ফ্যাক্টচেক ডেস্ক
শামীম আহমেদ দেশের কন্টেন্টক্রিয়েটরদের মধ্যে অন্যতম জনপ্রিয়। কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি তাঁকে নিয়মিত ছোট পর্দায়ও দেখা যায়। চলতি বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়টাতেও তিনি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে সরব ছিলেন। এরই মধ্যে শামীম আহমেদ পুলিশের হাতকড়া পরা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘মনা কট লাল স্বাধীনতার স্বাদ নিচ্ছে।
‘মো. জীবন (MD Jibon)’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২২ ডিসেম্বর বিকাল পৌনে ৪টার দিকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটিতে আজকে দুপুর ১টা পর্যন্ত ১১ হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে। এই পোস্ট ১০২টি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং ১ হাজার ৭০০ কমেন্ট পড়েছে। এসব কমেন্টে কেউ কেউ ছবিটিকে কোনো নাটিকার দৃশ্য বলে দাবি করছেন। আবার কেউ কেউ সত্য বলে কমেন্ট করছেন। সোহেল রানা (Sohel Rana) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্টে লিখেছেন, ‘মনারে তিন দিনের রিমান্ডে নেওয়া হোক, সব তথ্য বের হয়ে আসবে, জয় বাংলা।’
ভাইরাল ছবিটি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে Peacock Entertainment-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি নাটক পাওয়া যায়। নাটকটি চলতি বছরের গত ২৯ এপ্রিল প্রকাশিত হয়। এটি পরিচালনা করেন মাবরুর রশিদ বান্নাহ। এতে শামীম আহমেদসহ খাইরুল বাসার, সাদিয়া আয়মান এবং রাশেদ আরমান অভিনয় করেন।
পরবর্তীতে শামীম আহমেদের ফেসবুক পেজে গতকাল (২৩ ডিসেম্বর) পোস্টকৃত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে শামীম আহমেদ জানান, তিনি সম্প্রতি গ্রেপ্তার হননি এবং গ্রেপ্তার হওয়ার দাবিতে প্রাচারিত ছবিটি একটি নাটকের দৃশ্য। তার গ্রেপ্তারের বিষয়টি সম্পূর্ণ গুজব।
সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ গ্রেপ্তার হননি, এটি নাটকের দৃশ্য।
শামীম আহমেদ দেশের কন্টেন্টক্রিয়েটরদের মধ্যে অন্যতম জনপ্রিয়। কন্টেন্ট ক্রিয়েশনের পাশাপাশি তাঁকে নিয়মিত ছোট পর্দায়ও দেখা যায়। চলতি বছরের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময়টাতেও তিনি কন্টেন্ট ক্রিয়েশনের মাধ্যমে সরব ছিলেন। এরই মধ্যে শামীম আহমেদ পুলিশের হাতকড়া পরা অবস্থায় একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘মনা কট লাল স্বাধীনতার স্বাদ নিচ্ছে।
‘মো. জীবন (MD Jibon)’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে গত ২২ ডিসেম্বর বিকাল পৌনে ৪টার দিকে ছবিটি পোস্ট করা হয়। পোস্টটিতে আজকে দুপুর ১টা পর্যন্ত ১১ হাজারেরও বেশি রিয়েকশন পড়েছে। এই পোস্ট ১০২টি অ্যাকাউন্ট থেকে শেয়ার করা হয়েছে এবং ১ হাজার ৭০০ কমেন্ট পড়েছে। এসব কমেন্টে কেউ কেউ ছবিটিকে কোনো নাটিকার দৃশ্য বলে দাবি করছেন। আবার কেউ কেউ সত্য বলে কমেন্ট করছেন। সোহেল রানা (Sohel Rana) নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে কমেন্টে লিখেছেন, ‘মনারে তিন দিনের রিমান্ডে নেওয়া হোক, সব তথ্য বের হয়ে আসবে, জয় বাংলা।’
ভাইরাল ছবিটি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে Peacock Entertainment-এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি নাটক পাওয়া যায়। নাটকটি চলতি বছরের গত ২৯ এপ্রিল প্রকাশিত হয়। এটি পরিচালনা করেন মাবরুর রশিদ বান্নাহ। এতে শামীম আহমেদসহ খাইরুল বাসার, সাদিয়া আয়মান এবং রাশেদ আরমান অভিনয় করেন।
পরবর্তীতে শামীম আহমেদের ফেসবুক পেজে গতকাল (২৩ ডিসেম্বর) পোস্টকৃত একটি ভিডিও পাওয়া যায়। ভিডিওতে শামীম আহমেদ জানান, তিনি সম্প্রতি গ্রেপ্তার হননি এবং গ্রেপ্তার হওয়ার দাবিতে প্রাচারিত ছবিটি একটি নাটকের দৃশ্য। তার গ্রেপ্তারের বিষয়টি সম্পূর্ণ গুজব।
সুতরাং, এ থেকে নিশ্চিত হওয়া যায় কন্টেন্ট ক্রিয়েটর শামীম আহমেদ গ্রেপ্তার হননি, এটি নাটকের দৃশ্য।
সিরিয়ার কুখ্যাত সেদনায়া কারাগার থেকে হাজার হাজার বন্দী মুক্তি পাওয়ার পর, তাদের ছবি ও ভিডিও বলে দাবিকৃত অনেক কনটেন্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে। জার্মান-ভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলে এ ধরনের কিছু ভাইরাল দাবির সত্যতা যাচাই করেছে।
১২ দিন আগেচিত্রনায়িকা শবনম বুবলি ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ। ব্যক্তিগত জীবন ও চলচ্চিত্রকর্ম নিয়ে তিনি প্রায়ই আলোচনায় আসেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে তার নববধূর সাজে কিছু ছবি ভাইরাল হয়েছে। পোস্টের ক্যাপশনে দাবি করা হয়, এটি তার দ্বিতীয় বিয়ের ছবি।
১৫ দিন আগেছাত্র-জনতার গণঅভ্যুত্থানে গত ৫ আগস্ট পতন ঘটে আওয়ামী লীগ সরকারের। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরবর্তীতে ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার। শেখ হাসিনার পতনের পর জণসাধারণের আনীত অভিযোগের ভিত্তিতে আওয়ামী লীগের অনেক নেতা-
১৬ দিন আগেছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির সভানেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে ভারত। এই ঘটনার পরপরই ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশের বিভিন্ন প্রসঙ্গে একাধিক ভুল ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের খবর সামনে এসেছে, যা নিয়ে বাংলাদেশের জনগণের মধ্যে ক্ষোভের সঞ্চার সৃষ্টি হয়ে
১৭ দিন আগে