ফ্যাক্টচেক ডেস্ক
বেশ কিছু অনলাইন সংবাদমাধ্যম ‘নতুন সিদ্ধান্ত: ৭ আগস্ট থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু!’—এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে এই তথ্য ব্যাপকভাবে শেয়ার হয়েছে। শিরোনামটি দেখে মনে হতে পারে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে অনলাইন পোর্টালগুলোতে ওই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে, সেগুলোর বেশির ভাগই নামসর্বস্ব। পোর্টালগুলোতে এর আগেও বেশ কিছু বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু ফেসবুক ব্যবহারকারীদের একটা বড় অংশই সংবাদ পড়ার সময় অনলাইন পোর্টাল সম্পর্কে সচেতন থাকেন না। বরং নিউজ ফিডে চটকদার কোনো শিরোনাম এলেই সেটি বিশ্বাস করেন। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
এ রকম কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।লিংকগুলোতে ক্লিক করে দেখা যায়, প্রতিটি পোর্টালেই একই তথ্যসহ প্রতিবেদন ছাপানো হয়েছে। অর্থাৎ, তথ্যগুলো কোথাও থেকে কপি করা হয়েছে।
সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করে দেখা যায়, গত ২ আগস্ট অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টে ‘৭ আগস্ট থেকে কারিগরি ডিপ্লোমা স্তরের ক্লাস শুরু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্যগুলো হুবহু কপি করা হয়েছে।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, ৭ আগস্ট থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে।
৩১ জুলাই ২০২১ (শনিবার) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকগণ অনলাইনে তত্ত্বীয় ক্লাস নেবেন এবং যেসব ব্যবহারিক ক্লাস অনলাইনে সম্পন্ন করার সুযোগ রয়েছে, সেগুলো অনলাইনেই সম্পন্ন হবে।
দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকারি নির্দেশে এখনো সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এই অচলাবস্থা চলছে। তবে অনলাইনে পাঠদান চলছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষাও নিয়েছে।
ফেসবুকে কোনো সংবাদ দেখলে শুরুতেই শিরোনামের দিকে নজর যায়। অনেকেই লিংকে ক্লিক করে ভেতরে প্রবেশ করেন না। অনেক সময় মূল প্রতিবেদনে কী লেখা আছে, সেটি না পড়েই শেয়ার দিয়ে দেন। অনলাইন পোর্টালগুলোর এ ধরনের শিরোনামের কারণে ফেসবুকে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে, দেশে আগামী ৭ আগস্ট থেকে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।
মূলত আগামী ৭ আগস্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। তবে সেটিও অনলাইনে। স্বাস্থ্যবিধি মেনে শুধু ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে। শিক্ষাস্তর ভেদে এ ধরনের ঘোষণা এর আগেও বেশ কয়েকবার এসেছে।
বেশ কিছু অনলাইন সংবাদমাধ্যম ‘নতুন সিদ্ধান্ত: ৭ আগস্ট থেকে শিক্ষার্থীদের ক্লাস শুরু!’—এমন শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে। ফেসবুকের বিভিন্ন গ্রুপের মাধ্যমে এই তথ্য ব্যাপকভাবে শেয়ার হয়েছে। শিরোনামটি দেখে মনে হতে পারে বাংলাদেশে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার ব্যাপারে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
যে অনলাইন পোর্টালগুলোতে ওই শিরোনামে প্রতিবেদন করা হয়েছে, সেগুলোর বেশির ভাগই নামসর্বস্ব। পোর্টালগুলোতে এর আগেও বেশ কিছু বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হয়েছে। কিন্তু ফেসবুক ব্যবহারকারীদের একটা বড় অংশই সংবাদ পড়ার সময় অনলাইন পোর্টাল সম্পর্কে সচেতন থাকেন না। বরং নিউজ ফিডে চটকদার কোনো শিরোনাম এলেই সেটি বিশ্বাস করেন। এ ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি।
এ রকম কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে, এখানে ও এখানে।লিংকগুলোতে ক্লিক করে দেখা যায়, প্রতিটি পোর্টালেই একই তথ্যসহ প্রতিবেদন ছাপানো হয়েছে। অর্থাৎ, তথ্যগুলো কোথাও থেকে কপি করা হয়েছে।
সার্চ ইঞ্জিনে অনুসন্ধান করে দেখা যায়, গত ২ আগস্ট অনলাইন সংবাদমাধ্যম ঢাকা পোস্টে ‘৭ আগস্ট থেকে কারিগরি ডিপ্লোমা স্তরের ক্লাস শুরু’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন থেকে তথ্যগুলো হুবহু কপি করা হয়েছে।
ওই প্রতিবেদন থেকে জানা যায়, ৭ আগস্ট থেকে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের সব শিক্ষাক্রমের ১ম, ৩য়, ৫ম ও ৭ম পর্বের ১ম ও ২য় শিফটের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। স্বাস্থ্যবিধি মেনে ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে।
৩১ জুলাই ২০২১ (শনিবার) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের পরিচালক (কারিকুলাম) প্রকৌশলী ফরিদ উদ্দিন আহম্মেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষকগণ অনলাইনে তত্ত্বীয় ক্লাস নেবেন এবং যেসব ব্যবহারিক ক্লাস অনলাইনে সম্পন্ন করার সুযোগ রয়েছে, সেগুলো অনলাইনেই সম্পন্ন হবে।
দেশে করোনাভাইরাসের ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে সরকারি নির্দেশে এখনো সারা দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আছে। গত বছরের ১৭ মার্চ থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে এই অচলাবস্থা চলছে। তবে অনলাইনে পাঠদান চলছে। কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠান পরীক্ষাও নিয়েছে।
ফেসবুকে কোনো সংবাদ দেখলে শুরুতেই শিরোনামের দিকে নজর যায়। অনেকেই লিংকে ক্লিক করে ভেতরে প্রবেশ করেন না। অনেক সময় মূল প্রতিবেদনে কী লেখা আছে, সেটি না পড়েই শেয়ার দিয়ে দেন। অনলাইন পোর্টালগুলোর এ ধরনের শিরোনামের কারণে ফেসবুকে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে যে, দেশে আগামী ৭ আগস্ট থেকে বাংলাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে।
মূলত আগামী ৭ আগস্ট বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীন ডিপ্লোমা স্তরের তত্ত্বীয় ক্লাস শুরু হবে। তবে সেটিও অনলাইনে। স্বাস্থ্যবিধি মেনে শুধু ব্যবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা হবে। শিক্ষাস্তর ভেদে এ ধরনের ঘোষণা এর আগেও বেশ কয়েকবার এসেছে।
পেহেলগাম হত্যাকাণ্ডের চার দিন পার হয়ে গেলেও এখন পর্যন্ত কেউ আটক হয়নি। গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) রাতে জম্মু ও কাশ্মীর জুড়ে পাঁচ সন্দেহভাজনের বাড়িঘর গুঁড়িয়ে ও বিস্ফোরক পেতে উড়িয়ে দিয়েছে ভারতের নিরাপত্তা বাহিনী।
৮ ঘণ্টা আগেপাঞ্জাবের ফিরোজপুর সেক্টর দিয়ে সীমান্ত অতিক্রম করায় বিএসএফের এক সদস্যকে আটক করে পাকিস্তানের সীমান্তরক্ষীরা। এ ছাড়া গতকাল বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে জম্মু-কাশ্মীর সীমান্তে ভারত ও পাকিস্তানের নিয়ন্ত্রণরেখা (এলওসি) বরাবর দুই দেশের সেনাদের মধ্যে গোলাগুলির তথ্য ভারতীয় সংবাদমাধ্যমে এসেছে। তবে এতে হতাহত
১ দিন আগেভিডিওতে একটি স্থাপনার মেঝে ও সিঁড়িতে ভাঙা ইট ছড়ানো এবং আধভাঙা ইটের দেয়াল দেখা যাচ্ছে। টুকরো ইটের ওপরে মই ও ড্রিল মেশিন দেখা যাচ্ছে। ভিডিওর শেষের দিকে কিছু স্থাপনার স্থিরচিত্রে একটি নামফলক দেখা যাচ্ছে, যেটিতে লেখা ‘মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন’।
৩ দিন আগেভিডিওতে শাড়ি পরিহিত এক নারীকে মাটিতে কোমর পর্যন্ত পুঁতে রাখা অবস্থায় দেখা যাচ্ছে। তাঁকে ঘিরে রেখেছে একদল শিশু, তরুণ ও মধ্যবয়সী। একটু দূরে কিছুটা নিচু জায়গায় দাঁড়িয়ে নারীদের একটি দল সেই দৃশ্য দেখছে। ভিডিওটির একপর্যায়ে নারীটির দিকে ঢিল ছুড়তে দেখা যায়। ঢিল নিক্ষেপকারীদের তিনজন মাথায় টুপি, সাদা পাঞ্জাবি
৪ দিন আগে