ধোনি কি বৌদ্ধধর্মে দীক্ষিত হয়েছেন

ফ্যাক্টচেক ডেস্ক
আপডেট : ২৭ মার্চ ২০২২, ২০: ০১
Thumbnail image

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে মহেন্দ্র সিং ধোনির একটি ছবি পোস্ট করে দাবি করা হচ্ছে, তিনি বৌদ্ধ ধর্মে দীক্ষিত হয়েছেন। ভারতীয় ক্রিকেট দলের বিশ্বকাপজয়ী সাবেক এ অধিনায়ককে বৌদ্ধধর্মের অনুসারী বেশ কিছু সংগঠনের বরাতে শুভেচ্ছা জানাতেও দেখা যাচ্ছে।

ছবিতে দেখা যাচ্ছে, ধোনি একটি বিশেষ পোশাক পরেছেন। তাঁর মাথায় চুল নেই। আনমনে তাকিয়ে আছেন। সাধারণত বৌদ্ধ ভিক্ষুদের এমন রূপে দেখা যায়।

ফেসবুক টুইটারে ছবিটি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।

 

স্টার স্পোর্টসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে গত ১৩ মার্চ ছবিটি প্রকাশিত হয়ফ্যাক্টচেক
ফ্যাক্টচেকের টুলস ব্যবহার করে ছবিটির উৎস অনুসন্ধান করলে তা খুঁজে পাওয়া যায় স্টার স্পোর্টসের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে। গত ১৩ মার্চ প্রকাশিত ওই টুইটের ক্যাপশনে রহস্য জিইয়ে রাখা হয়। নেটাগরিকদের প্রশ্ন করা হয়, ‘এম এস ধোনির নতুন এই অবতার ইন্টারনেটে ঝড় তুলতে পারে। বলুন তো, এটি কী নিয়ে?’

স্টার স্পোর্টসের এই পোস্টের ক্যাপশন পড়ে এটি যে একটি ক্যাম্পেইন-সংক্রান্ত ছবি, সেটি প্রাথমিকভাবে অনুমান করা যায়। সেই অনুমান সত্য হয় পরদিন একই টুইটার অ্যাকাউন্টে প্রকাশিত একটি বিজ্ঞাপন দেখে।

৪০ সেকেন্ড দৈর্ঘ্যের বিজ্ঞাপনচিত্রটিতে ধোনিকে আগের দিন প্রকাশিত ছবির রূপে দেখা যায়। বিজ্ঞাপনটি মূলত এ বছর ৯ এপ্রিল শুরু হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ উপলক্ষে প্রকাশিত হয়।

বিজ্ঞাপনে দেখা যায়, কয়েকজন কিশোর একটি খোলা জায়গায় ক্রিকেট খেলছে। এ সময় সেখানে ধোনির আগমন ঘটে। ধোনি গাছতলায় কিশোরদের নিয়ে পাঁচবার আইপিএল জয়ী ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মার গল্প বলেন। আইপিএলকে ভারতের নতুন মন্ত্রও বলা হয় ওই বিজ্ঞাপনে। ধোনি ও কিশোরদের সবাইকে একই ধরনের পোশাক পরিহিত দেখা যায়। বৌদ্ধ ভিক্ষুদের পোশাকের মতো দেখতে হলেও, এ সম্পর্কে পরিষ্কার কোনো তথ্য বিজ্ঞাপনে বলা হয়নি।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য কুইন্টে প্রকাশিত একটি ফ্যাক্টচেক প্রতিবেদন থেকে জানা যায়, ধোনির বন্ধু এবং বিজনেস ম্যানেজার অরুণ পাণ্ডে নিশ্চিত করেছেন, এম এস ধোনি বৌদ্ধ ধর্মে ধর্মান্তরিত হননি। আইপিএলের এবারের আসরের বিজ্ঞাপনের জন্যই ধোনি নতুন এই লুকে হাজির হয়েছেন।

সিদ্ধান্ত
মহেন্দ্র সিং ধোনি বৌদ্ধধর্মে দীক্ষিত হননি। আইপিএলের এবারের আসরের বিজ্ঞাপনের জন্য নেওয়া ধোনির বিশেষ সাজের ছবিকে ব্যবহার করে বৌদ্ধধর্মে দীক্ষিত হওয়ার ভুল তথ্য প্রচার করা হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে, তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা—[email protected]

সামাজিক যোগাযোগমাধ্যম, সংবাদমাধ্যম বা যেকোনো মাধ্যমে প্রচারিত কোনো ছবি, ভিডিও বা তথ্য বিভ্রান্তিকর মনে হলে তার স্ক্রিনশট বা লিংক কিংবা সে সম্পর্কিত বিস্তারিত তথ্য আমাদের ই-মেইল করুন। আমাদের ই-মেইল ঠিকানা [email protected]
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত