ফ্যাক্টচেক /সজীব ওয়াজেদ জয়ের সাথে রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষের ছবিটি এডিটেড

ফ্যাক্টচেক  ডেস্ক
আপডেট : ০২ ডিসেম্বর ২০২৪, ২১: ৫৯
Thumbnail image
সজীব ওয়াজেদ জয়ের সাথে রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জন ঘোষের ভাইরাল ছবি

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ভারতীয় অনেক গণমাধ্যম বাংলাদেশ নিয়ে ভুল ও বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এর মধ্যে রিপাবলিক বাংলা অন্যতম। সংবাদ উপস্থাপনের নাটকীয় ধরনের কারণে সংবাদমাধ্যমটির উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষের সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রায়ই বাংলাদেশের নেটিজেন কর্তৃক সমালোচিত হন। সম্প্রতি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সাথে ময়ূখ রঞ্জন ঘোষের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি ফলকের সামনে অবস্থানরত ছবিটির ক্যাপশনে লেখা, ‘রিপাবলিক টিভির ময়ুখ রঞ্জন ঘোষ জয়ের বন্ধু! গুজব লীগের গোমর ফাঁস’।

‘Duniya’ নামক একটি ফেসবুক পেজে গতকাল রাত ১০ টা ৫৯ মিনিটে পোস্টকৃত ছবিটি সবচেয়ে ভাইরাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল পোস্টটি রাত ৮ টা পর্যন্ত ১৯ হাজার রিঅ্যাকশন পড়েছে এবং সাড়ে আট হাজারের বেশি শেয়ার করা হয়েছে। এছাড়া ছবিটিতে দুই হাজারেরও বেশি কমেন্ট পড়েছে। কমেন্টে অনেক ফেসবুক অ্যাকাউন্ট থেকে ছবিটিকে এডিট বলে দাবি করা হচ্ছে। আবার কেউ কেউ কমেন্ট করছেন, ‘বন্ধু তো হবেই, তাতে আমাদের অবাক হওয়ার কিছু নাই। রক্তের টান বলে কথা!’। ইকবাল হোসাইন (Iqbal Hossain) নামে অ্যাকাউন্ট কমেন্টে লিখেছে, ‘এই জন্যেই তো রঞ্জন ঘোষ এত ফটর ফটর করে।’

ভাইরাল ছবিটি রিভার্স ইমেজ সার্চ করে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাতের এক্স অ্যাকাউন্টে এমন একটি ছবি পাওয়া যায়। এর সঙ্গে সজীব-ময়ূখের ছবির পেছনের অংশে শেখ মুজিবুর রহমানের স্মৃতিফলক, দেয়াল এবং পরিধানরত শার্টের একই সাদৃশ্য লক্ষ্য করা যায়।

ছবিটি ২০২৩ সালের ১ জুলাই পোস্ট করা হয়। পোস্টের ক্যাপশন থেকে জানা যায়, সেদিন তিনি সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে সাক্ষাত করেন। সাক্ষাতে তাঁরা ঢাকা-১৭ সংসদীয় আসন ও জাতীয় সংসদ নির্বাচন এবং আন্তর্জাতিক রাজনীতি নিয়ে আলোচনা করেন।

২০২৩ সালে সজীব ওয়াজেদ জয়ের সাথে মোহাম্মদ এ আরাফাতের সাক্ষাতের ছবি
২০২৩ সালে সজীব ওয়াজেদ জয়ের সাথে মোহাম্মদ এ আরাফাতের সাক্ষাতের ছবি

এ থেকে নিশ্চিত হওয়া যায়, সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের ছবিটি প্রযুক্তির সাহায্যে এডিট করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত