ফ্যাক্টচেক ডেস্ক
ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি প্রবল বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণের কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ অনেক অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এই পরিস্থিতিতে একটি উড়োজাহাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতার কারণে যাত্রীরাই উড়োজাহাজটি ঠেলছেন। কিছু পোস্টে এটিকে ওই উড়োজাহাজের যাত্রীদের বীরত্ব বলেও আখ্যা দেওয়া হচ্ছে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ছবিটি পুরোনো। এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নয়।
ফ্লাইট গ্লোবাল ডটকম নামের উড়োজাহাজ-সংক্রান্ত সংবাদের একটি ওয়েবসাইটে ২০০৭ সালের ১৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, জলাবদ্ধতার কারণে চীনের শানডং প্রদেশের ইয়ানতাই বিমানবন্দরে শানডং এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঠেলে সরিয়েছিলেন বিমানবন্দরের কর্মীরা। প্রায় ২০ জন কর্মী উড়োজাহাজটি ঠেলে সরান।
চীনা সংবাদমাধ্যম নিউজ ডট সিনা ডটকমে ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেদিন ভারী বর্ষণের কারণে ইয়ানতাই বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হয়। ওই দিন বেশ কয়েকটি ফ্লাইট দেরি করে ছাড়ে।
সম্প্রতি দিল্লিতে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো উড়োজাহাজ ঠেলে সরানোর হয়নি। তবে শনিবার প্রবল বর্ষণের পর বিমানবন্দরে জলাবদ্ধতা সৃষ্টি হয়—এটি সত্য। জলাবদ্ধতার কিছু ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে খুঁজে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
সিদ্ধান্ত
জলাবদ্ধতার কারণে ঠেলে উড়োজাহাজ সরানোর ঘটনাটি সাম্প্রতিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ২০০৭ সালে চীনের ইয়ানতাই বিমানবন্দর থেকে তোলা।
ভারতের রাজধানী দিল্লিতে সম্প্রতি প্রবল বৃষ্টিপাত হয়। ভারী বর্ষণের কারণে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরসহ অনেক অঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়।
এই পরিস্থিতিতে একটি উড়োজাহাজের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমের প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, দিল্লি বিমানবন্দরে জলাবদ্ধতার কারণে যাত্রীরাই উড়োজাহাজটি ঠেলছেন। কিছু পোস্টে এটিকে ওই উড়োজাহাজের যাত্রীদের বীরত্ব বলেও আখ্যা দেওয়া হচ্ছে।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে দেখা যায়, ছবিটি পুরোনো। এটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরের নয়।
ফ্লাইট গ্লোবাল ডটকম নামের উড়োজাহাজ-সংক্রান্ত সংবাদের একটি ওয়েবসাইটে ২০০৭ সালের ১৪ আগস্ট প্রকাশিত একটি প্রতিবেদনে ছবিটি খুঁজে পাওয়া যায়। ওই প্রতিবেদন থেকে জানা যায়, জলাবদ্ধতার কারণে চীনের শানডং প্রদেশের ইয়ানতাই বিমানবন্দরে শানডং এয়ারলাইনসের একটি উড়োজাহাজ ঠেলে সরিয়েছিলেন বিমানবন্দরের কর্মীরা। প্রায় ২০ জন কর্মী উড়োজাহাজটি ঠেলে সরান।
চীনা সংবাদমাধ্যম নিউজ ডট সিনা ডটকমে ২০০৭ সালের ১৩ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সেদিন ভারী বর্ষণের কারণে ইয়ানতাই বিমানবন্দরের রানওয়ে প্লাবিত হয়। ওই দিন বেশ কয়েকটি ফ্লাইট দেরি করে ছাড়ে।
সম্প্রতি দিল্লিতে ভারী বর্ষণে জলাবদ্ধতা সৃষ্টি হলেও কোনো উড়োজাহাজ ঠেলে সরানোর হয়নি। তবে শনিবার প্রবল বর্ষণের পর বিমানবন্দরে জলাবদ্ধতা সৃষ্টি হয়—এটি সত্য। জলাবদ্ধতার কিছু ভিডিও বিভিন্ন সংবাদমাধ্যমের টুইটার অ্যাকাউন্টে খুঁজে পাওয়া গেছে। বিষয়টি নিয়ে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে একটি ফ্যাক্টচেক প্রতিবেদন প্রকাশ করে।
সিদ্ধান্ত
জলাবদ্ধতার কারণে ঠেলে উড়োজাহাজ সরানোর ঘটনাটি সাম্প্রতিক নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ছবিটি ২০০৭ সালে চীনের ইয়ানতাই বিমানবন্দর থেকে তোলা।
মনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
৬ ঘণ্টা আগেমাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছ
১০ ঘণ্টা আগেদেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে— এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘কংগ্রাচুলেশনস বাংলাদেশ। ৬০০ সিসি কনফার্মড! ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিঘ্রই গেজেট প্রকাশ করা হবে।’
২১ ঘণ্টা আগেপরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
২ দিন আগে