ফ্যাক্টচেক ডেস্ক
বেশ কিছু অনলাইন সংবাদমাধ্যম ‘নতুন সিদ্ধান্ত: ৭ আগস্ট থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু!’—এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে এই তথ্য ব্যাপকভাবে শেয়ার হয়েছে। শিরোনামটি দেখে মনে হতে পারে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে অনলাইন পোর্টালগুলোতে ওই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে, সেগুলোর বেশির ভাগই নামসর্বস্ব। পোর্টালগুলোতে এর আগেও বেশ কিছু বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু ফেসবুক ব্যবহারকারীদের একটা বড় অংশই সংবাদ পড়ার সময় অনলাইন পোর্টাল সম্পর্কে সচেতন থাকেন না। বরং নিউজ ফিডে চটকদার কোনো শিরোনাম এলেই সেটি বিশ্বাস করেন। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
এ রকম কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।লিংকগুলোতে ক্লিক করে দেখা যায়, প্রতিটি পোর্টালেই একই তথ্যসহ প্রতিবেদন ছাপানো হয়েছে। অর্থাৎ, তথ্যগুলো কোথাও থেকে কপি করা হয়েছে।
সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করে দেখা যায়, গত ২ আগস্ট অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টে ‘৭ আগস্ট থেকে কারিগরি ডিপ্লোমা স্তরের ক্লাস শুরু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্যগুলো হুবহু কপি করা হয়েছে।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, ৭ আগস্ট থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে।
৩১ জুলাই ২০২১ (শনিবার) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকগণ অনলাইনে তত্ত্বীয় ক্লাস নেবেন এবং যেসব ব্যবহারিক ক্লাস অনলাইনে সম্পন্ন করার সুযোগ রয়েছে, সেগুলো অনলাইনেই সম্পন্ন হবে।
দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকারি নির্দেশে এখনো সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এই অচলাবস্থা চলছে। তবে অনলাইনে পাঠদান চলছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষাও নিয়েছে।
ফেসবুকে কোনো সংবাদ দেখলে শুরুতেই শিরোনামের দিকে নজর যায়। অনেকেই লিংকে ক্লিক করে ভেতরে প্রবেশ করেন না। অনেক সময় মূল প্রতিবেদনে কী লেখা আছে, সেটি না পড়েই শেয়ার দিয়ে দেন। অনলাইন পোর্টালগুলোর এ ধরনের শিরোনামের কারণে ফেসবুকে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে, দেশে আগামী ৭ আগস্ট থেকে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।
মূলত আগামী ৭ আগস্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। তবে সেটিও অনলাইনে। স্বাস্থ্যবিধি মেনে শুধু ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে। শিক্ষাস্তর ভেদে এ ধরনের ঘোষণা এর আগেও বেশ কয়েকবার এসেছে।
বেশ কিছু অনলাইন সংবাদমাধ্যম ‘নতুন সিদ্ধান্ত: ৭ আগস্ট থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু!’—এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে এই তথ্য ব্যাপকভাবে শেয়ার হয়েছে। শিরোনামটি দেখে মনে হতে পারে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে অনলাইন পোর্টালগুলোতে ওই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে, সেগুলোর বেশির ভাগই নামসর্বস্ব। পোর্টালগুলোতে এর আগেও বেশ কিছু বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু ফেসবুক ব্যবহারকারীদের একটা বড় অংশই সংবাদ পড়ার সময় অনলাইন পোর্টাল সম্পর্কে সচেতন থাকেন না। বরং নিউজ ফিডে চটকদার কোনো শিরোনাম এলেই সেটি বিশ্বাস করেন। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
এ রকম কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।লিংকগুলোতে ক্লিক করে দেখা যায়, প্রতিটি পোর্টালেই একই তথ্যসহ প্রতিবেদন ছাপানো হয়েছে। অর্থাৎ, তথ্যগুলো কোথাও থেকে কপি করা হয়েছে।
সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করে দেখা যায়, গত ২ আগস্ট অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টে ‘৭ আগস্ট থেকে কারিগরি ডিপ্লোমা স্তরের ক্লাস শুরু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্যগুলো হুবহু কপি করা হয়েছে।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, ৭ আগস্ট থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে।
৩১ জুলাই ২০২১ (শনিবার) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকগণ অনলাইনে তত্ত্বীয় ক্লাস নেবেন এবং যেসব ব্যবহারিক ক্লাস অনলাইনে সম্পন্ন করার সুযোগ রয়েছে, সেগুলো অনলাইনেই সম্পন্ন হবে।
দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকারি নির্দেশে এখনো সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এই অচলাবস্থা চলছে। তবে অনলাইনে পাঠদান চলছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষাও নিয়েছে।
ফেসবুকে কোনো সংবাদ দেখলে শুরুতেই শিরোনামের দিকে নজর যায়। অনেকেই লিংকে ক্লিক করে ভেতরে প্রবেশ করেন না। অনেক সময় মূল প্রতিবেদনে কী লেখা আছে, সেটি না পড়েই শেয়ার দিয়ে দেন। অনলাইন পোর্টালগুলোর এ ধরনের শিরোনামের কারণে ফেসবুকে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে, দেশে আগামী ৭ আগস্ট থেকে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।
মূলত আগামী ৭ আগস্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। তবে সেটিও অনলাইনে। স্বাস্থ্যবিধি মেনে শুধু ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে। শিক্ষাস্তর ভেদে এ ধরনের ঘোষণা এর আগেও বেশ কয়েকবার এসেছে।
প্রযুক্তি জগতে নানা উদ্ভাবন দিয়ে সব সময়ই আলোচনায় থাকেন স্পেসএক্স, টেসলাসহ মাইক্রোব্লগিং সাইট এক্সের (সাবেক টুইটার) মালিক ইলন মাস্ক। সম্প্রতি তিনি আলোচনায় এসেছেন এক্সে ডিজনির এলজিবিটিকিউ সম্পর্কিত কনটেন্ট ব্লক করে দিয়েছেন এমন দাবিতে। গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে ফেসবুকে ‘মহিদুল আলম...
২৫ মিনিট আগেরাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় গত বুধবার দুপুরে সংঘর্ষে জড়ায় ঢাকা কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ ও সেনাসদস্যরা, দুই কলেজের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তাঁরা। এ সময় পুলিশ কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেডও ছোড়ে।
৫ ঘণ্টা আগেসরকারি চাকরিতে কোটা সংস্কারকে ঘিরে গড়ে ওঠা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নাম বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ। আন্দোলনের সময় গত ১৮ জুলাই রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল...
১ দিন আগেছাত্র–জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর তিনদিন পর শান্তিতে নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার শপথ নেয় ৮ আগস্ট। এরপর ১০০ দিন পার করেছে এই সরকার...
১ দিন আগে