ফ্যাক্টচেক ডেস্ক
দেশে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। এই সময়ে ‘এটা ইন্ডিয়ার চিত্র নয়, ময়মনসিংহ মেডিকেলে করোনায় লাশের বন্যা’-এ রকম শিরোনাম দিয়ে একটি ভিডিও ফেসবুকে অনেকেই পোস্ট করছেন। আজ সকাল থেকে ফেসবুকে অর্ধ শতাধিক পেজ, গ্রুপ ও আইডিতে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
মো. আশরাফুল আলম নামের একটি পেজে ময়মনসিংহ মেডিকেলে করোনায় আক্রান্ত লাশের সারি বলে দাবি করা সাব্বির আহমেদ নামে একজনের আইডি থেকে মন্তব্যের ঘরে লেখা হয়-ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, বরং রাজশাহী মেডিকেলের। তিনি আরও উল্লেখ করেন, ভিডিওতে লাশের সারিগুলো করোনায় আক্রান্ত রোগীর নয়। এক মাস আগের একটি সড়ক দুর্ঘটনায় নিহতদের ভিডিও এটি। গুজব না ছড়ানোর জন্য আহ্বানও করেন তিনি।
মন্তব্যের সূত্র ধরে যোগাযোগ করা হয় রাজশাহী মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঙ্গে। তিনি রাজশাহী মেডিকেলের হোস্টেলেই থাকেন। ভিডিওতে যে জায়গাটি দেখা যাচ্ছে সেখানে তাঁর নিয়মিত যাতায়াত। অনুরোধ করলে তাৎক্ষণিক ওই স্থানে গিয়ে একটি ছবি তুলে পাঠান তিনি।
ক্রস চেকের অংশ হিসেবে আজকের পত্রিকার রাজশাহী প্রতিনিধি রিমন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৬ মার্চ রাজশাহী-নাটোর মহাসড়কে কাটাখালী থানার সামনে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুনে পুড়ে ১৭ জন নিহত হন। পরে নিহতদের লাশ রাজশাহী মেডিকেলে নিয়ে আসা হয়। ওই দিন তিনি ঘটনাস্থলেই ছিলেন। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা তাঁর চোখের সামনেই ঘটেছে।
সিদ্ধান্ত
ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, করোনায় আক্রান্ত লাশের সারিরও নয়। ভিডিওতে যে মৃতদেহগুলো দেখা যাচ্ছে, সেগুলো গত ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনার। দুর্ঘটনার পর লাশগুলো রাজশাহী মেডিকেলে নেওয়ার পর ওই ভিডিওটি ধারণ করা হয়।
দেশে প্রতিদিন বাড়ছে করোনা সংক্রমণ। এই সময়ে ‘এটা ইন্ডিয়ার চিত্র নয়, ময়মনসিংহ মেডিকেলে করোনায় লাশের বন্যা’-এ রকম শিরোনাম দিয়ে একটি ভিডিও ফেসবুকে অনেকেই পোস্ট করছেন। আজ সকাল থেকে ফেসবুকে অর্ধ শতাধিক পেজ, গ্রুপ ও আইডিতে ভিডিওটি পোস্ট করতে দেখা গেছে।
ফ্যাক্টচেক
মো. আশরাফুল আলম নামের একটি পেজে ময়মনসিংহ মেডিকেলে করোনায় আক্রান্ত লাশের সারি বলে দাবি করা সাব্বির আহমেদ নামে একজনের আইডি থেকে মন্তব্যের ঘরে লেখা হয়-ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, বরং রাজশাহী মেডিকেলের। তিনি আরও উল্লেখ করেন, ভিডিওতে লাশের সারিগুলো করোনায় আক্রান্ত রোগীর নয়। এক মাস আগের একটি সড়ক দুর্ঘটনায় নিহতদের ভিডিও এটি। গুজব না ছড়ানোর জন্য আহ্বানও করেন তিনি।
মন্তব্যের সূত্র ধরে যোগাযোগ করা হয় রাজশাহী মেডিকেলের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাব্বির আহমেদের সঙ্গে। তিনি রাজশাহী মেডিকেলের হোস্টেলেই থাকেন। ভিডিওতে যে জায়গাটি দেখা যাচ্ছে সেখানে তাঁর নিয়মিত যাতায়াত। অনুরোধ করলে তাৎক্ষণিক ওই স্থানে গিয়ে একটি ছবি তুলে পাঠান তিনি।
ক্রস চেকের অংশ হিসেবে আজকের পত্রিকার রাজশাহী প্রতিনিধি রিমন রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, গত ২৬ মার্চ রাজশাহী-নাটোর মহাসড়কে কাটাখালী থানার সামনে বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষের পর আগুনে পুড়ে ১৭ জন নিহত হন। পরে নিহতদের লাশ রাজশাহী মেডিকেলে নিয়ে আসা হয়। ওই দিন তিনি ঘটনাস্থলেই ছিলেন। ভিডিওতে যা দেখা যাচ্ছে তা তাঁর চোখের সামনেই ঘটেছে।
সিদ্ধান্ত
ভিডিওটি ময়মনসিংহ মেডিকেলের নয়, করোনায় আক্রান্ত লাশের সারিরও নয়। ভিডিওতে যে মৃতদেহগুলো দেখা যাচ্ছে, সেগুলো গত ২৬ মার্চ রাজশাহীর কাটাখালীতে সড়ক দুর্ঘটনার। দুর্ঘটনার পর লাশগুলো রাজশাহী মেডিকেলে নেওয়ার পর ওই ভিডিওটি ধারণ করা হয়।
ময়মনসিংহের ‘ফুলবাড়ীয়ায় ক্যানসার প্রতিরোধক করোসল গাছের পাতা সংগ্রহে ভিড়’ শিরোনামে ২০২৩ সালের ৫ জুলাই একটি প্রতিবেদন প্রকাশ করে একটি দৈনিক। তাতে দাবি করা হয়, ক্যানসার প্রতিরোধক হিসেবে পরিচিত করোসল ফলের গাছের পাতা সংগ্রহে ভিড় করছেন রোগীদের স্বজনেরা।
১৮ ঘণ্টা আগেভোলার বোরহানউদ্দিনে এইচপিভি টিকাদান কর্মসূচি চলাকালে অর্ধশত স্কুলছাত্রী অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দাবি করা হচ্ছে, এ শিক্ষার্থীদের দেওয়া টিকাগুলো ‘বিষাক্ত’ ছিল। এর প্রভাবে অসুস্থ হয়ে পড়ে শিক্ষার্থীরা।
১ দিন আগেদাবিটির সত্যতা যাচাইয়ে ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটে গত শুক্রবার (২৫ অক্টোবর) ‘ক্ষমতাচ্যুত বাংলাদেশি প্রধানমন্ত্রী হাসিনার দল বিক্ষোভের পরিকল্পনা করছে’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়।
২ দিন আগেসোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি মন্তব্যে দাবি করা হচ্ছে, সেনাপ্রধান ওয়াকার–উজ–জামান এক সাক্ষাৎকারে বলেছেন, শেখ হাসিনা জনগণের লাশের বন্যা ও মৃত্যু চাননি। তাই তিনি পদত্যাগ না করেই ভারতে চলে যান।
৪ দিন আগে