প্রম্পট ডিজাইনের ওয়েবসাইটেও ছবিটি পাওয়া যায়।
ওয়েবসাইটটি থেকে আরও জানা যায়, নকশা একটি বড় কাঠের টুকরাতে স্থানীয় ভাস্করদের মাধ্যমে তৈরি করা হয়। প্রাচীন পদ্ধতিতে ধান চাষের প্রক্রিয়া কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হয় তা নকশাতে উল্লেখ করা হয়েছে।
সুতরাং, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল পদ্ধতির নকশা মাইক্রোস্কোপ ব্যবহার করে ধানের ওপর নির্মাণ করা হয়নি। প্রকৃতপক্ষে, থাইল্যান্ডের একটি ধান প্রক্রিয়াজাতকরণ কোম্পানি তাদের পণ্যের গুণগত মান তুলে ধরতে স্থানীয় কিছু কারিগর দিয়ে কাঠের ওপর নকশাটি তৈরি করেন।
মাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছে।’ ছবিটিতে দেখা যাচ্ছে, ধানসদৃশ বস্তুতে একটি নকশা করা হয়েছে। একই ক্যাপশনে আগেও একই ছবি পোস্ট হয়েছে।
‘বিজ্ঞানের অজানা তথ্য’ নামে একটি ফেসবুক গ্রুপে মাহি আক্তার (Mahi Aktar) নামক একটি অ্যাকাউন্ট থেকে গত শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে দেওয়া পোস্টটি বেশি প্রচারিত হয়েছে। আজকে সোমবার দুপুর ২টা পর্যন্ত পোস্টটিতে ১৭৬টি রিঅ্যাকশন পড়েছে ৮টি শেয়ার হয়েছে।
সত্যতা যাইয়ের জন্য ছবিটি রিভার্স ইমেজ সার্চ করা হলে প্যাকেজিং অব দ্য ওয়ার্ল্ড নামের একটি ওয়েবসাইটে ছবিটি পাওয়া যায়। ছবিটি ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর তারিখে প্রকাশিত হয়। এর সঙ্গে ধানের ওপর মাইক্রোস্কোপ ব্যবহার করে নকশা তৈরি করা হয়েছে দাবিতে প্রচারিত ছবির সাদৃশ্য পাওয়া যায়।
ওয়েবসাইট থেকে জানা যায়, এটি থাইল্যান্ডের ‘হেলদি ফুড হেলদি লাইফ’ ব্রান্ডের থাই ওয়াইজডম রাইস নামের চালের প্রচারণার জন্য কাঠের ওপর কারিগর দিয়ে ধানের বীজের আদলে তৈরি একটি নকশার ছবি।
কেন এমন নকশা তৈরি করেছিলেন, তার কারণ হিসেবে তারা জানায়, আধুনিক পদ্ধতিতে নানান উপায়ে ধান চাষের বিষয়টি আসলেই ভালো কিনা তা নিয়ে অনেকেই প্রশ্ন করেন। তাই তারা একটি গবেষণার মাধ্যমে নিশ্চিত করে যে থাইল্যান্ডের ঐতিহ্যবাহী পদ্ধতির মাধ্যমে ভালো ও উন্নতমানের ধান পাওয়া সম্ভব। যেখানে মহিষ দিয়ে চাষের মাধ্যমে মাটি তৈরি, চারা তৈরি এবং রোপণ, হাতে বপন ও কর্তন এবং হাতের মাধ্যমেই প্রক্রিয়াজাত করা হয়। এই পুরো বিষয়টিই নকশায় উপস্থাপন করা হয়েছে।
রিভার্স ইমেজ সার্চ করে প্রম্পট ডিজাইনের ওয়েবসাইটেও ছবিটি পাওয়া যায়।
ওয়েবসাইটটি থেকে আরও জানা যায়, নকশা একটি বড় কাঠের টুকরাতে স্থানীয় ভাস্করদের মাধ্যমে তৈরি করা হয়। প্রাচীন পদ্ধতিতে ধান চাষের প্রক্রিয়া কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পন্ন হয় তা নকশাতে উল্লেখ করা হয়েছে।
সুতরাং, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল পদ্ধতির নকশা মাইক্রোস্কোপ ব্যবহার করে ধানের ওপর নির্মাণ করা হয়নি। প্রকৃতপক্ষে, থাইল্যান্ডের একটি ধান প্রক্রিয়াজাতকরণ কোম্পানি তাদের পণ্যের গুণগত মান তুলে ধরতে স্থানীয় কিছু কারিগর দিয়ে কাঠের ওপর নকশাটি তৈরি করেন।
মনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
৩ ঘণ্টা আগেদেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে— এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘কংগ্রাচুলেশনস বাংলাদেশ। ৬০০ সিসি কনফার্মড! ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিঘ্রই গেজেট প্রকাশ করা হবে।’
১৭ ঘণ্টা আগেপরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
২ দিন আগেশেখ হাসিনার পক্ষে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছে—এমন দাবিতে একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভিডিওটির ক্যাপশনে লেখা, ‘ইউনুস তুই তওবা কর, শেখ হাসিনার পায়ে ধর. . শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে জয় বাংলা জয় বঙ্গবন্ধু’।
২ দিন আগে