ইসলাম নিয়ে কটূক্তি: ভারতে ‘চলো মুম্বাই’ কর্মসূচি দাবিতে পাকিস্তানের ভিডিও ভাইরাল 

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৮: ৪৭
Thumbnail image

ইসলাম ধর্ম ও নবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করে গত আগস্টে ভারতে সংবাদের শিরোনামে এসেছিলেন রামগিরি মহারাজ নামে এক মহন্ত। এ ঘটনায় তাঁর নামে মহারাষ্ট্র রাজ্যের বিভিন্ন থানায় অন্তত ৫১টি লিখিত অভিযোগ করা হয়েছে বলে দেশটির সংবাদমাধ্যম সূত্রে জানা যায়। তাঁর সমর্থনে এ মাসের শুরুতে মহারাষ্ট্রের আহমেদনগরে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে রাজ্যটির বিজেপি বিধায়ক নিতীশ রানে বলেন, ‘মহারাজের কোনো ক্ষতি হলে মুসলমানদের মসজিদে ঢুকে মারব।’ 

এমন মন্তব্যের প্রতিবাদ ও তাঁদের গ্রেপ্তারের দাবিতে গত সোমবার (২৩ সেপ্টেম্বর) মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগর থেকে মুম্বাইয়ের উদ্দেশে ‘চলো মুম্বাই, তেরঙা র‍্যালি’ করে রাজনৈতিক দল অল ইন্ডিয়া মজলিশ–ই–ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম)। কর্মসূচিতে নেতৃত্ব দেন এআইএমআইএমের নেতা ও সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ জলিল। এ কর্মসূচির ভিডিও দাবি করে ফেসবুকে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। 

মুহাম্মদ মুখলেসুর রহমান নামের একটি ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে ১ মিনিট ১৯ সেকেন্ডের এমন একটি ভিডিও ‘ChaloMumbai’ হ্যাশট্যাগ দিয়ে পোস্ট করা হয়। গতকাল মঙ্গলবার রাত ১১টায় পোস্ট করা ভিডিওটি আজ বুধবার বেলা ২টা পর্যন্ত সাড়ে ৭ হাজার শেয়ার হয়েছে। দেখা হয়েছে ৬ লাখ ৬৫ হাজার বার। ভিডিওটিতে উপস্থিত জনতার হাতে সাদা–কালো রঙের পতাকা দেখা যায়। 

কিছু কি–ফ্রেম নিয়ে রিভার্স ইমেজ সার্চ করে পাকিস্তানের ধর্মভিত্তিক রাজনৈতিক দল জমিয়তে উলামায়ে ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজে ভিডিওটি পাওয়া যায়। সেটি গত ৭ সেপ্টেম্বর পোস্ট করা হয়। তা থেকে জানা যায়, লাহোরের মিনারে–ই–পাকিস্তান থেকে ধারণ করা ভিডিওটির সঙ্গে চলো মুম্বাই কর্মসূচির দাবিতে ভাইরাল ভিডিওটির হুবহু মিল রয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ সূত্রে জানা যায়, এটি লাহোরে গত ৭ সেপ্টেম্বর খতমে নবুওয়াত কনফারেন্সের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে আয়োজিত সমাবেশ। 

ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগে ভারতে ‘চলো মুম্বাই’ কর্মসূচির দাবিতে ভাইরাল ভিডিওটি পাকিস্তানের। ছবি: জমিয়তে উলামায়ে ইসলামের  ভেরিফায়েড ফেসবুক পেজঅনুসন্ধানে দেখা যায়, ভাইরাল ভিডিওটিতে উপস্থিত জনতার হাতে থাকা সাদা–কালো রঙের পতাকাটি জমিয়তে উলামায়ে ইসলামের দলীয় পতাকা। 

অর্থাৎ ‘চলো মুম্বাই তেরঙা র‍্যালি’ কর্মসূচির অনেক আগে থেকেই ভাইরাল ভিডিওটি ইন্টারনেটে বিদ্যমান এবং ভিডিওটির প্রেক্ষাপটও ভিন্ন। হজরত মুহাম্মদ (সা.) ও ইসলাম নিয়ে আপত্তিকর মন্তব্য করার প্রতিবাদ ও অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে আয়োজিত ‘চলো মুম্বাই তেরঙা র‍্যালি’ কর্মসূচি পালনের বেশ কিছু ভিডিও, ছবি পাওয়া যায় অল ইন্ডিয়া মজলিশ–এ–ইত্তেহাদুল মুসলিমিনের (এআইএমআইএম) ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে। 

জমিয়তে উলামায়ে ইসলামের দলীয় পতাকা। ছবি: জমিয়তে উলামায়ে ইসলামের ভেরিফায়েড ফেসবুক পেজভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ায় আজ মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায়, প্রায় ২ হাজার গাড়ির অংশগ্রহণে আয়োজিত এই র‍্যালি সোমবার সন্ধ্যায় মুম্বাই শহরের অন্যতম প্রবেশপথ মুলুন্ড টোল প্লাজায় পৌঁছে। র‍্যালিটি মুম্বাই শহরে প্রবেশ করতে চাইলেও টোল প্লাজায় তাদের আটকে দেওয়া হয়। পরে সরকারের প্রতিনিধির কাছে স্মারকলিপি দিয়ে টোল প্লাজা ত্যাগ করে র‍্যালিটি। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, র‍্যালিতে মুসলিমদের পাশাপাশি ভারতের দলিত ও মারাঠা সম্প্রদায় থেকেও অনেকে গাড়ি নিয়ে অংশ নেন। 

ভারতে ইসলাম নিয়ে কটূক্তির অভিযোগে হাজার গাড়ি নিয়ে ‘তেরঙা র‍্যালি’। ছবি: এআইএমআইএমের এক্স অ্যাকাউন্ট থেকেপ্রসঙ্গত, গতকাল মঙ্গলবার একই কর্মসূচির দাবিতে ফেসবুকে গাড়িবহরের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি দেশের সম্প্রচার মাধ্যম চ্যানেল ২৪, যমুনা টিভির প্রতিবেদনেও ব্যবহার করা হয়েছে। আজকের পত্রিকার ফ্যাক্টচেক বিভাগের অনুসন্ধানে দেখা যায়, রাতের বেলা গাড়িবহরের ভাইরাল ভিডিওটি ‘চলো মুম্বাই তেরঙা র‍্যালি’ কর্মসূচির নয়। ভিডিওটি দক্ষিণ–পূর্ব এশিয়ার দেশ পূর্ব তিমুরে এই মাসের শুরুতে পোপ ফ্রান্সিসের সফরের সময়কার।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শপথ নিয়েই বাইডেনের নীতি বাতিল ও ১০০ নির্বাহী আদেশের ঘোষণা ট্রাম্পের

শাহজালাল বিমানবন্দরে চাকরি নেননি মনোজ কুমার, বিজ্ঞাপনচিত্র নিয়ে বিভ্রান্তি

বিপিএলে আতশি কাচের নিচে চল্লিশের বেশি ক্রিকেটার

নতুন ভোটার যাচাই: জনপ্রতিনিধির দায়িত্ব পাচ্ছেন শিক্ষকেরা

বিদ্যালয়ে একই পরিবারের ১৬ জনের চাকরি, তদন্তের নির্দেশ হাইকোর্টের

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত