ফ্যাক্টচেক ডেস্ক
একটি ছবিতে দেখা যাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু একটি পত্রিকা পড়ছেন। পত্রিকার প্রথম পাতায় ইংরেজিতে লেখা প্রধান শিরোনামটি বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় এমন—‘জনাব সুভাষচন্দ্র বসু মারা গেছেন।’
সম্প্রতি ফেসবুকে এমন একটি ছবি ভাইরাল হয়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ছবিটি ১৯৪৫ সালের ২৫ আগস্ট তোলা হয়েছিল।
ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু। সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটি নিয়ে রয়েছে রহস্য।
প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯৪৫ সালের ১৮ আগস্ট সুভাষচন্দ্র বসু মারা যান। একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাপানে মারা যান তিনি। জাপানের তাইপেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তবে নেতাজির মৃত্যুর এই তথ্য অনেক ভারতীয়ই বিশ্বাস করেন না। মৃত্যুর সময়ের বা সৎকারের কোনো ছবি পাওয়া না যাওয়ায় অনেকেই বিশ্বাস করতে চান না যে, ওই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল।
ভারতীয়দের অনেকেই দাবি করেন, জীবনের শেষ কয়েকটা দিন তিনি গুমনামি বাবার রূপ ধারণ করে ভারতেই ছিলেন। অবশ্য ভারতের বিচার বিভাগ কমিশন গঠন করে রায় দিয়েছে, গুমনামি বাবা নেতাজির ছদ্মরূপ নয়। তবে সাধারণ ভারতীয়দের মধ্যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি এখনো আছে। এ নিয়ে এমনকি একাধিক সিনেমাও আছে। সর্বশেষ ২০১৯ সালে ‘গুমনামি’ নামে একটি সিনেমাও হয়, যা নতুন করে এই বিতর্ক তুলে দেয়। ভারতের বর্তমান বিজেপি সরকার প্রথমবার ক্ষমতায় আসার সময় এই রহস্য উন্মোচনের প্রতিশ্রুতিও দিয়েছিল, যা বলে দেয় জনমনে এ নিয়ে বিদ্যমান রহস্যের মাত্রা ঠিক কতটা।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চে সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটির উৎস খুঁজে পাওয়া যায় ‘অনুজ ধর’ নামের একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে। ভারতীয় লেখক অনুজ ধর নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন।
২০১৮ সালের ২৭ মে পোস্ট করা ওই ছবির ক্যাপশনে অনুজ ধর উল্লেখ করেন, নেতাজি জাপানের সবচেয়ে পুরোনো ইংরেজি ভাষার পত্রিকা নিপ্পন টাইমস পড়ছেন। নিপ্পন টাইমস বর্তমানে দ্য জাপান টাইমস নামে পরিচিত।
ওই একই ব্যক্তি ২০১৯ সালের ১৮ আগস্ট তাঁর টুইটার প্রোফাইলে ছবিটিকে সম্পাদনা করে পত্রিকার শিরোনামটি পরিবর্তন করে পোস্ট করেন। সম্প্রতি ভাইরাল হওয়া ফেসবুক পোস্টগুলোতে যে ছবি ব্যবহার করা হচ্ছে, এটিই সেই ছবি।
অনুজ ধর ক্যাপশনে লিখেছেন, মূল ছবি থেকে কল্পনাপ্রসূতভাবে এই ছবি তৈরি করা হয়েছে। ছবিটি তৈরির কৃতিত্ব দিয়ে তিনি বিপ্লব সি২ নামে একটি টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ দেন। তবে টুইটারে ওই আইডি বর্তমানে স্থগিত রয়েছে।
অনুজ ধর দাবি করে আসছেন, নেতাজি ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় মারা যাননি; বরং স্বাধীনতার পর তিনি দেশে ফিরে এসেছিলেন এবং গুমনামি বাবা ছদ্মবেশে ভারতেই থাকতেন। এ বিষয়ে তিনি চন্দ্রচূড় ঘোষের সঙ্গে যৌথভাবে একটি বইও লেখেন।
সিদ্ধান্ত
‘নেতাজি সুভাষচন্দ্র বোস নিজেই নিজের মৃত্যু সংবাদ পড়ছেন’—ফেসবুকে এমন দাবিতে পোস্ট করা ছবিটি সম্পাদনা করা।
একটি ছবিতে দেখা যাচ্ছে, নেতাজি সুভাষচন্দ্র বসু একটি পত্রিকা পড়ছেন। পত্রিকার প্রথম পাতায় ইংরেজিতে লেখা প্রধান শিরোনামটি বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় এমন—‘জনাব সুভাষচন্দ্র বসু মারা গেছেন।’
সম্প্রতি ফেসবুকে এমন একটি ছবি ভাইরাল হয়েছে। পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, ছবিটি ১৯৪৫ সালের ২৫ আগস্ট তোলা হয়েছিল।
ভারতের স্বাধীনতা সংগ্রামের কিংবদন্তি নেতা সুভাষচন্দ্র বসু। সশস্ত্র বিদ্রোহের মাধ্যমে ভারতকে ব্রিটিশ শাসন থেকে মুক্ত করতে চেয়েছিলেন তিনি। তবে কীভাবে তাঁর মৃত্যু হয়েছে, সেটি নিয়ে রয়েছে রহস্য।
প্রচলিত তথ্য অনুযায়ী, ১৯৪৫ সালের ১৮ আগস্ট সুভাষচন্দ্র বসু মারা যান। একটি যুদ্ধবিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে জাপানে মারা যান তিনি। জাপানের তাইপেতে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।
তবে নেতাজির মৃত্যুর এই তথ্য অনেক ভারতীয়ই বিশ্বাস করেন না। মৃত্যুর সময়ের বা সৎকারের কোনো ছবি পাওয়া না যাওয়ায় অনেকেই বিশ্বাস করতে চান না যে, ওই বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়েছিল।
ভারতীয়দের অনেকেই দাবি করেন, জীবনের শেষ কয়েকটা দিন তিনি গুমনামি বাবার রূপ ধারণ করে ভারতেই ছিলেন। অবশ্য ভারতের বিচার বিভাগ কমিশন গঠন করে রায় দিয়েছে, গুমনামি বাবা নেতাজির ছদ্মরূপ নয়। তবে সাধারণ ভারতীয়দের মধ্যে বিষয়টি নিয়ে বিভ্রান্তি এখনো আছে। এ নিয়ে এমনকি একাধিক সিনেমাও আছে। সর্বশেষ ২০১৯ সালে ‘গুমনামি’ নামে একটি সিনেমাও হয়, যা নতুন করে এই বিতর্ক তুলে দেয়। ভারতের বর্তমান বিজেপি সরকার প্রথমবার ক্ষমতায় আসার সময় এই রহস্য উন্মোচনের প্রতিশ্রুতিও দিয়েছিল, যা বলে দেয় জনমনে এ নিয়ে বিদ্যমান রহস্যের মাত্রা ঠিক কতটা।
ফ্যাক্টচেক
রিভার্স ইমেজ সার্চে সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটির উৎস খুঁজে পাওয়া যায় ‘অনুজ ধর’ নামের একটি ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে। ভারতীয় লেখক অনুজ ধর নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা করছেন।
২০১৮ সালের ২৭ মে পোস্ট করা ওই ছবির ক্যাপশনে অনুজ ধর উল্লেখ করেন, নেতাজি জাপানের সবচেয়ে পুরোনো ইংরেজি ভাষার পত্রিকা নিপ্পন টাইমস পড়ছেন। নিপ্পন টাইমস বর্তমানে দ্য জাপান টাইমস নামে পরিচিত।
ওই একই ব্যক্তি ২০১৯ সালের ১৮ আগস্ট তাঁর টুইটার প্রোফাইলে ছবিটিকে সম্পাদনা করে পত্রিকার শিরোনামটি পরিবর্তন করে পোস্ট করেন। সম্প্রতি ভাইরাল হওয়া ফেসবুক পোস্টগুলোতে যে ছবি ব্যবহার করা হচ্ছে, এটিই সেই ছবি।
অনুজ ধর ক্যাপশনে লিখেছেন, মূল ছবি থেকে কল্পনাপ্রসূতভাবে এই ছবি তৈরি করা হয়েছে। ছবিটি তৈরির কৃতিত্ব দিয়ে তিনি বিপ্লব সি২ নামে একটি টুইটার অ্যাকাউন্টকে ট্যাগ দেন। তবে টুইটারে ওই আইডি বর্তমানে স্থগিত রয়েছে।
অনুজ ধর দাবি করে আসছেন, নেতাজি ১৯৪৫ সালে বিমান দুর্ঘটনায় মারা যাননি; বরং স্বাধীনতার পর তিনি দেশে ফিরে এসেছিলেন এবং গুমনামি বাবা ছদ্মবেশে ভারতেই থাকতেন। এ বিষয়ে তিনি চন্দ্রচূড় ঘোষের সঙ্গে যৌথভাবে একটি বইও লেখেন।
সিদ্ধান্ত
‘নেতাজি সুভাষচন্দ্র বোস নিজেই নিজের মৃত্যু সংবাদ পড়ছেন’—ফেসবুকে এমন দাবিতে পোস্ট করা ছবিটি সম্পাদনা করা।
মনোজ কুমার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস অফিসার হিসেবে যোগ দিয়েছেন— এমন একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা, ‘অভিনেতার পাশাপাশি তিনি এখন একজন কাস্টমস অফিসার! বর্তমানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা তে কর্মরত আছেন!’
৬ ঘণ্টা আগেমাইক্রোস্কোপ ব্যবহার করে একটি ধানের ওপর ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত পুরো প্রক্রিয়ার নকশা করা হয়েছে— এই দাবিতে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘এটা একটা ধান যার উপরে মাইক্রোস্কোপ ব্যবহার করে, ধান লাগানো থেকে শুরু করে ঘরে তোলা পর্যন্ত সকল প্রসেস নকশা করা হয়েছ
১০ ঘণ্টা আগেদেশে মোটরসাইকেলের সিসি লিমিট ৬০০ পর্যন্ত করা হয়েছে— এমন দাবিতে একটি তথ্য সোশ্যাল মিডিয়ায় প্রচার করা হচ্ছে। পোস্টের ক্যাপশনে লেখা, ‘কংগ্রাচুলেশনস বাংলাদেশ। ৬০০ সিসি কনফার্মড! ৩৭৫–৫৯৯ সিসি পর্যন্ত অনুমোদন দেওয়া হয়েছে। খুব শিঘ্রই গেজেট প্রকাশ করা হবে।’
২০ ঘণ্টা আগেপরীক্ষার আগে অভিভাবকেরা সাধারণত ডিম খেতে নিষেধ করেন। এটি বহু দিন ধরে প্রচলিত একটি ধারণা। ধারণা করা হয়, পরীক্ষার আগে ডিম খেলে মাথা গুলিয়ে যাবে, কেউ কেউ আবার ডিমের আকারের সঙ্গে পরীক্ষার নম্বরের সম্পর্ক আছে মনে করেন! এ নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বিভিন্ন সময় পোস্ট হতে দেখা গেছে।
২ দিন আগে